পাবনার চাটমোহরে পণ্যবাহী ট্রাকচাপায় নিহার বেগম (৩৬) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
বুধবার (২৫ জুন) সকাল সাড়ে ৭টার দিকে চাটমোহর-পবনা সড়কের উপজেলার মূলগ্রাম ইউনিয়নের পূর্বটিয়ারতলা মসজিদের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নিহার বেগম উপজেলার একই ইউনিয়নের বন্যাগাড়ি গ্রামের সাইদুল ইসলামের স্ত্রী।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান,পাবনাগামী একটি পণ্যবোঝাই ট্রাক ওই নারীকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে স্থানীয় জনতা ধাওয়া দিয়ে সিএনজি অটোরিকশার সাহায্যে ট্রাকটি আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যায়।
এলাকাবাসী জানান, নিহার বেগম মানসিক ভারসাম্যহীন ছিলেন। ঘটনার ঘণ্টাখানেক আগে সকাল ৬টার দিকে তিনি শিমুলতলা বাজারে একটি দুধবাহী গাড়ির সামনে মাথা ঢুকিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন।
প্রত্যক্ষদর্শী কদরুল ইসলাম বলেন, ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে মহিলা নিচে পড়ে যান এবং ঘটনাস্থলেই মারা যান। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। শুনেছি সকালেও আত্মহত্যার চেষ্টা করেছিলেন।
নিহতের স্বামী সাইদুল ইসলাম জানান, রাতে বাসায় ছিলেন নিহার বেগম। সকালে কখন বের হয়েছে বাসার কেউ জানে না।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে তারা কোনো অভিযোগ করবেন না।
বুধবার (২৫ জুন) সকাল সাড়ে ৭টার দিকে চাটমোহর-পবনা সড়কের উপজেলার মূলগ্রাম ইউনিয়নের পূর্বটিয়ারতলা মসজিদের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নিহার বেগম উপজেলার একই ইউনিয়নের বন্যাগাড়ি গ্রামের সাইদুল ইসলামের স্ত্রী।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান,পাবনাগামী একটি পণ্যবোঝাই ট্রাক ওই নারীকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে স্থানীয় জনতা ধাওয়া দিয়ে সিএনজি অটোরিকশার সাহায্যে ট্রাকটি আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যায়।
এলাকাবাসী জানান, নিহার বেগম মানসিক ভারসাম্যহীন ছিলেন। ঘটনার ঘণ্টাখানেক আগে সকাল ৬টার দিকে তিনি শিমুলতলা বাজারে একটি দুধবাহী গাড়ির সামনে মাথা ঢুকিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন।
প্রত্যক্ষদর্শী কদরুল ইসলাম বলেন, ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে মহিলা নিচে পড়ে যান এবং ঘটনাস্থলেই মারা যান। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। শুনেছি সকালেও আত্মহত্যার চেষ্টা করেছিলেন।
নিহতের স্বামী সাইদুল ইসলাম জানান, রাতে বাসায় ছিলেন নিহার বেগম। সকালে কখন বের হয়েছে বাসার কেউ জানে না।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে তারা কোনো অভিযোগ করবেন না।