ঢাকা , শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫ , ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৫০ পেরোতেই মলাইকার জীবনে নতুন কেউ নিজের চেষ্টায় জায়গা করেছেন বলিউডে, অযাচিত ‘ব্যক্তিগত আক্রমণ’ কী ভাবে এড়িয়ে যান সারা? কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ বাণিজ্যের অভিযোগে মানববন্ধন ভোলায় পুকুরে গোসল করতে নেমে দুই চাচাতো বোনের মৃত্যু নভেম্বরেই গণভোট চায় জামায়াতসহ ৮ দল নিজের চেষ্টায় জায়গা করেছি বলিউডে: সারা ব্যথা-বেদনা থেকে নিস্তার পেতে বদলে ফেলুন রান্নার তেল গরুর মাংস খাওয়া প্রসঙ্গে যা বললেন রণবীর কাপুর জেলে যেভাবে কাটছে ফুটবলার রবিনহোর সময় প্রশান্ত মহাসাগরে ধ্বংস করা হল আরও এক মাদকবোঝাই নৌকা! জুমার রাতে সুরা দোখান পাঠের ফজিলত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু কৌশানির নাচের মাঝেই মঞ্চে ধরে গেল আগুন ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’ রাশমিকা মন্দানা ভালো মা হতে চান আগে রয়টার্সে শেখ হাসিনার সাক্ষাৎকার পড়ি, পরে মন্তব্য : প্রেস সচিব বলিউড অভিনেত্রীর দাউদ ইব্রাহিমকে নিয়ে বিস্ফোরক মন্তব্য রাজশাহী বিভাগীয় বইমেলায় দরিদ্র পাঠকদের জন্য থাকছে পুরাতন বই বদলের সুযোগ পাকিস্তানের আকাশে হঠাৎ অদ্ভুত মেঘ, ঘটনা কী? ভারতে বাংলাদেশের জাতীয় সংগীত গাওয়ায় দেশদ্রোহিতা মামলার নির্দেশ

ঘুম থেকে উঠে ফোলা চোখও হতে পারে কিডনির রোগের লক্ষণ!

  • আপলোড সময় : ৩০-০৬-২০২৫ ০২:০৮:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৬-২০২৫ ০২:০৮:০১ অপরাহ্ন
ঘুম থেকে উঠে ফোলা চোখও হতে পারে কিডনির রোগের লক্ষণ! ফাইল ফটো
কিডনির রোগের লক্ষণ ধরা পড়ে চোখেও? শুনতে অবাক লাগলেও, এমনটাই জানা যাচ্ছে সাম্প্রতিক কিছু গবেষণায়। ‘ন্যাশনাল কিডনি ফাউন্ডেশন’-এর তথ্য বলছে, কিডনির কার্যক্ষমতা কমছে কি না, তার কিছু লক্ষণ চোখ দেখেই বোঝা যেতে পারে। প্রত্যেকের চোখেই এমন কিছু উপসর্গ দেখা দেয়, যা জটিল রোগের ইঙ্গিতবাহী। শুধু সচেতন না থাকার কারণেই পরবর্তী সময়ে গিয়ে বিপদ বাড়ে। কিডনির রোগও তেমনই। কিডনি যখন সঠিকভাবে কাজ করতে পারে না, তখন শরীরে বর্জ্য পদার্থ এবং অতিরিক্ত তরল জমা হতে থাকে। এর প্রভাব পড়ে চোখেও।

কিডনি বিকল হতে থাকলে কোন কোন লক্ষণ ফুটে উঠবে চোখে?

চোখের চারপাশে ফোলা ভাব: কিডনির রোগের অন্যতম বড় লক্ষণ। প্রাথমিক লক্ষণগুলির মধ্যেও একটি। কিডনি যখন শরীর থেকে অতিরিক্ত তরল এবং সোডিয়াম বার করে দিতে পারে না, তখন এই তরল শরীরে জমা হতে শুরু করে। বিশেষ করে মুখ এবং চোখের চারপাশে তখন ফোলা ভাব দেখা দেয়। একে বলে ‘পাফি আইজ’। অনেকেরই দেখবেন, ঘুম থেকে উঠে চোখ খুব ফোলা লাগে। সেটি নানা কারণেই হতে পারে। অতিরিক্ত ক্লান্তিতেওও এমন হয়। তবে যদি দেখেন, প্রতি দিনিই চোখে ফোলা ভাব স্পষ্ট হয়ে উঠছে, তা হলে বুঝতে হবে তা ক্রনিক কিডনির রোগের লক্ষণ।

চোখ ফুলে লাল: চোখে যদি ক্রমাগত চুলকানি হতে থাকে, চোখ ফুলে লাল হয়ে ওঠে, তা হলে বুঝতে হবে শরীরে কোনও সমস্যা হচ্ছে। চোখ লাল হয়ে ওঠা মানেই, সবসময়ে তা কনজাঙ্কটিভাইটিসের লক্ষণ নয়। শরীরে টক্সিন বা বিষাক্ত পদার্থ জমা হতে থাকলেও এমন হতে পারে।

ঝাপসা দৃষ্টি: কিডনি রোগের কারণে রক্তচাপের হেরফের হতে পারে। রক্তচাপ যদি বাড়ে, তা হলে চোখের রক্তনালিগুলি ছিঁড়ে যেতে পারে। এর রেশ পড়বে রেটিনাতেও। এর থেকে রেটিনোপ্যাথি হওয়ার আশঙ্কা বাড়বে। এই রোগে চোখের রক্তনালিগুলি থেকে রক্তক্ষরণ হয়, ফলে দৃষ্টিশক্তি ঝাপসা হতে শুরু করে।

ছানি পড়া: অতিরিক্ত স্টেরয়েড জাতীয় ওষুধ নিলে, এর প্রভাবে ছানি পড়তে পারে। কিডনির রোগে এমন ওষুধ নিতেই হয়। তা ছাড়া উচ্চ রক্তচাপ ও ডায়াবিটিস থাকলে, এর প্রভাবে ডায়াবেটিক রেটিলোপ্যাথির সমস্যা দেখা দেয়, যাতে দৃষ্টি ঝাপসা হতে শুরু করে। এর উপরে কিডনির রোগ হলে তা অকালে ছানি পড়ার কারণ হয়ে উঠতে পারে।

চোখের এই লক্ষণগুলি শুধুমাত্র কিডনি রোগের কারণে নাও হতে পারে, অন্য অনেক সাধারণ কারণেও দেখা দিতে পারে। তবে, যদি এই লক্ষণগুলি দীর্ঘস্থায়ী হয় তা হলে সতর্ক হতে হবে। কিডনি রোগীদের নিয়মিত চোখের পরীক্ষা করানো উচিত, বিশেষ করে যদি তাদের উচ্চ রক্তচাপ বা ডায়াবিটিস থাকে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
রাজশাহী বিভাগীয় বইমেলায় দরিদ্র পাঠকদের জন্য থাকছে পুরাতন বই বদলের সুযোগ

রাজশাহী বিভাগীয় বইমেলায় দরিদ্র পাঠকদের জন্য থাকছে পুরাতন বই বদলের সুযোগ