ঢাকা , শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫ , ২৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পটুয়াখালীতে সংবাদকর্মীর মোবাইল ছিনিয়ে নিলেন ইউনিয়ন ভূমি কর্মকর্তা শিক্ষক জান্নাতুলের মৃত্যুর দায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের: রিটার্নিং কর্মকর্তা সম্পূর্ণ উলঙ্গ হয়ে ঘুমনোর অভ্যেস বলিউডের ৫ তারকার চলনবিলে নৌকাবাইচ দেখতে লক্ষাধিক দর্শনার্থীর আগমন কেঁদে কেটে হাতে-পায়ে ধরি, তাও জোর করে আমাকে ঘনিষ্ঠ দৃশ্যে, বিস্ফোরক অক্ষয়ের নায়িকা! সরকারি চিকিৎসকদের জন্য ৮ দফা কঠোর নির্দেশনা খুলনায় বিদেশি অস্ত্রসহ ইউপি চেয়ারম্যান আটক নেপালে বিক্ষোভে মৃতের সংখ্যা বেড়ে ৫১, পলাতক ১২ হাজার ৫৩৩ কয়েদি হাজীগঞ্জ গায়ে হলুদে নাক-মুখ দিয়ে রক্ত বের হয়ে বরের মৃত্যু রোজ এনার্জি ড্রিঙ্ক খেলে কেবল ডায়াবিটিস নয়, সঙ্গে হৃদ্‌রোগের ঝুঁকিও বাড়ে জাকসু নির্বাচন কমিশনার মাফরুহী সাত্তারের পদত্যাগ সুশীলা কার্কিকে নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী ঘোষণা পদত্যাগ করলেন জাকসু নির্বাচন কমিশনার মাফরুহী সাত্তার রাশিয়ার অন্দরে ঢুকে আবার ড্রোন হামলা ইউক্রেনের নোয়াখালীতে চালের টিন কেটে ওষুধ দোকানে দুর্ধর্ষ চুরি তানোরের আলোচিত কথিত কবিরাজ আটক রাণীনগরে বিদ্যালয়ে ভাঙচুরের অভিযোগ নিয়ামতপুরে বিদ্যুৎস্পৃষ্টে ভ্যান চালকের মৃত্যু রাজশাহীতে বৈষম্যবিরোধী মিছিলে হামলা ও ককটেল বিস্ফোরণ মামলায় গ্রেফতার -২ প্রিয়ঙ্কা-মলাইকা-জাহ্নবীদের নির্মেদ চেহারার রহস্য ফাঁস

টাকা লুট, অপহরণের অভিযোগ পূজার বিরুদ্ধে!

  • আপলোড সময় : ২৭-০৬-২০২৫ ০১:১১:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৬-২০২৫ ০১:১১:১৭ অপরাহ্ন
টাকা লুট, অপহরণের অভিযোগ পূজার বিরুদ্ধে! ছবি: সংগৃহীত
কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর স্বামী কুণাল বর্মা। তাঁদের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ উগরে দিয়েছেন প্রযোজক শ্যামসুন্দর দে। আনন্দবাজার ডট কমকে তিনি জানিয়েছিলেন, তিনি সপরিবার গোয়া ঘুরতে গিয়েছিলেন। দিনকয়েক থাকার পর স্ত্রী এবং মেয়ে ফিরে আসেন। প্রযোজক কাজের কারণে সেখানে থেকে যান। তখনও পূজা-কুণালের সঙ্গে তাঁর দিব্যি কথা হচ্ছিল। কোনও বাদানুবাদ হয়নি। গত ৩১ মে একটি ভাড়া করা গাড়িতে গন্তব্যে যাচ্ছিলেন শ্যামসুন্দর। আচমকা রাস্তা আটকান পূজা-কুণাল। শ্যামসুন্দরের কথায়, “সঙ্গে গুন্ডার দল। আমি এতটাই অবাক হয়ে যাই যে কিছু বুঝে উঠতে পারছিলাম না। ওঁরা জোর করে ওঁদের গাড়িতে তুললেন। বন্দি করলেন একটি অচেনা বাড়িতে। মুক্তিপণ নয়, ওঁদের দাবি, ওঁরা পাওনা টাকা চাইছেন। সেটা মেটাতে হবে।”

এই ঘটনার পর মুখে কুলুপ এঁটেছিলেন অভিনেত্রী। অবশেষে নীরবতা ভাঙলেন।সকাল সকাল নীতিকথা শোনালেন নায়িকা। লিখলেন, ‘‘কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। এই পরিস্থিতিতে যাঁরা আমাদের পাশে রয়েছেন তাঁদের ধন্যবাদ।’’ যাঁরা বিরুদ্ধাচরণ করেছেন,তাঁদের বিরুদ্ধে কথা বলতে রাজি নন পূজা। তিনি বললেন, ‘‘যাঁরা মিথ্যে কথা রটাচ্ছেন তাঁদেরও ঈশ্বর মঙ্গল করুন। ভগবান সব দেখছেন।’’

সম্প্রতি পূজা জানান, তাঁদের সব টাকা খোয়া গিয়েছে। তিন বছর ধরে বন্ধুত্ব ছিল একজনের সঙ্গে। প্রায় পরিবারের মতোই ছিলেন তাঁরা। সেই বন্ধুই প্রতারণা করেছেন। পূজা জানিয়েছেন, গত ৩-৪ মাস অত্যন্ত কষ্টকর ছিল তাঁদের জন্য। আগামী দিনে কী হবে, তা নিয়ে চিন্তায় দম্পতি।

তাঁদের কথায়, ‘‘গত তিন মাস যে কী ভাবে কাটিয়েছি, তা আমরাই জানি। জানি না এর পর কী হবে! একেবারে শূন্য থেকে শুরু করতে হবে আমাদের। গত কয়েক মাসে অনেক কেঁদেছি। প্রায় স্তব্ধ হয়ে যাই। একটা মোটা অঙ্কের টাকা চোট হয়েছে আমাদের। সবটা কষ্টার্জিত অর্থ।’’ এমন ঘটনার পর অভিনেত্রী দর্শকদের কাছে সাহায্যের আবেদন জানান। এমন সময় তাঁদের পাশে থাকার অনুরোধ করেন। তাঁদের কাজ দেখার অনুরোধ করেন পূজার স্বামী কুণালও। যদিও পূজা বা কুণাল কেউই সেই বন্ধুর নাম প্রকাশ্যে আনেননি। কত টাকার প্রতারণা হয়েছে, তা-ও জানাননি স্পষ্ট করে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তানোরের আলোচিত কথিত কবিরাজ আটক

তানোরের আলোচিত কথিত কবিরাজ আটক