ব্রা পরেন না উরফি জাভেদ। নিত্য নতুন ফ্যাশন, ড্রেস দিয়ে তাক লাগান, তাঁর ভাবনা পোশাক দেখে অবাক হতে হয়। কিন্তু এই ফ্যাশনিস্তা কেন এমনটা করেন? কী জানালেন?
সম্প্রতি একটি পডকাস্ট শোতে উরফি জাভেদ জানিয়েছেন যে তিনি ব্রা পরেন না। একই সঙ্গে প্রকাশ্যে এনেছেন কারণ। জানিয়েছেন ব্রা পরলে তাঁর নিজেকে পরাধীন লাগে।
কিন্তু কেন এমনটা ভাবেন? এই বিষয়ে তিনি জানিয়েছেন পাঞ্জাবের মেয়ে তিনি, ছোট থেকেই দারুণ কড়া শাসনে বড় হয়েছেন। খোলামেলা পোশাক তো দূর, রীতিমত গলাবন্ধ থাকে এমন পোশাক পরতে হতো তাঁকে, নিতে হতো ওড়না। ওড়না একটু সরে গেলেই তাঁর বাবা তাঁর উপর অত্যাচার করতেন।
এই ঘটনার পর থেকেই স্বাধীন হওয়ার একটা বোধ, চেতনা জায়গা করে নিয়েছিল উরফির মনে। তিনি চেয়েছিলেন স্বাধীন ভাবে বাঁচতে, নিজের ইচ্ছে মতো পোশাক পরতে। তাই অধিকাংশ সময়ই তিনি ব্রা পরেন না।
উরফি এদিন আরও জানান ব্রা না পরলে তাঁর মন এবং শরীর দুই খোলা লাগে। এটা তাঁর পছন্দ তাই ব্রা পরেন না। তাঁর মতে তাঁর শরীর তাঁর মালিকানা, তাই সেই শরীরকে ভালোবেসে তিনি যা খুশি করতে পারেন।
 
  
                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                     
                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                