ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় সদ্য গঠিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নতুন কমিটির বিরুদ্ধে স্থানীয় ছাত্রদল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাদের দিয়ে এনসিপির কমিটি গঠন করা হয়েছে বলে অভিযোগ ছাত্রদলের।
বিক্ষোভ শেষে স্থানীয় ছাত্রদলের নেতারা এনসিপির সদ্য ঘোষিত কমিটিকে বাঞ্ছারামপুরে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করে। গতকাল বুধবার (১১ জুন) বিকেলে উপজেলা চত্বরে ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ করা হয়।
সমাবেশ থেকে বক্তারা অভিযোগ করেন, সদ্য গঠিত এনসিপির এই কমিটিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক নেতাকর্মী ও সুবিধাবাদীদের অন্তর্ভুক্ত করা হয়েছে, যাদের জুলাই বিপ্লবের আন্দোলনে কখনও দেখা যায়নি।
স্থানীয় ছাত্রদলের নেতারা জানান, এনসিপির এই কমিটি জুলাই আন্দোলনের চেতনার সঙ্গে সম্পূর্ণ বিপরীত। ছাত্রদল নেতারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যদি এই কমিটি বাতিল না করা হয়, তবে বাঞ্ছারামপুরে দুর্বার ছাত্র আন্দোলন গড়ে তোলা হবে।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক ইব্রাহিম সরকার, বাঞ্ছারামপুর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ও বাঞ্ছারামপুর পৌর ছাত্রদলের সাবেক সদস্য সচিব মনিরুল হাসান আব্দুল্লাহ, বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক শাহ আজিজ শাওন, জেলা ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম ফাহাদসহ স্থানীয় বিভিন্ন ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীরা।
এ বিষয়ে জাতীয় নাগরিক কমিটি এনসিপির বাঞ্ছারামপুর উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী মোহাম্মদ মাইনুদ্দিন ও যুগ্ম সমন্বয়কারী শামীম মিয়ার মোবাইলে বারবার কল দেওয়া হলেও ফোন বন্ধ পাওয়া যায়।
গত ৪ জুন জাতীয় নাগরিক কমিটি এনসিপির পক্ষ থেকে মোহাম্মদ মাইনউদ্দিনকে প্রধান সমন্বয়কারী করে ২১ সদস্যবিশিষ্ট বাঞ্ছারামপুর উপজেলা শাখা কমিটির ঘোষণা দেয়া হয়।
                           বিক্ষোভ শেষে স্থানীয় ছাত্রদলের নেতারা এনসিপির সদ্য ঘোষিত কমিটিকে বাঞ্ছারামপুরে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করে। গতকাল বুধবার (১১ জুন) বিকেলে উপজেলা চত্বরে ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ করা হয়।
সমাবেশ থেকে বক্তারা অভিযোগ করেন, সদ্য গঠিত এনসিপির এই কমিটিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক নেতাকর্মী ও সুবিধাবাদীদের অন্তর্ভুক্ত করা হয়েছে, যাদের জুলাই বিপ্লবের আন্দোলনে কখনও দেখা যায়নি।
স্থানীয় ছাত্রদলের নেতারা জানান, এনসিপির এই কমিটি জুলাই আন্দোলনের চেতনার সঙ্গে সম্পূর্ণ বিপরীত। ছাত্রদল নেতারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যদি এই কমিটি বাতিল না করা হয়, তবে বাঞ্ছারামপুরে দুর্বার ছাত্র আন্দোলন গড়ে তোলা হবে।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক ইব্রাহিম সরকার, বাঞ্ছারামপুর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ও বাঞ্ছারামপুর পৌর ছাত্রদলের সাবেক সদস্য সচিব মনিরুল হাসান আব্দুল্লাহ, বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক শাহ আজিজ শাওন, জেলা ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম ফাহাদসহ স্থানীয় বিভিন্ন ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীরা।
এ বিষয়ে জাতীয় নাগরিক কমিটি এনসিপির বাঞ্ছারামপুর উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী মোহাম্মদ মাইনুদ্দিন ও যুগ্ম সমন্বয়কারী শামীম মিয়ার মোবাইলে বারবার কল দেওয়া হলেও ফোন বন্ধ পাওয়া যায়।
গত ৪ জুন জাতীয় নাগরিক কমিটি এনসিপির পক্ষ থেকে মোহাম্মদ মাইনউদ্দিনকে প্রধান সমন্বয়কারী করে ২১ সদস্যবিশিষ্ট বাঞ্ছারামপুর উপজেলা শাখা কমিটির ঘোষণা দেয়া হয়।
 
  অনলাইন ডেস্ক
 অনলাইন ডেস্ক  
                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                     
                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                