ইসরায়েল-ইরান সংঘাত যখন আরও তীব্র হচ্ছে, ঠিক তখনই গাজায় হামলা ও অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েলি সেনাবাহিনী।
সর্বশেষ এক ঘোষণায় ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, গাজা থেকে হামাসের হাতে আটক তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। খবর আল জাজিরার।
উদ্ধার হওয়া তিনজন হলেন ওফরা কিদার (৭১), জোনাতান সামরানো (২১) এবং সার্জেন্ট শাই লেভিনসন (১৯)।
সেনাবাহিনী জানায়, কিদার ও সামরানো ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের কিবুৎস বেয়েরিতে চালানো হামলায় নিহত হন। ওই দিনই হামাস যোদ্ধাদের সঙ্গে লড়াইয়ে প্রাণ হারান লেভিনসন।
টাইমস অব ইজরায়েল জানায়, আবু কাবির ফরেনসিক ইনস্টিটিউটে তিন বন্দির মরদেহ ইসরায়েলে এনে পরিচয় নিশ্চিত করা হয়েছে। পরিচয় শনাক্তের পর তাদের পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়।
সর্বশেষ এক ঘোষণায় ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, গাজা থেকে হামাসের হাতে আটক তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। খবর আল জাজিরার।
উদ্ধার হওয়া তিনজন হলেন ওফরা কিদার (৭১), জোনাতান সামরানো (২১) এবং সার্জেন্ট শাই লেভিনসন (১৯)।
সেনাবাহিনী জানায়, কিদার ও সামরানো ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের কিবুৎস বেয়েরিতে চালানো হামলায় নিহত হন। ওই দিনই হামাস যোদ্ধাদের সঙ্গে লড়াইয়ে প্রাণ হারান লেভিনসন।
টাইমস অব ইজরায়েল জানায়, আবু কাবির ফরেনসিক ইনস্টিটিউটে তিন বন্দির মরদেহ ইসরায়েলে এনে পরিচয় নিশ্চিত করা হয়েছে। পরিচয় শনাক্তের পর তাদের পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়।