রাজশাহীর মোহনপুরে শিয়াল ধরার জন্য পাতা বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে আব্দুল মমিন (৩৮), নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ জুন) দিবাগত রাতে উপজেলার মোহনপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
শনিবার সকালে একটি পোলট্রি খামারের পাশ থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহতের নাম আব্দুল মমিন (৩৮), তিনি মোহনপুর গ্রামের বাসিন্দা।
বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলাম জানান, আব্দুল মমিন প্রায়ই রাতে বাড়ি থেকে বের হয়ে ঘোরাফেরা করতেন। শুক্রবার রাতেও খাবার খেয়ে বের হওয়ার পর আর ফেরেননি। শনিবার সকালে গ্রামের ইউসুফ আলীর পোলট্রি খামারের পাশে খোলা বৈদ্যুতিক তারে জড়িয়ে থাকা অবস্থায় তাঁর মরদেহ দেখতে পান স্থানীয়রা।
এ সময় পুলিশ দেন তারা। পরে সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
এ বিষয়ে খামার মালিক ইউসুফ আলী জানান, শিয়ালের আক্রমণে প্রায়ই তার খামারের মুরগি মারা যেত। এক রাতে ৫০টির বেশি মুরগি খেয়ে যায় শিয়াল। তাই খামার রক্ষায় তিনি রাত ১২টার পর থেকে খামারের পাশে খোলা বৈদ্যুতিক তার পেতে রাখতেন।
ওসি তৌহিদুল ইসলাম আরও বলেন, নিহতের পরিবার লিখিত অভিযোগ দিলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
শনিবার সকালে একটি পোলট্রি খামারের পাশ থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহতের নাম আব্দুল মমিন (৩৮), তিনি মোহনপুর গ্রামের বাসিন্দা।
বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলাম জানান, আব্দুল মমিন প্রায়ই রাতে বাড়ি থেকে বের হয়ে ঘোরাফেরা করতেন। শুক্রবার রাতেও খাবার খেয়ে বের হওয়ার পর আর ফেরেননি। শনিবার সকালে গ্রামের ইউসুফ আলীর পোলট্রি খামারের পাশে খোলা বৈদ্যুতিক তারে জড়িয়ে থাকা অবস্থায় তাঁর মরদেহ দেখতে পান স্থানীয়রা।
এ সময় পুলিশ দেন তারা। পরে সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
এ বিষয়ে খামার মালিক ইউসুফ আলী জানান, শিয়ালের আক্রমণে প্রায়ই তার খামারের মুরগি মারা যেত। এক রাতে ৫০টির বেশি মুরগি খেয়ে যায় শিয়াল। তাই খামার রক্ষায় তিনি রাত ১২টার পর থেকে খামারের পাশে খোলা বৈদ্যুতিক তার পেতে রাখতেন।
ওসি তৌহিদুল ইসলাম আরও বলেন, নিহতের পরিবার লিখিত অভিযোগ দিলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
নিজস্ব প্রতিবেদক