নওগাঁর পত্নীতলায় পিকআপ ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে মো. জসিম (৩৭) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
শুক্রবার (২০ জুন) সকাল ৭টার দিকে নজিপুর-বদলগাছী আঞ্চলিক সড়কের খিরসিন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বৃষ্টির মধ্যে এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত দুইজন।
নিহত জসিম নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার চিচিড়কান্দা গ্রামের বাসিন্দা এবং পেশায় একজন পিকআপ চালক ছিলেন।
পত্নীতলা থানা পুলিশ সূত্রে জানা গেছে, সকালে বৃষ্টির মধ্যে নজিপুরগামী একটি পিকআপ ভ্যান ও বিপরীত দিক থেকে আসা বদলগাছীগামী একটি ভটভটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারান পিকআপ চালক জসিম। আহত হন ভটভটির চালক ও হেলপার। স্থানীয়রা তাদের উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোহাম্মদ এনায়েতুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হচ্ছে।
                           শুক্রবার (২০ জুন) সকাল ৭টার দিকে নজিপুর-বদলগাছী আঞ্চলিক সড়কের খিরসিন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বৃষ্টির মধ্যে এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত দুইজন।
নিহত জসিম নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার চিচিড়কান্দা গ্রামের বাসিন্দা এবং পেশায় একজন পিকআপ চালক ছিলেন।
পত্নীতলা থানা পুলিশ সূত্রে জানা গেছে, সকালে বৃষ্টির মধ্যে নজিপুরগামী একটি পিকআপ ভ্যান ও বিপরীত দিক থেকে আসা বদলগাছীগামী একটি ভটভটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারান পিকআপ চালক জসিম। আহত হন ভটভটির চালক ও হেলপার। স্থানীয়রা তাদের উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোহাম্মদ এনায়েতুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হচ্ছে।
 
  আব্দুল্লাহ হিল কাফি
 আব্দুল্লাহ হিল কাফি  
                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                     
                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                