শেরপুরের ঝিনাইগাতীর হলদীগ্রাম সীমান্ত এলাকা থেকে চোরাই পথে আনা ২৭৬ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি। সোমবার (৩০ জুন) ভোর সাড়ে ৪টার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব মাদক জব্দ করেন ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) হলদীগ্রাম বিওপির টহলরত বিজিবির সদস্যরা।
মাদক জব্দের বিষয়টি এক বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছে বিজিবির ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)। বিজ্ঞপ্তিতে বলা হয়, জব্দকৃত ২৭৬ বোতল ভারতীয় মদের আনুমানিক মূল্য ৪ লাখ ১৪ হাজার টাকা।
মাদক জব্দের বিষয়ে ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান পিপিএম বলেন, ‘শেরপুরের হলদীগ্রাম বিওপির দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে চোরাকারবারিরা অভিনব পন্থায় ভারতীয় মদ পাচারের চেষ্টা করে। অভিযানকালে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাই মালামাল ফেলে পালিয়ে যাওয়ায় তাদের কাউকে আটক করা সম্ভব হয়নি।’
তিনি আরো জানান, ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষায় এবং যে কোন প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে সদা জাগ্রত থেকে দায়িত্ব পালন করে আসছে বিজিবি।
মাদক জব্দের বিষয়টি এক বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছে বিজিবির ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)। বিজ্ঞপ্তিতে বলা হয়, জব্দকৃত ২৭৬ বোতল ভারতীয় মদের আনুমানিক মূল্য ৪ লাখ ১৪ হাজার টাকা।
মাদক জব্দের বিষয়ে ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান পিপিএম বলেন, ‘শেরপুরের হলদীগ্রাম বিওপির দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে চোরাকারবারিরা অভিনব পন্থায় ভারতীয় মদ পাচারের চেষ্টা করে। অভিযানকালে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাই মালামাল ফেলে পালিয়ে যাওয়ায় তাদের কাউকে আটক করা সম্ভব হয়নি।’
তিনি আরো জানান, ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষায় এবং যে কোন প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে সদা জাগ্রত থেকে দায়িত্ব পালন করে আসছে বিজিবি।