রাজশাহীর মোহনপুরে বিপুল পরিমান ইয়াবা ট্যাবলেট-সহ মোঃ আজমাল (৪৭), নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব।
বৃহস্পতিবার (১২ জুন) রাত পৌনে ৯টায় মোহনপুর থানাধীন তাহেরপুর পাকুড়িয়া ডাংগাপাড়া গ্রামের একটি বাশঁ ঝারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১১৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতার মাদক কারবারী মোঃ আজমাল (৪৭), সে মোহনপুর থানার তাহেরপুর পাকুড়িয়া গ্রামের মৃত: বাদশা আলীর ছেলে।
শুক্রবার সকাল সাড়ে ৯টায় র্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
র্যাব জানায়, জিজ্ঞাসাবাদে গ্রেফতার মাদক কারবারী মোঃ আজমাল স্বীকার করেছে জব্দকৃত ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে নিজের কাছে রেখেছিলো।
এ ব্যপারে তার বিরুদ্ধে মোহনপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার সকালে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে মোহনপুর থানা থানা পুলিশ।
নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy
মোহনপুরে বিপুল পরিমান ইয়াবা-সহ মাদক কারবারী আজমাল গ্রেফতার
- আপলোড সময় : ১৩-০৬-২০২৫ ১০:০০:১৭ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৩-০৬-২০২৫ ১০:০০:১৭ পূর্বাহ্ন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ