ঢাকা , শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫ , ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৫০ পেরোতেই মলাইকার জীবনে নতুন কেউ নিজের চেষ্টায় জায়গা করেছেন বলিউডে, অযাচিত ‘ব্যক্তিগত আক্রমণ’ কী ভাবে এড়িয়ে যান সারা? কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ বাণিজ্যের অভিযোগে মানববন্ধন ভোলায় পুকুরে গোসল করতে নেমে দুই চাচাতো বোনের মৃত্যু নভেম্বরেই গণভোট চায় জামায়াতসহ ৮ দল নিজের চেষ্টায় জায়গা করেছি বলিউডে: সারা ব্যথা-বেদনা থেকে নিস্তার পেতে বদলে ফেলুন রান্নার তেল গরুর মাংস খাওয়া প্রসঙ্গে যা বললেন রণবীর কাপুর জেলে যেভাবে কাটছে ফুটবলার রবিনহোর সময় প্রশান্ত মহাসাগরে ধ্বংস করা হল আরও এক মাদকবোঝাই নৌকা! জুমার রাতে সুরা দোখান পাঠের ফজিলত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু কৌশানির নাচের মাঝেই মঞ্চে ধরে গেল আগুন ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’ রাশমিকা মন্দানা ভালো মা হতে চান আগে রয়টার্সে শেখ হাসিনার সাক্ষাৎকার পড়ি, পরে মন্তব্য : প্রেস সচিব বলিউড অভিনেত্রীর দাউদ ইব্রাহিমকে নিয়ে বিস্ফোরক মন্তব্য রাজশাহী বিভাগীয় বইমেলায় দরিদ্র পাঠকদের জন্য থাকছে পুরাতন বই বদলের সুযোগ পাকিস্তানের আকাশে হঠাৎ অদ্ভুত মেঘ, ঘটনা কী? ভারতে বাংলাদেশের জাতীয় সংগীত গাওয়ায় দেশদ্রোহিতা মামলার নির্দেশ

ট্রাক ধরতে গিয়ে ট্রাকচাপায় পা হারালেন কনস্টেবল

  • আপলোড সময় : ২৩-০৬-২০২৫ ০৪:৩৫:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৬-২০২৫ ০৪:৩৫:৪৭ অপরাহ্ন
ট্রাক ধরতে গিয়ে ট্রাকচাপায় পা হারালেন কনস্টেবল ছবি: সংগৃহীত
চট্টগ্রামে লোহাগাড়ায় চেকপোস্টে পুলিশের সংকেত অমান্য করে চলে যাওয়ার সময় এক মোটরসাইকেল চালককে ধরতে গিয়ে ট্রাকচাপায় পা হারিয়েছেন এক পুলিশ সদস্য।

রোববার (২২ জুন) উপজেলার চুনতি হাজী রাস্তার মাথায় এ ঘটনা ঘটে।

ট্রাকেরচাপায় পা হারানো পুলিশ সদস্যের নাম মো. আলাউদ্দিন। তিনি লোহাগাড়া থানায় কনস্টেবল।

তবে এই দুর্ঘটনার সূত্রপাত সংকেত অমান্য করে চলে যাওয়ার সময় বাইক চালককে আরেক পুলিশের ধাক্কা দেওয়ার ঘটনা ঘিরে। বাইক চালককে ধাক্কা দেওয়া পুলিশ মনছুরও লোহাগাড়া থানায় কনস্টেবল।

স্থানীয়রা জানিয়েছে চুনতী হাজী রাস্তার মাথা এলাকায় চট্টগ্রাম-কক্সাবাজার মহাসড়কে চেকপোস্ট বসিয়েছিল লোহাগাড়া থানা পুলিশের একটি দল।

ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ৫৫ সেকেন্ডের ভিডিওতে দেখা গেছে, মহাসড়কের এক পাশে পুলিশের একটি দল দাঁড়িয়ে ছিল। সে সময় ধীর গতিতে একটি ট্রাক অতিক্রম করছিল, ট্রাকের পেছনে ছিল একটি মোটর সাইকেল। রাস্তার পাশে পানির বোতল হাতে দাঁড়িয়ে থাকা এক পুলিশ সদস্য ট্রাকের পেছনে থাকা মোটর সাইকেলকে থামার সংকেত দেন।

ওই সময় সাদা পোশাক পরা এক পুলিশ সদস্য দৌঁড়ে রাস্তার অপরপ্রান্তে যায় মোটর সাইকেলটি আটকাতে। কিন্তু মোটর সাইকেলটি সংকেত অমান্য করে দ্রুত চলে যায়। তার পেছনে থাকা আরেকটি একটি মোটর সাইকেল ছিল। পুলিশ সদস্যরা দ্বিতীয় মোটরসাইকেলটিকে থামার সংকেত দিল চালক মোটর সাইকেল নিয়ে দ্রুত সটকে পড়ার চেষ্টা করেন।

ওই সময় মোবাইল নিয়ে দাঁড়িয়ে থাকা এক পুলিশ সদস্য দৌঁড়ে গিয়ে মোটর সাইকেলের পেছনে বসা যুবকে ধাক্কা দিলে মোটর সাইকেলটি ট্রাকের পাশে পড়ে যায়।

তখন আগের মোটর সাইকেল ধরতে রাস্তার বিপরীতে যাওয়া পুলিশ সদস্য দৌঁড়ে এসে মোটর সাইকেল চালককে জড়িয়ে ধরার চেষ্টা করলে পাশে থাকা ট্রাকের চাকার নিচে তিনি চাপা পড়েন।

ভিডিওতে দেখা গেছে ট্রাকের নিচ থেকে আহত পুলিশ সদস্যকে বের করা হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির এসআই আলাউদ্দিন তালুকদার জানান, রোববার রাত আটটার দিকে সড়ক দুর্ঘটনায় আহত এক পুলিশ সদস্যকে হাসপাতালে আনা হয়েছিল। রাতে তার অস্ত্রপচার হয়েছে। একটি পায়ের গোড়ালি কেটে ফেলা হয় তার।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) মো. তফিকুল আলম বলেন, মাদক পাচারের খবর পেয়ে লোহাগাড়া থানা পুলিশ একটি দল সেখানে মোটর সাইকেল তল্লাশির জন্য চেকপোস্ট স্থাপন করে। এ সময় সংকেত অমান্য করে মোটর সাইকেল চালক চলে যাবার চেষ্টা করলে পাশে থাকা ট্রাকের চাপায় আমাদের এক সদস্য আহত হয়েছেন।

পুলিশ সদস্যের ধাক্কা দেওয়ার বিষয়ে তিনি বলেন, যিনি ধাক্কা দিয়েছেন বিষয়টি তিনি ‘প্রফেশনালি ট্যাকল’ করতে পারেননি। আমরা বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছি।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
রাজশাহী বিভাগীয় বইমেলায় দরিদ্র পাঠকদের জন্য থাকছে পুরাতন বই বদলের সুযোগ

রাজশাহী বিভাগীয় বইমেলায় দরিদ্র পাঠকদের জন্য থাকছে পুরাতন বই বদলের সুযোগ