বর্ষায় দিন ভর ঝমঝমিয়ে চলছে বৃষ্টি। কিন্তু তার মধ্যেও ভ্রমণপিপাসুদের পায়ের তলায় সর্ষে। জলকাদা পেরিয়ে হলেও তাঁরা বেড়াতে যাবেনই। কিন্তু বেড়াতে যাওয়ার ইচ্ছে এক দিকে আর কোথাও গিয়ে পৌছনোর পরে অসুবিধায় পড়া অন্য দিকে। তাই বর্ষায় যদি দিন ভর বেড়ানোর পরিকল্পনা থেকে থাকে, তবে অবশ্যই সঙ্গে নিন কয়েকটি জরুরি জিনিস। বর্ষায় ছাতা বা রেনকোট নেওয়ার কথা মনে করিয়ে দিতে হয় না। তা ছাড়া আর কী কী নেবেন, তার তালিকা রইল।
১। জিওলিন: বর্ষায় জলের সংক্রমণ হয় সবচেয়ে বেশি। তাই মিনারেল ওয়াটার না পেলে বাইরের জল খাওয়ার সময় অবশ্যই তাতে জিওলিন মিশিয়ে নিন। এতে পেটের সমস্যা তৈরি করার ব্যাকটেরিয়া নষ্ট হবে জলে।
২। গামবুট: হঠাৎ অতিরিক্ত বৃষ্টি হলে জল কাদা বাড়তে পারে। পায়ে উঁচু গামবুট থাকলে পথ চলতে অসুবিধা হবে না।
৩। মসক্যুইটো রেপ্যালেন্ট ক্রিম: মশা ঘেঁষতে না পারে, এমন ক্রিম। বর্ষায় মশার উৎপাত বাড়ে। যেখানে বেড়াতে যাচ্ছেন, সেখানে গাছপালা থাকলে সেই সমস্যা আরও বাড়বে। ওই ক্রিম গায়ে মেখে নিলে মশাবাহিত রোগের সমস্যা থাকবে দূরে।
৪। পোশাক: একটি অতিরিক্ত পোশাক সঙ্গে রাখুন। যা ভিজে গেলেও দ্রুত শুকিয়ে যাবে। একই ধরনের পোশাক বেছে নিন বেড়ানোর জন্যও। কোনও ভাবে ভিজে গেলে সারা দিন ভিজে পোশাকে থাকতে হবে না।
৫। জিপলক পাউচ: কী পরিস্থিতিতে পরবেন, জানা সম্ভব নয়। তাই মোবাইল, জরুরি কাগজপত্র এবং নগদ টাকার জন্য জলরোধক জিপলক পাউচ সঙ্গে রাখুন।
৬। ব্যাগ কভার: ব্যাকপ্যাক নিলে, তা যাতে জলে না ভিজে যায়, সে জন্য ব্যবহার করুন ওয়াটারপ্রুফ বা জলরোধক ব্যাগ কভার।
৭। একটি মাঝারি মাপের তোয়ালে: একটি মাঝারি মাপের এবং সহজে ছোট করে ভাঁজ করা যাবে, এমন তোয়ালে ব্যাগে রেখে দিন। নানা প্রয়োজনে লাগতে পারে।
৮। পাওয়ার ব্যাঙ্ক: বর্ষায় নানা কারণে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন হতে পারে। তার জন্য আগে থেকে প্রস্তুত থাকাই ভাল। ফোনের ব্যাটারি যাতে দরকারের সময় দেহ না রাখে, তার জন্য সঙ্গে রাখুন পাওয়ার ব্যাঙ্ক।
৯। জলের বোতল: বাইরের জল না খাওয়াই ভাল। তাই সঙ্গে একটি জলের বোতলও অবশ্যই রাখুন।
১। জিওলিন: বর্ষায় জলের সংক্রমণ হয় সবচেয়ে বেশি। তাই মিনারেল ওয়াটার না পেলে বাইরের জল খাওয়ার সময় অবশ্যই তাতে জিওলিন মিশিয়ে নিন। এতে পেটের সমস্যা তৈরি করার ব্যাকটেরিয়া নষ্ট হবে জলে।
২। গামবুট: হঠাৎ অতিরিক্ত বৃষ্টি হলে জল কাদা বাড়তে পারে। পায়ে উঁচু গামবুট থাকলে পথ চলতে অসুবিধা হবে না।
৩। মসক্যুইটো রেপ্যালেন্ট ক্রিম: মশা ঘেঁষতে না পারে, এমন ক্রিম। বর্ষায় মশার উৎপাত বাড়ে। যেখানে বেড়াতে যাচ্ছেন, সেখানে গাছপালা থাকলে সেই সমস্যা আরও বাড়বে। ওই ক্রিম গায়ে মেখে নিলে মশাবাহিত রোগের সমস্যা থাকবে দূরে।
৪। পোশাক: একটি অতিরিক্ত পোশাক সঙ্গে রাখুন। যা ভিজে গেলেও দ্রুত শুকিয়ে যাবে। একই ধরনের পোশাক বেছে নিন বেড়ানোর জন্যও। কোনও ভাবে ভিজে গেলে সারা দিন ভিজে পোশাকে থাকতে হবে না।
৫। জিপলক পাউচ: কী পরিস্থিতিতে পরবেন, জানা সম্ভব নয়। তাই মোবাইল, জরুরি কাগজপত্র এবং নগদ টাকার জন্য জলরোধক জিপলক পাউচ সঙ্গে রাখুন।
৬। ব্যাগ কভার: ব্যাকপ্যাক নিলে, তা যাতে জলে না ভিজে যায়, সে জন্য ব্যবহার করুন ওয়াটারপ্রুফ বা জলরোধক ব্যাগ কভার।
৭। একটি মাঝারি মাপের তোয়ালে: একটি মাঝারি মাপের এবং সহজে ছোট করে ভাঁজ করা যাবে, এমন তোয়ালে ব্যাগে রেখে দিন। নানা প্রয়োজনে লাগতে পারে।
৮। পাওয়ার ব্যাঙ্ক: বর্ষায় নানা কারণে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন হতে পারে। তার জন্য আগে থেকে প্রস্তুত থাকাই ভাল। ফোনের ব্যাটারি যাতে দরকারের সময় দেহ না রাখে, তার জন্য সঙ্গে রাখুন পাওয়ার ব্যাঙ্ক।
৯। জলের বোতল: বাইরের জল না খাওয়াই ভাল। তাই সঙ্গে একটি জলের বোতলও অবশ্যই রাখুন।