জয়পুরহাটের কালাইয়ে শ্যালকের ছুরিকাঘাতে ভগ্নিপতি সহিফুল (৫৫) নিহতের অভিযোগ উঠেছে।
সোমবার (৩০ জুন) সকাল ৯টার দিকে কালাই উপজেলার পাঁচপাইকা সরকারপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।
নিহত সহিফুল ইসলাম বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার অপশন গ্রামের আবুল কাসেম আলীর ছেলে।
পুলিশ, নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, জেলার কালাই উপজেলার পাইকপাড়া-সরকারপাড়া গ্রামে সকালে শালক জুয়েল হোসেনের সাথে জমিজমা সংক্রান্ত বিরোধ ছিল। এ নিয়ে পারিবারিক কলহের জের ধরে শ্যালক জুয়েলের (৪০) সাথে ভগ্নিপতি সহিফুল ইসলামের (৫৫) কথাকাটি হয়। এক পর্যায়ে শ্যালক জুয়েল উত্তেজিত হয়ে তাঁর ভগ্নিপতিকে ছুরিকাঘাত করে। এতে রক্তাক্ত ও জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই নিহত হোন সহিফুল ইসলাম।
নিহতের ফুফাতো ভাই আলমগীর হোসেনসহ অন্যান্য স্বজনদের দাবি, এটি একটি হত্যাকাণ্ড। তাঁরা এ হত্যাকাণ্ডের বিচার দাবিও করেন।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাহিদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পৌঁছে নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
এরপর ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশটি ২৫০ শয্যা বিশিষ্ট জয়পুরহাট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।
                           সোমবার (৩০ জুন) সকাল ৯টার দিকে কালাই উপজেলার পাঁচপাইকা সরকারপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।
নিহত সহিফুল ইসলাম বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার অপশন গ্রামের আবুল কাসেম আলীর ছেলে।
পুলিশ, নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, জেলার কালাই উপজেলার পাইকপাড়া-সরকারপাড়া গ্রামে সকালে শালক জুয়েল হোসেনের সাথে জমিজমা সংক্রান্ত বিরোধ ছিল। এ নিয়ে পারিবারিক কলহের জের ধরে শ্যালক জুয়েলের (৪০) সাথে ভগ্নিপতি সহিফুল ইসলামের (৫৫) কথাকাটি হয়। এক পর্যায়ে শ্যালক জুয়েল উত্তেজিত হয়ে তাঁর ভগ্নিপতিকে ছুরিকাঘাত করে। এতে রক্তাক্ত ও জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই নিহত হোন সহিফুল ইসলাম।
নিহতের ফুফাতো ভাই আলমগীর হোসেনসহ অন্যান্য স্বজনদের দাবি, এটি একটি হত্যাকাণ্ড। তাঁরা এ হত্যাকাণ্ডের বিচার দাবিও করেন।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাহিদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পৌঁছে নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
এরপর ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশটি ২৫০ শয্যা বিশিষ্ট জয়পুরহাট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।
 
  অনলাইন ডেস্ক
 অনলাইন ডেস্ক  
                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                     
                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                