সারাদেশের ন্যায় এবারে রাজশাহীর মোহনপুর উপজেলায় ২৬ জুন বৃহস্পতিবারে এইচএসসি /সমমান - ২০২৫, অনুষ্ঠিতব্য পরীক্ষায় ৪টি কেন্দ্রে মোট ২২১৩ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করছে।
মোহনপুর সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও কেন্দ্র সচিব শেখ মোঃ বানী ইয়ামিন বখতিয়ার জানান, এই কেন্দ্রে ৬০৫ জন, ধোপাঘাটা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও কেন্দ্র সচিব আব্দুল আজিজ জানান, এই কেন্দ্রে ৭১২ জন, সাঁকোয়া বাকশৈল কামিল মাদ্রাসার অধ্যক্ষ ও কেন্দ্র সচিব আব্দুল কাদের জানান এই কেন্দ্রে ১৫৪ জন এইচএসসি পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। কেশরহাট টিবিএম কলেজের ও কেন্দ্র সচিব এজহারুল হক মৃধা জানান, ভেন্যু কেশরহাট ডিগ্রি কলেজ, এখানে ৭৪২ জন পরীক্ষার্থী এইচএসসি (বি,এম) পরীক্ষায় অংশ করছে।
এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়শা সিদ্দিকা বলেন, মোহনপুরে ৪টি এইচএসসি পরীক্ষা কেন্দ্রের জন্য ৪ জন ট্যাগ অফিসার ও ১ জন ম্যাজিষ্ট্রেট থাকবে। এবং ২০০ গজ এর মধ্যে ৪৪ ধারা জারি করা হয়েছে।যে কোন সভা মিটিং নিষিদ্ধ এবং পরীক্ষার সকল প্রকার প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে।
মোহনপুর সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও কেন্দ্র সচিব শেখ মোঃ বানী ইয়ামিন বখতিয়ার জানান, এই কেন্দ্রে ৬০৫ জন, ধোপাঘাটা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও কেন্দ্র সচিব আব্দুল আজিজ জানান, এই কেন্দ্রে ৭১২ জন, সাঁকোয়া বাকশৈল কামিল মাদ্রাসার অধ্যক্ষ ও কেন্দ্র সচিব আব্দুল কাদের জানান এই কেন্দ্রে ১৫৪ জন এইচএসসি পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। কেশরহাট টিবিএম কলেজের ও কেন্দ্র সচিব এজহারুল হক মৃধা জানান, ভেন্যু কেশরহাট ডিগ্রি কলেজ, এখানে ৭৪২ জন পরীক্ষার্থী এইচএসসি (বি,এম) পরীক্ষায় অংশ করছে।
এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়শা সিদ্দিকা বলেন, মোহনপুরে ৪টি এইচএসসি পরীক্ষা কেন্দ্রের জন্য ৪ জন ট্যাগ অফিসার ও ১ জন ম্যাজিষ্ট্রেট থাকবে। এবং ২০০ গজ এর মধ্যে ৪৪ ধারা জারি করা হয়েছে।যে কোন সভা মিটিং নিষিদ্ধ এবং পরীক্ষার সকল প্রকার প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে।