ঢাকা , রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫ , ২৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমি নাকি বিয়ে নিয়ে খুব প্রেশার দিই ওকে নেপালের অন্তর্বর্তী সরকারপ্রধানকে প্রধান উপদেষ্টার অভিনন্দন খুলনায় ডেঙ্গু প্রতিরোধে টিডিপির প্রশংসনীয় উদ্যোগ: স্বেচ্ছাশ্রমে সুইজগেট খাল পরিষ্কার আনসার ভিডিপি'র মহাপরিচালকের শফিপুর আনসার ভিডিপি একাডেমি পরিদর্শনে রাজশাহীতে ঋণের দায়ে ও খাওয়ার অভাবে চার মৃত্যু, ধার করে চল্লিশা ক্যাটরিনাকে বিয়ের আগে রাধিকার সঙ্গে সম্পর্ক? অভিনেত্রীর বা়ড়ি থেকে পাওয়া গেল ভিকির বিশেষ জিনিস রাশিয়া থেকে তেল কিনে যাচ্ছে আমেরিকার নেতৃত্বাধীন সামরিক জোটের সদস্যেরাও! পাকিস্তান, চিনের আকাশ হামলা ঠেকাতে থ্রিডি রেডার পেল নৌসেনা, স্পেনের সহযোগিতায় বানাল টাটা শতায়ুর সংখ্যায় লাখ ছুঁইছুঁই জাপানে, নতুন তথ্য প্রকাশ করল সরকার! বেশি দিন বাঁচার রহস্য কী? শাহরুখ কন্যা সুহানার ২ মিনিট ৩১ সেকেন্ডের ভিডিও, রইল নায়িকা রাধিকার পর্ন ভিডিও এখন বাজারে নোয়াখালীতে ৪২৫ কচ্ছপ উদ্ধার মহানগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১০ শাহজাদপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি সেলিম রেজা গ্রেফতার ফেনীতে দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেপ্তার, ৪টি চোরাই গরু উদ্ধার গাছ প্রিয় রাণীশংকৈলের করিমুল রাজশাহীতে প্রাথমিক শিক্ষায় অচলাবস্থা: এক-তৃতীয়াংশ বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আজ, ব্যালট বাক্সের নমুনা তৈরি রাজশাহীতে ২৪ লাখ টাকার স্বর্ণলংকার উদ্ধার; নারী-সহ দুই চোর গ্রেফতার গোদাগাড়ী খাদ্য গুদামে নিম্নমানের চাল মজুদের অভিযোগ

ফুলবাড়ীতে ভ্যাপসা গরমে বিপর্যস্ত জনজীবন

  • আপলোড সময় : ১০-০৬-২০২৫ ০৮:৩৯:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৬-২০২৫ ০৮:৩৯:৫৫ অপরাহ্ন
ফুলবাড়ীতে ভ্যাপসা গরমে বিপর্যস্ত জনজীবন ফুলবাড়ীতে ভ্যাপসা গরমে বিপর্যস্ত জনজীবন
দিনাজপুরের ফুলবাড়ীতে চলমান তীব্র গরমে জনজীবন হয়ে পড়েছে বিপর্যস্ত। সকাল থেকে রাত পর্যন্ত প্রচণ্ড রোদ ও ভ্যাপসা গরমে মানুষ হাঁসফাঁস করছে। দিনের বেলায় সূর্যের প্রচণ্ড তাপে বাইরে বের হওয়া কঠিন হলেও রাতের শেষভাগে আবার কম্বল কিংবা কাঁথা গায়ে জড়াতে হচ্ছে। বিরল এক আবহাওয়া বৈপরীত্য।

এই প্রচণ্ড গরমের সঙ্গে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট যোগ হয়ে ভোগান্তি আরও বাড়িয়ে তুলেছে। টিউবওয়েল ও সেচযন্ত্রে পানির সংকট দেখা দিয়েছে। কৃষি বিভাগ জানায়, প্রতিবছরের মতো এবারও পানির স্তর নিচে নেমে যাওয়ায় এমন দুর্ভোগ তৈরি হয়েছে।

তাপপ্রবাহ ও অসহনীয় ভ্যাপসা গরমের কারণে প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছেন না। রিকশা ও ভ্যানচালকরা কিছুক্ষণ চালিয়ে আবার ছায়ায় গিয়ে জিরিয়ে নিচ্ছেন। কেউ কেউ বিকেলে তাপমাত্রা কমলে বাহির হচ্ছেন জীবিকার তাগিদে।

ফুলবাড়ী পৌর শহরের কাঁটাবাড়ী গ্রামের ৬৩ বছর বয়সী রিকশাচালক সিঙ্গেল জয়সোয়াল বলেন, ‘বয়সের কারণে রোদে বের হতে পারি না, কিন্তু সংসার তো থেমে নেই। বাধ্য হয়ে বিকেল হলেই রিকশা নিয়ে বের হই।’

এদিকে গরমের দাপটে শহরের হাটবাজারে বাড়ছে শরবতের চাহিদা। প্রায় সব বাজারেই ভ্রাম্যমাণ শরবতের দোকান দেখা যাচ্ছে। আখের রস, তোকমা, এলোভেরা, পাকা বেল, শিমুলের মূল, হরতকি, বয়রা ও লেবুর শরবতসহ নানা ফলের জুস মিলছে এসব দোকানে। এসব শরবতের দাম গ্লাস প্রতি ২০ থেকে ৪০ টাকা। আর বরফ, পানি, লেবু ও বিট লবণ দিয়ে তৈরি সাধারণ শরবত বিক্রি হচ্ছে ১০ টাকায়। এর পাশাপাশি বেড়েছে আইসক্রিম ও কোমল পানীয়র বিক্রিও।

মহেলপুর গ্রামের প্রবীণ শিক্ষক মো. নাজিম উদ্দিন মন্ডল বলেন, ‘এই বয়সে এত গরম আর সহ্য হয় না। বাইরে বের হলে মনে হয় যেন আগুন ঝরছে।’ফুলবাড়ী পৌর শহরের ভ্রাম্যমাণ শরবত বিক্রেতা সাইদার রহমান (৫৫) জানান, ‘তোকমা, এলোভেরা, বেল, শিমুলের মূল, হরতকি, বয়রা আর লেবুর শরবত বিক্রি করি। গরম বাড়লে বিক্রি ভালো হয়। তবে প্রচণ্ড রোদে মানুষ কম বের হয় বলে দিনের বেলায় বেচাবিক্রি কম, বিকেলে কিছুটা বাড়ে।’

আরেক বিক্রেতা মোহাম্মদ আলী বলেন, ‘বরফ, পানি, লেবু ও বিট লবণ দিয়ে ১০ টাকায় শরবত বিক্রি করছি। গরম যত বাড়ছে, চাহিদাও তত বাড়ছে। রোদ সহ্য করতে না পেরে আমাকেও মাঝেমধ্যে ছায়ায় দাঁড়াতে হচ্ছে।’

কোমল পানীয়র স্থানীয় ডিলার মো. আব্দুল কাইয়ুম জানান, ‘গরমের কারণে এবার কোমল পানীয়র বিক্রি আগের তুলনায় কিছুটা বেড়েছে।’ দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তোফাজ্জর হোসেন বলেন, ‘গত তিন দিন ধরে জেলায় তাপমাত্রা ৩৬.০ থেকে ৩৭.০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। মঙ্গলবার দুপুর ১২টায় ৩৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, বাতাসের আর্দ্রতা ছিল ৪৯ শতাংশ।’

তিনি আরও জানান, ‘বর্তমানে মৃদু তাপপ্রবাহ বয়ে চললেও তীব্রতার মাত্রা বাড়ছে। বুধবার পর্যন্ত এই পরিস্থিতি থাকতে পারে। উচ্চ তাপমাত্রার সঙ্গে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় গরম আরও বেশি অনুভূত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় বাতাসের গড় আর্দ্রতা ছিল ৭০ শতাংশের বেশি।’

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মশিউর রহমান বলেন, ‘তাপদাহের কারণে প্রতিদিন গড়ে শতাধিক রোগী সর্দি-জ্বর, মাথা ব্যথা, গলা ব্যথা, ডায়রিয়া ও পেট ব্যথা নিয়ে চিকিৎসা নিচ্ছেন। যাদের অবস্থা গুরুতর, তাদের হাসপাতালে ভর্তি করা হচ্ছে।’  ##

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আজ, ব্যালট বাক্সের নমুনা তৈরি

মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আজ, ব্যালট বাক্সের নমুনা তৈরি