রাজশাহী নগরীর হাইটেক পার্ক সংলগ্ন আই বাঁধের রাস্তার দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন।
বুধবার (১৮ জুন) দুপুর একটা থেকে হাইটেক পার্কের মূল বাঁধের দুই পাশে পানি উন্নয়ন বোর্ডের জায়গা অবৈধভাবে দখলকারীদের উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন রাজশাহী জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল হাসান। এসময় পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী রাশেদুল ইসলাম উপস্থিত ছিলেন।
অভিযানে আই বাঁধের দুই পাশের আটটি দোকানসহ বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল হাসান জানান, এর আগে অবৈধ স্থাপনা নিজ দায়িত্বে সরিয়ে নিতে দখলদারদের নোটিশ দেওয়া হয়েছিল। এছাড়া একাধিকবার বিষয়টি জানিয়ে মাইকিং করা হয়েছে। এরপরও যারা বাঁধের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেনি, তাদের স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
বুধবার (১৮ জুন) দুপুর একটা থেকে হাইটেক পার্কের মূল বাঁধের দুই পাশে পানি উন্নয়ন বোর্ডের জায়গা অবৈধভাবে দখলকারীদের উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন রাজশাহী জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল হাসান। এসময় পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী রাশেদুল ইসলাম উপস্থিত ছিলেন।
অভিযানে আই বাঁধের দুই পাশের আটটি দোকানসহ বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল হাসান জানান, এর আগে অবৈধ স্থাপনা নিজ দায়িত্বে সরিয়ে নিতে দখলদারদের নোটিশ দেওয়া হয়েছিল। এছাড়া একাধিকবার বিষয়টি জানিয়ে মাইকিং করা হয়েছে। এরপরও যারা বাঁধের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেনি, তাদের স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।