ঢাকা , রবিবার, ০২ নভেম্বর ২০২৫ , ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাজীপুর থেকে অপহৃত কলেজছাত্রী উদ্ধার, মূলহোতা শাওন গ্রেফতার ওএমএস বিক্রি বন্ধ, কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ অসহায় মানুষের দীর্ঘশ্বাস পরিবেশকে প্রভাবমুক্ত রেখে সমন্বিত যোগাযোগ ব্যবস্থা তৈরির আহ্বান দমদমে সপ্তম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ মেক্সিকোয় ভয়াবহ বিস্ফোরণ! সোনোরার সুপারমার্কেটে মৃত্যু ২৩ শাহরুখের জন্মদিনে সারপ্রাইজ উপহার, অবশেষে প্রকাশ্যে এল 'কিং'-এর টিজার! ১২ কেজি এলপিজির দাম কমলো ২৬ টাকা বাবরের আরেকটি রেকর্ডের দিনে সিরিজ জিতলো পাকিস্তান রাশিয়ার রাতভর আক্রমণে ইউক্রেনের ৬০ হাজার মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন ফুলবাড়ী ২৯ বিজিবি’র এক মাসের অভিযানে সাড়ে ২৭ লাখ টাকার মূল্যের মাদকদ্রব্যসহ চোরাচালানী পণ্য জব্দ, আটক ১ স্বরাষ্ট্র-পররাষ্ট্র মন্ত্রণালয় অনুমতি দিলে জাকির নায়েক আসবেন: ধর্ম উপদেষ্টা ১০ দিনের কর্মসূচি ঘোষণা করলো বিএনপি রোজের কোন কোন ওষুধের কারণেই চরম ক্ষতি হচ্ছে লিভারের শাহরুখের সঙ্গে একরাত ঘুমোতে চাই: দেবশ্রী ক্যারিবিয়ান সমুদ্রে হঠাৎ হামলা, ‘জঙ্গি’দের জাহাজ ধ্বংস করল ট্রাম্পের বাহিনী! চল্! কোনও ব্যাপার না, আমি তো আছি তোর সঙ্গে! বিএনপি মাঠে নামলে অন্তর্বর্তী সরকারের টিকে থাকা কঠিন হবে: গয়েশ্বর চন্দ্র রায় গোবিন্দগঞ্জে গরু চোর সন্দেহে গণপিটুনিতে ৩ জনের মৃত্যু আবারও জামায়াতের আমির হলেন ডা. শফিকুর রহমান দোষী অথবা নির্দোষ এর বাইরে ইনুর কোনও বক্তব্য আমলে নেয়ার সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

১৩ ছক্কার তাণ্ডবে ম্যাক্সওয়েলের বিধ্বংসী সেঞ্চুরি

  • আপলোড সময় : ১৮-০৬-২০২৫ ০৩:০১:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৬-২০২৫ ০৩:০১:৫৫ অপরাহ্ন
১৩ ছক্কার তাণ্ডবে ম্যাক্সওয়েলের বিধ্বংসী সেঞ্চুরি
বাউন্ডারি স্রেফ দুটি, কিন্তু ছক্কা ১৩টি। মেজর লিগ ক্রিকেটে আপন রূপে আবির্ভুত হলেন ম্যাক্সওয়েল। ওয়াশিংটন ফ্রিডমের হয়ে লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের বিপক্ষে উপহার দিলেন ৪৯ বলে ১০৬ রানের অপরাজিত ইনিংস।

টি-টোয়েন্টি ক্রিকেটে তার অষ্টম সেঞ্চুরি এটি। অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের মধ্যে যা সর্বোচ্চ। বিশ্বরেকর্ডে তার ওপরে এখন কেবল চারজন – ক্রিস গেইল (২২), বাবর আজম (১১), রাইলি রুশো (৯) ও ভিরাট কোহলি (৯)।

এই টুর্নামেন্টের আগে বেশ বাজে ফর্মে ছিলেন ম্যাক্সওয়েল। আইপিএলে পাঞ্জাব কিংসের হয়ে আইপিএল সাত ম্যাচ খেলে মোট ৪৮ রান করেন স্রেফ ৮ গড়ে। এর মধ্যে এক ম্যাচে ছিল ৩০ রান, বাকি কোনো ম্যাচে দু অঙ্ক ছুঁতে পারেননি। পরে তো চোটের কারণে ছিটকেই পড়েন টুর্নামেন্ট থেকে।

মেজর লিগ ক্রিকেটে ফিরে প্রথম ম্যাচে আউট হন ৫ রানে। পরের ম্যাচে ২০ বলে ৩৮ রানের অপরাজিত ইনিংসে দলকে জিতিয়ে ফর্মে ফেরার আভাস দেন। অবশেষে এই ম্যাচে ফিরলেন সেরা চেহারায়।

ওকল্যান্ডে বাংলাদেশ সময় বুধবার সকালে শেষ হওয়া ম্যাচটিতে টস জিতে ব্যাটিংয়ে নামা ওয়াশিংটন এক পর্যায়ে বেশ বিপাকে ছিল। ওপেনিংয়ে মিচেল ওয়েন যদিও ১১ বলে ৩২ রানের বিধ্বংসী ক্যামিও খেলেন। তার পরও রাচিন রাভিন্দ্রা, আন্দ্রিয়েস হাউস ও জ্যাক এডওয়ার্ডসের ব্যর্থতায় দলের রান অষ্টম ওভারে ছিল ৪ উইকেটে ৬৮।

অধিনায়ক ম্যাক্সওয়েল ক্রিজে যান তখন। একটু পর বিদায় নেন মার্ক চ্যাপম্যানও। রানের গতিও থমকে যায় অনেকটা।

১৩ ওভার শেষে ওয়াশিংটনের রান ছিল ৫ উইকেটে ৯৮।

পরের ওভারেই খোলস ছেড়ে বের হন ম্যাক্সওয়েল। টানা তিনটি ছক্কা মারেন স্বদেশী লেগ স্পিনার তানভির স্যাঙ্ঘাকে। সেই শুরু, আর থামান নাম নেই। কর্নে ড্রাইকে মারেন দুটি ছক্কা, সুনিল নারাইনের ওভারে তিনটি।

ফিফটি স্পর্শ করেন তিনি ২৯ বলে। এরপরও ঝড় চলতে থাকে। টানা দুটি ছক্কা মারেন শ্যাডলি ফন স্কালভিকের বলে।

ততক্ষণে তার ছক্কা ১০টি, চার নেই একটিও। অবশেষে ১৯তম ওভারে দুটি চার মারেন আন্দ্রে রাসেলকে।

শেষ ওভার শুরুর সময় তার রান ছিল ৮৭। জেসন হোল্ডারকে টানা দুটি ছক্কায় শতরানের কাছে পৌঁছে যান তিনি। এরপর সিঙ্গল নিয়ে তিন অঙ্কে পা রাখেন ৪৮ বলে।

ওভারের শেষ বলে আবার স্ট্রাইক পেয়ে ইনিংস শেষ করেন বিশাল ছক্কায়।

শেষ সাত ওভারে ১১০ রান তুলে ওয়াশিংটন ফ্রিডম থামে ২০ ওভারে ২০৮ রানে।

৫ উইকেটের পর আর কোনো উইকেট হারায়নি ওয়াশিংটন। ষষ্ঠ উইকেট জুটির পরিসংখ্যান অবিশ্বাস্য। ৫২ বলে ১১৬ রানের অবিচ্ছিন্ন জুটিতে অবাস পিনারের অবদান ১৫ বলে ১৪, ম্যাক্সয়েলের ৩৭ বলে ৯৭!

রান তাড়ায় কোনো প্রতিদ্বন্দ্বিতাই গড়তে পারেনি লস অ্যাঞ্জেলস। প্রথম তিন ব্যাটসম্যান সুনিল নারাইন, অ্যালেক্স হেলস ও উন্মুক্ত চাঁদ রানই করতে পারেননি। টি-টোয়েন্টি ক্রিকেটে এ নিয়ে চতুর্থবার প্রথম তিন ব্যাটসম্যানই শূন্য রানে আউট হলেন।

এরপর ৩১ বলে ৩২ রান করেন সাইফ বাদার, ১৬ বলে ২৩ অধিনায়ক হোল্ডার। ৯৫ রানে গুটিয়ে গিয়ে লস অ্যাঞ্জেলস ম্যাচ হেরে যায় ১১৩ রানে।

ওয়াশিংটনের মিচেল ওয়েল ও জ্যাক এডওয়ার্ডস শিকার করেন তিনটি করে উইকেট।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ওএমএস বিক্রি বন্ধ, কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ অসহায় মানুষের দীর্ঘশ্বাস

ওএমএস বিক্রি বন্ধ, কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ অসহায় মানুষের দীর্ঘশ্বাস