গোসল অর্থ হচ্ছে পুরো শরীর পানি দিয়ে ধোওয়া। সাধারণত প্রতিদিনই বা নিয়মিত আমরা গোসল করে থাকি। কিছু কারণ ঘটলে গোসল করা ফরজ হয়ে যায়। ফরজ গোসলের সময় কুলি করা, নাকি পানি দেওয়া ও পুরো শরীর ভালোভাবে ধৌত করা ফরজ। নাকে পানি না পৌঁছলে বা কুলি না করলে ফরজ গোসল সম্পন্ন হয় না। ফরজ গোসলের সময় শরীরের বাহ্যিক সব জায়গায় পানি পৌঁছা জরুরি। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন,
وَ اِنۡ كُنۡتُمۡ جُنُبًا فَاطَّهَّرُوۡا
যদি তোমরা অপবিত্র হও তাহলে ভালোভাবে পবিত্রতা অর্জন করো। (সুরা মায়েদা: ৬)
ফরজ গোসলের সময় সাধারণ অবস্থায় চুলের গোড়াসহ সব চুল ধোয়া জরুরি। পুরুষরা সব চুলই ধৌত করবেন যেহেতু তাদের চুল সাধারণ ছোট থাকে এবং তারা চুলে খোঁপা বা বেণি বাঁধেন না। নারীরাও চুল খোলা থাকলে সব চুল ধৌত করবেন। খোলা চুলের কোনো অংশ শুকনো থেকে গেলে গোসল শুদ্ধ হবে না।
তবে নারীদের লম্বা চুলে যদি খোঁপা বা বেণি বাঁধা থাকে এবং তা খুলে গোসল করা কষ্টকর হয়, তাহলে খোঁপা বা বেণি খুলে সব চুল ধোয়া জরুরি নয়। শুধু চুলের গোড়ায় পানি পৌঁছালেই হবে।
হজরত উম্মে সালামা (রা.) থেকে বর্ণিত তিনি বলেন,
قُلتُ يا رَسولَ اللهِ إنِّي امْرَأَةٌ أشُدُّ ضَفْرَ رَأْسِي فأنْقُضُهُ لِغُسْلِ الجَنابَةِ؟ قالَ لا. إنَّما يَكْفِيكِ أنْ تَحْثِي على رَأْسِكِ ثَلاثَ حَثَياتٍ ثُمَّ تُفِيضِينَ عَلَيْكِ الماءَ فَتَطْهُرِينَ.
একদিন আমি আল্লাহর রাসুলকে (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রাসুল! আমি খুব শক্তভাবে আমার চুলে বেণি বাঁধি। ফরজ গোসলের সময় কি বেণি খুলতে হবে? আল্লাহর রাসুল (সা.) বললেন, না। তোমার জন্য এতটুকুই যথেষ্ট যে, মাথায় তিন আঁজলা পানি ঢেলে দেবে এবং পুরো শরীরে পানি প্রবাহিত করবে, তাহলেই তুমি পবিত্র হয়ে যাবে। (সহিহ মুসলিম: ২৩০)
হানাফি ফিকহের সুপ্রসিদ্ধ ফতোয়াগ্রন্থ বাহরুর রায়েকে বলা হয়েছে
وكفى بل اصل ضفيرتها اى شعر المراة المضفور للحرج اما المنقوض فيفرض غسل كله اتفاقا.
নারীদের খোঁপা বা বেণি খুলে চুল ভেজানো কষ্টকর হলে খোঁপা থাকা অবস্থায় চুলের গোড়ায় পানি পৌঁছানোই যথেষ্ট। তবে চুলে খোঁপা না থাকলে পুরো চুল ধোয়া সর্বসম্মতিক্রমে ফরজ। (বাহরুর রায়েক: ১/৫৪)
খোঁপা বা বেণি খুলতে খুব বেশি সমস্যা না থাকলে খোঁপা বা বেণি খুলে পুরো চুল ভিজিয়ে ভালোভাবে গোসল করাই উত্তম।
                           وَ اِنۡ كُنۡتُمۡ جُنُبًا فَاطَّهَّرُوۡا
যদি তোমরা অপবিত্র হও তাহলে ভালোভাবে পবিত্রতা অর্জন করো। (সুরা মায়েদা: ৬)
ফরজ গোসলের সময় সাধারণ অবস্থায় চুলের গোড়াসহ সব চুল ধোয়া জরুরি। পুরুষরা সব চুলই ধৌত করবেন যেহেতু তাদের চুল সাধারণ ছোট থাকে এবং তারা চুলে খোঁপা বা বেণি বাঁধেন না। নারীরাও চুল খোলা থাকলে সব চুল ধৌত করবেন। খোলা চুলের কোনো অংশ শুকনো থেকে গেলে গোসল শুদ্ধ হবে না।
তবে নারীদের লম্বা চুলে যদি খোঁপা বা বেণি বাঁধা থাকে এবং তা খুলে গোসল করা কষ্টকর হয়, তাহলে খোঁপা বা বেণি খুলে সব চুল ধোয়া জরুরি নয়। শুধু চুলের গোড়ায় পানি পৌঁছালেই হবে।
হজরত উম্মে সালামা (রা.) থেকে বর্ণিত তিনি বলেন,
قُلتُ يا رَسولَ اللهِ إنِّي امْرَأَةٌ أشُدُّ ضَفْرَ رَأْسِي فأنْقُضُهُ لِغُسْلِ الجَنابَةِ؟ قالَ لا. إنَّما يَكْفِيكِ أنْ تَحْثِي على رَأْسِكِ ثَلاثَ حَثَياتٍ ثُمَّ تُفِيضِينَ عَلَيْكِ الماءَ فَتَطْهُرِينَ.
একদিন আমি আল্লাহর রাসুলকে (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রাসুল! আমি খুব শক্তভাবে আমার চুলে বেণি বাঁধি। ফরজ গোসলের সময় কি বেণি খুলতে হবে? আল্লাহর রাসুল (সা.) বললেন, না। তোমার জন্য এতটুকুই যথেষ্ট যে, মাথায় তিন আঁজলা পানি ঢেলে দেবে এবং পুরো শরীরে পানি প্রবাহিত করবে, তাহলেই তুমি পবিত্র হয়ে যাবে। (সহিহ মুসলিম: ২৩০)
হানাফি ফিকহের সুপ্রসিদ্ধ ফতোয়াগ্রন্থ বাহরুর রায়েকে বলা হয়েছে
وكفى بل اصل ضفيرتها اى شعر المراة المضفور للحرج اما المنقوض فيفرض غسل كله اتفاقا.
নারীদের খোঁপা বা বেণি খুলে চুল ভেজানো কষ্টকর হলে খোঁপা থাকা অবস্থায় চুলের গোড়ায় পানি পৌঁছানোই যথেষ্ট। তবে চুলে খোঁপা না থাকলে পুরো চুল ধোয়া সর্বসম্মতিক্রমে ফরজ। (বাহরুর রায়েক: ১/৫৪)
খোঁপা বা বেণি খুলতে খুব বেশি সমস্যা না থাকলে খোঁপা বা বেণি খুলে পুরো চুল ভিজিয়ে ভালোভাবে গোসল করাই উত্তম।
 
  ধর্ম ডেস্ক
 ধর্ম ডেস্ক  
                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                     
                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                