২০১৪ সালে বিবাহবিচ্ছেদ হয় হৃতিক রোশন ও সুজ়ান খানের। দীর্ঘ দিনের দাম্পত্যে দাঁড়ি টেনেছিলেন তারকা দম্পতি। তবে বিচ্ছেদের পরেও সৌজন্যের সম্পর্ক ও বন্ধুত্ব বজায় রয়েছে দু’জনের মধ্যে।
এক সময় তাঁদের বিচ্ছেদ নিয়ে বিস্তর জলঘোলা হয়। সুজ়ান নাকি ৪০০ কোটি টাকা খোরপোশ দাবি করেছিলেন। অথচ, এক সময় একে অপরকে চোখে হারাতেন। হৃতিককে ছাড়া নিজের জীবন নাকি কল্পনাই করতে পারেন না, এমনই জানিয়েছিলেন সুজ়ান। শোনা যায়, হৃতিকের একটি ভুলেই সব শেষ হয়ে যায়।
বিবাহবিচ্ছেদের আগেই ফাটল ধরেছিল তাঁদের সম্পর্কে। ‘বিশেষ বন্ধু’কে দেওয়া হৃতিকের বিশেষ উপহারের বহর দেখে সুজান তাঁর দুই সন্তানকে নিয়ে চলে আসেন বাবা-মায়ের কাছে। হৃতিক তখন সবে শেষ করেছেন ‘কাইট’ ছবির শুটিং। ‘কাইট’-এর শুটিংয়ে হৃতিকের সঙ্গে তঁর সহ-অভিনেত্রী বারবারা মোরির রসায়ন নিয়ে তুমুল চর্চা চলছে বলিউডে। এমনও বলা হয়েছে, হৃতিক প্রেমে পড়েছেন মেক্সিকান অভিনেত্রীর। ঠিক সেই সময়েই প্রকাশ্যে আসে একটি খবর। জানা যায়, বন্ধু বারবারাকে কাইটের শুটিং চলাকালীন একটি ভ্যানিটি ভ্যান উপহার দেন হৃতিক। যার দাম অন্তত আড়াই থেকে তিন কোটি টাকা।
বন্ধুকে কোটি টাকার উপহার! শুনেই নাকি রেগে গিয়েছিলেন সুজান। তার আগে বারবারা-হৃতিক আলোচনায় সুজানের ধৈর্য বিপদসীমায় পৌঁছেছিল। উপহারের খবরে সহ্যের বাঁধ ভাঙে।
এক সময় তাঁদের বিচ্ছেদ নিয়ে বিস্তর জলঘোলা হয়। সুজ়ান নাকি ৪০০ কোটি টাকা খোরপোশ দাবি করেছিলেন। অথচ, এক সময় একে অপরকে চোখে হারাতেন। হৃতিককে ছাড়া নিজের জীবন নাকি কল্পনাই করতে পারেন না, এমনই জানিয়েছিলেন সুজ়ান। শোনা যায়, হৃতিকের একটি ভুলেই সব শেষ হয়ে যায়।
বিবাহবিচ্ছেদের আগেই ফাটল ধরেছিল তাঁদের সম্পর্কে। ‘বিশেষ বন্ধু’কে দেওয়া হৃতিকের বিশেষ উপহারের বহর দেখে সুজান তাঁর দুই সন্তানকে নিয়ে চলে আসেন বাবা-মায়ের কাছে। হৃতিক তখন সবে শেষ করেছেন ‘কাইট’ ছবির শুটিং। ‘কাইট’-এর শুটিংয়ে হৃতিকের সঙ্গে তঁর সহ-অভিনেত্রী বারবারা মোরির রসায়ন নিয়ে তুমুল চর্চা চলছে বলিউডে। এমনও বলা হয়েছে, হৃতিক প্রেমে পড়েছেন মেক্সিকান অভিনেত্রীর। ঠিক সেই সময়েই প্রকাশ্যে আসে একটি খবর। জানা যায়, বন্ধু বারবারাকে কাইটের শুটিং চলাকালীন একটি ভ্যানিটি ভ্যান উপহার দেন হৃতিক। যার দাম অন্তত আড়াই থেকে তিন কোটি টাকা।
বন্ধুকে কোটি টাকার উপহার! শুনেই নাকি রেগে গিয়েছিলেন সুজান। তার আগে বারবারা-হৃতিক আলোচনায় সুজানের ধৈর্য বিপদসীমায় পৌঁছেছিল। উপহারের খবরে সহ্যের বাঁধ ভাঙে।