রাজধানীর ধানমন্ডির একটি বাসার নিচে পার্কিংয়ে রফিজ ইসলাম (২৫) নামের এক গাড়িচালকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৩ জুন) সকাল ৮টার দিকে ধানমন্ডি-১৯, রোড নাম্বার ১০/এ মধুবাজার এলাকার একটি বাড়ির নিচে পার্কিংয়ে এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তাকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী আল-আমিন জানান, সকালে ঘুম থেকে উঠে বাসার নিচে গ্যারেজে বৈদ্যুতিক মটরের সাহায্যে পানি দিয়ে গাড়ি ধোয়ার কাজ করছিলেন। এর কিছুক্ষণ পর গাড়ির পাশে অচেতন হয়ে পড়ে যান তিনি। দেখতে পেয়ে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়।
আল-আমিন আরও জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অথবা হঠাৎ অসুস্থ হয়ে তিনি মাথা ঘুরে পড়ে যেয়ে থাকতে পারেন। রফিজের বাড়ি ভোলার চরফ্যাশন উপজেলায়। বাবার আমির হোসেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক। বর্তমানে মরদেহটি মর্গে রাখা হয়েছে।
শুক্রবার (১৩ জুন) সকাল ৮টার দিকে ধানমন্ডি-১৯, রোড নাম্বার ১০/এ মধুবাজার এলাকার একটি বাড়ির নিচে পার্কিংয়ে এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তাকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী আল-আমিন জানান, সকালে ঘুম থেকে উঠে বাসার নিচে গ্যারেজে বৈদ্যুতিক মটরের সাহায্যে পানি দিয়ে গাড়ি ধোয়ার কাজ করছিলেন। এর কিছুক্ষণ পর গাড়ির পাশে অচেতন হয়ে পড়ে যান তিনি। দেখতে পেয়ে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়।
আল-আমিন আরও জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অথবা হঠাৎ অসুস্থ হয়ে তিনি মাথা ঘুরে পড়ে যেয়ে থাকতে পারেন। রফিজের বাড়ি ভোলার চরফ্যাশন উপজেলায়। বাবার আমির হোসেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক। বর্তমানে মরদেহটি মর্গে রাখা হয়েছে।