হবিগঞ্জের মাধবপুর উপজেলায় বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে লিটন মিয়া (৪২) নামে এক পিকআপ চালক নিহত হয়েছেন।
মঙ্গলবার (১ জুলাই) দুপুর সাড়ে ৩টার দিকে বেজুড়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত লিটন নবীগঞ্জ উপজেলার পশ্চিম জাহিদপুর গ্রামের দিলাওর মিয়ার ছেলে।
হাইওয়ে পুলিশ জানায়, হবিগঞ্জগামী কাঠাল বোঝাই একটি পিকআপ ভ্যানের সঙ্গে ঢাকাগামী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপ চালক লিটন মারা যান। দুর্ঘটনায় বাসের আরও কয়েকজন যাত্রী আহত হয়েছেন।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনাকবলিত বাস ও পিকআপ ভ্যান হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা জানান, দুর্ঘটনার পর বাসের চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
মঙ্গলবার (১ জুলাই) দুপুর সাড়ে ৩টার দিকে বেজুড়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত লিটন নবীগঞ্জ উপজেলার পশ্চিম জাহিদপুর গ্রামের দিলাওর মিয়ার ছেলে।
হাইওয়ে পুলিশ জানায়, হবিগঞ্জগামী কাঠাল বোঝাই একটি পিকআপ ভ্যানের সঙ্গে ঢাকাগামী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপ চালক লিটন মারা যান। দুর্ঘটনায় বাসের আরও কয়েকজন যাত্রী আহত হয়েছেন।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনাকবলিত বাস ও পিকআপ ভ্যান হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা জানান, দুর্ঘটনার পর বাসের চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।