রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের শৌচাগার থেকে মনসুর রহমান (৬৫) নামে করোনা আক্রান্ত এক রোগীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ জুন) সকালে এ ঘটনা ঘটে। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাসিন্দা ছিলেন। রামেক হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র আমিনুল ইসলাম কটন জানান, মনসুর রহমান দীর্ঘদিন ধরে ফুসফুসের সিওপিডি রোগে ভুগছিলেন। গত ৯ জুন তিনি শ্বাসকষ্ট নিয়ে মেডিসিন ইউনিটে ভর্তি হন। ভর্তি থাকার সময় তাঁর মধ্যে করোনার উপসর্গ দেখা দিলে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। ১৬ জুন তাঁর করোনা পজিটিভ রিপোর্ট আসে। পরে তাঁকে হাসপাতালের করোনা ইউনিটে স্থানান্তর করা হয়।
আজ সকালে তিনি শৌচাগারে যান এবং দীর্ঘ সময় ফিরে না আসায় সন্দেহ দেখা দেয়। অন্যান্য রোগীর স্বজনেরা ভেতর থেকে পড়ে যাওয়ার শব্দ শুনে বিষয়টি কর্তৃপক্ষকে জানান। শৌচাগারের দরজায় ভেতর থেকে ছিটকিনি লাগানো থাকায় সঙ্গে সঙ্গে উদ্ধার করা সম্ভব হয়নি। পরে গণপূর্ত বিভাগের সহায়তায় ছিটকিনি ভেঙে শৌচাগারে ঢুকে মনসুর রহমানকে মৃত অবস্থায় পাওয়া যায়।
হাসপাতাল সূত্র জানায়, তাঁর পরিবারের সদস্যরাও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং ধারণা করছেন, হৃদরোগে আক্রান্ত হয়ে মনসুর রহমানের মৃত্যু হয়েছে। পরে পরিবারের সদস্যরা মরদেহ বাড়িতে নিয়ে যান।
রামেক কর্তৃপক্ষ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করা হবে।
       
                           বৃহস্পতিবার (১৯ জুন) সকালে এ ঘটনা ঘটে। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাসিন্দা ছিলেন। রামেক হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র আমিনুল ইসলাম কটন জানান, মনসুর রহমান দীর্ঘদিন ধরে ফুসফুসের সিওপিডি রোগে ভুগছিলেন। গত ৯ জুন তিনি শ্বাসকষ্ট নিয়ে মেডিসিন ইউনিটে ভর্তি হন। ভর্তি থাকার সময় তাঁর মধ্যে করোনার উপসর্গ দেখা দিলে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। ১৬ জুন তাঁর করোনা পজিটিভ রিপোর্ট আসে। পরে তাঁকে হাসপাতালের করোনা ইউনিটে স্থানান্তর করা হয়।
আজ সকালে তিনি শৌচাগারে যান এবং দীর্ঘ সময় ফিরে না আসায় সন্দেহ দেখা দেয়। অন্যান্য রোগীর স্বজনেরা ভেতর থেকে পড়ে যাওয়ার শব্দ শুনে বিষয়টি কর্তৃপক্ষকে জানান। শৌচাগারের দরজায় ভেতর থেকে ছিটকিনি লাগানো থাকায় সঙ্গে সঙ্গে উদ্ধার করা সম্ভব হয়নি। পরে গণপূর্ত বিভাগের সহায়তায় ছিটকিনি ভেঙে শৌচাগারে ঢুকে মনসুর রহমানকে মৃত অবস্থায় পাওয়া যায়।
হাসপাতাল সূত্র জানায়, তাঁর পরিবারের সদস্যরাও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং ধারণা করছেন, হৃদরোগে আক্রান্ত হয়ে মনসুর রহমানের মৃত্যু হয়েছে। পরে পরিবারের সদস্যরা মরদেহ বাড়িতে নিয়ে যান।
রামেক কর্তৃপক্ষ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করা হবে।
 
  নিজস্ব প্রতিবেদক
 নিজস্ব প্রতিবেদক  
                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                