রাজশাহী কাটাখালি থেকে ১৩ বছরের নাবালিকা অপহরণ মামলার মূলহোতা বিশাল‘কে গ্রেফতার এবং অপহৃত ভিকটিম‘কে উদ্ধার করেছে র্যাব-৫।
মঙ্গলবার (১ জুলাই) বিকাল পোনে ৫টায় মহানগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন কাঠালবাড়িয়া এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়। এসময় অপহৃত ভিকটিমকে উদ্ধার করা হয়।
গ্রেফতার অপহরণকারী মূলহোতা মোঃ বিশাল (২৩), রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার কাঠালবাড়িয়া গ্রামের মৃত আলমের ছেলে।
বুধবার (২ জুলাই) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছে র্যাব-৫।
ঘটনা সূত্রে জানা যায়, অপহৃত ভিকটিম চৌমহনী বালিকা উচ্চ বিদ্যালয়ে ৮ম শ্রেনীতে লেখাপড়া করে। ১নং ও ২নং বিবাদী ভিকটিমের সাথে আত্মীয়তার সুবাদে ভিকটিমের বাড়ীতে নিয়মিত যাতায়াত করত এবং বিভিন্ন সময়ে প্রেমের কু-প্রস্তাবসহ প্রায়ই উত্যক্ত করত। গত ২৪ জুন, ২০২৫ সকাল আনুমানিক ৯টার সময় ভিকটিম প্রতিদিনের ন্যায় স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি হতে বাহির হলে ১নং ও ২নং বিবাদী অজ্ঞাতনামা ২/৩ জন আসামির সহযোগিতায় সকাল সাড়ে ৯টার সময় ঘটনাস্থল কাটাখালী থানাধীন চৌমহনী বালিকা উচ্চ বিদ্যালয় এর সামনে হতে উক্ত ভিকটিমকে ফুসলাইয়া তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক অপহরণ করে নিয়ে অজ্ঞাত স্থানে আটক রাখে এবং ভিকটিমকে ফেরত দেওয়ার কথা বললে ফেরত দিবে না বলে বিভিন্ন হুমকি প্রদান করতে থাকে।
পরবর্তীতে ২৬ জুন, ২০২৫ কাটাখালী থানায় ভিকটিমের পিতা বাদী হয়ে অপহরণ আইনে একটি মামলা দায়ের করেন।
গ্রেফতার আসামী ও ভিকটিমকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রাজশাহী মহানগরীর কাটাখালী থানায় হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার (১ জুলাই) বিকাল পোনে ৫টায় মহানগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন কাঠালবাড়িয়া এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়। এসময় অপহৃত ভিকটিমকে উদ্ধার করা হয়।
গ্রেফতার অপহরণকারী মূলহোতা মোঃ বিশাল (২৩), রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার কাঠালবাড়িয়া গ্রামের মৃত আলমের ছেলে।
বুধবার (২ জুলাই) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছে র্যাব-৫।
ঘটনা সূত্রে জানা যায়, অপহৃত ভিকটিম চৌমহনী বালিকা উচ্চ বিদ্যালয়ে ৮ম শ্রেনীতে লেখাপড়া করে। ১নং ও ২নং বিবাদী ভিকটিমের সাথে আত্মীয়তার সুবাদে ভিকটিমের বাড়ীতে নিয়মিত যাতায়াত করত এবং বিভিন্ন সময়ে প্রেমের কু-প্রস্তাবসহ প্রায়ই উত্যক্ত করত। গত ২৪ জুন, ২০২৫ সকাল আনুমানিক ৯টার সময় ভিকটিম প্রতিদিনের ন্যায় স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি হতে বাহির হলে ১নং ও ২নং বিবাদী অজ্ঞাতনামা ২/৩ জন আসামির সহযোগিতায় সকাল সাড়ে ৯টার সময় ঘটনাস্থল কাটাখালী থানাধীন চৌমহনী বালিকা উচ্চ বিদ্যালয় এর সামনে হতে উক্ত ভিকটিমকে ফুসলাইয়া তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক অপহরণ করে নিয়ে অজ্ঞাত স্থানে আটক রাখে এবং ভিকটিমকে ফেরত দেওয়ার কথা বললে ফেরত দিবে না বলে বিভিন্ন হুমকি প্রদান করতে থাকে।
পরবর্তীতে ২৬ জুন, ২০২৫ কাটাখালী থানায় ভিকটিমের পিতা বাদী হয়ে অপহরণ আইনে একটি মামলা দায়ের করেন।
গ্রেফতার আসামী ও ভিকটিমকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রাজশাহী মহানগরীর কাটাখালী থানায় হস্তান্তর করা হয়েছে।