২০২৩ সালের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কমপক্ষে ৭৮৫ ফিলিস্তিনি ক্রীড়াবিদ ও ক্রীড়া কর্মকর্তাকে হত্যা করেছে ইসরাইলি সামরিক বাহিনী।
আনাদুলো এজেন্সিকে এ তথ্য জানিয়েছেন ফিলিস্তিনি ফুটবল অ্যাসোসিয়েশনের উপ-প্রধান সুসান শালাবি।
 
তিনি বলেন, নিহতদের মধ্যে বিভিন্ন বিভাগের ফুটবলার এবং কর্মীরা রয়েছেন, যাদের বেশিরভাগই গাজায় নিহত হয়েছেন। এই সময়ে অধিকৃত পশ্চিম তীরে কমপক্ষে ২৩ জন ক্রীড়াবিদ নিহত হয়েছেন।
 
শালাবি বলেন, নিহতদের মধ্যে ৪৩৭ জন ফুটবল খেলোয়াড়, যার মধ্যে পশ্চিম তীরের ১৫ জন। ফিলিস্তিনি ফুটবল অ্যাসোসিয়েশন এবং গাজা প্রশাসনের সরবরাহ করা তথ্য ব্যবহার করে এই পরিসংখ্যান করা হয়েছে বলে জানান তিনি।
 
শালাবি বলেন, তবে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। ধ্বংসস্তূপের নিচে এখনও অনেক মানুষ নিখোঁজ রয়েছেন। ইসরাইলি বোমা হামলায় বিধ্বস্ত এলাকাগুলোতে প্রবেশাধিকারে নিষেধাজ্ঞা থাকায় অনুসন্ধান প্রচেষ্টা ব্যাহত হচ্ছে।
 
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলে হামলা চালিয়ে ১২০০ এর বেশি মানুষকে হত্যা করে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস। এছাড়া ২৫০ জন ইসরাইলিকে জিম্মিকে করে গাজায় নিয়ে গোষ্ঠীটি। জবাবে গত ২০ মাস ধরে গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইলি সামরিক বাহিনী। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় রোববার জানিয়েছে, ইসরাইলি গণহত্যায় গাজায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ৫৬ হাজার ৫০০ ছাড়িয়েছে। সূত্র: মিডল ইস্ট আই
                           আনাদুলো এজেন্সিকে এ তথ্য জানিয়েছেন ফিলিস্তিনি ফুটবল অ্যাসোসিয়েশনের উপ-প্রধান সুসান শালাবি।
তিনি বলেন, নিহতদের মধ্যে বিভিন্ন বিভাগের ফুটবলার এবং কর্মীরা রয়েছেন, যাদের বেশিরভাগই গাজায় নিহত হয়েছেন। এই সময়ে অধিকৃত পশ্চিম তীরে কমপক্ষে ২৩ জন ক্রীড়াবিদ নিহত হয়েছেন।
শালাবি বলেন, নিহতদের মধ্যে ৪৩৭ জন ফুটবল খেলোয়াড়, যার মধ্যে পশ্চিম তীরের ১৫ জন। ফিলিস্তিনি ফুটবল অ্যাসোসিয়েশন এবং গাজা প্রশাসনের সরবরাহ করা তথ্য ব্যবহার করে এই পরিসংখ্যান করা হয়েছে বলে জানান তিনি।
শালাবি বলেন, তবে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। ধ্বংসস্তূপের নিচে এখনও অনেক মানুষ নিখোঁজ রয়েছেন। ইসরাইলি বোমা হামলায় বিধ্বস্ত এলাকাগুলোতে প্রবেশাধিকারে নিষেধাজ্ঞা থাকায় অনুসন্ধান প্রচেষ্টা ব্যাহত হচ্ছে।
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলে হামলা চালিয়ে ১২০০ এর বেশি মানুষকে হত্যা করে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস। এছাড়া ২৫০ জন ইসরাইলিকে জিম্মিকে করে গাজায় নিয়ে গোষ্ঠীটি। জবাবে গত ২০ মাস ধরে গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইলি সামরিক বাহিনী। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় রোববার জানিয়েছে, ইসরাইলি গণহত্যায় গাজায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ৫৬ হাজার ৫০০ ছাড়িয়েছে। সূত্র: মিডল ইস্ট আই
 
  আন্তজার্তিক ডেস্ক
 আন্তজার্তিক ডেস্ক  
                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                     
                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                