ঢাকা , শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫ , ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৫০ পেরোতেই মলাইকার জীবনে নতুন কেউ নিজের চেষ্টায় জায়গা করেছেন বলিউডে, অযাচিত ‘ব্যক্তিগত আক্রমণ’ কী ভাবে এড়িয়ে যান সারা? কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ বাণিজ্যের অভিযোগে মানববন্ধন ভোলায় পুকুরে গোসল করতে নেমে দুই চাচাতো বোনের মৃত্যু নভেম্বরেই গণভোট চায় জামায়াতসহ ৮ দল নিজের চেষ্টায় জায়গা করেছি বলিউডে: সারা ব্যথা-বেদনা থেকে নিস্তার পেতে বদলে ফেলুন রান্নার তেল গরুর মাংস খাওয়া প্রসঙ্গে যা বললেন রণবীর কাপুর জেলে যেভাবে কাটছে ফুটবলার রবিনহোর সময় প্রশান্ত মহাসাগরে ধ্বংস করা হল আরও এক মাদকবোঝাই নৌকা! জুমার রাতে সুরা দোখান পাঠের ফজিলত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু কৌশানির নাচের মাঝেই মঞ্চে ধরে গেল আগুন ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’ রাশমিকা মন্দানা ভালো মা হতে চান আগে রয়টার্সে শেখ হাসিনার সাক্ষাৎকার পড়ি, পরে মন্তব্য : প্রেস সচিব বলিউড অভিনেত্রীর দাউদ ইব্রাহিমকে নিয়ে বিস্ফোরক মন্তব্য রাজশাহী বিভাগীয় বইমেলায় দরিদ্র পাঠকদের জন্য থাকছে পুরাতন বই বদলের সুযোগ পাকিস্তানের আকাশে হঠাৎ অদ্ভুত মেঘ, ঘটনা কী? ভারতে বাংলাদেশের জাতীয় সংগীত গাওয়ায় দেশদ্রোহিতা মামলার নির্দেশ

নগরীতে পুলিশের এসপি পরিচয়ে আজাদ ও শ্যামলী দম্পত্তীর অর্থ প্রতারণা!ভূক্তভোগীদের সংবাদ সম্মেলন

  • আপলোড সময় : ০৩-০৭-২০২৫ ০৪:২৫:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৭-২০২৫ ০৪:৪৬:৩৩ অপরাহ্ন
নগরীতে পুলিশের এসপি পরিচয়ে আজাদ ও শ্যামলী দম্পত্তীর অর্থ প্রতারণা!ভূক্তভোগীদের সংবাদ সম্মেলন নগরীতে পুলিশের এসপি পরিচয়ে আজাদ ও শ্যামলী দম্পত্তীর অর্থ প্রতারণা!ভূক্তভোগীদের সংবাদ সম্মেলন
রাজশাহী নগরীতে পুলিশের এসপি পরিচয়ে চাকরি দেওয়ার নামে বিপুল অর্থ প্রতারণার অভিযোগে উঠেছে মোঃ সাইফুদ্দিন আহমেদ (আজাদ) ও তার স্ত্রী নাহিদা আক্তার শ্যামলী নামের এক দম্পত্তীর বিরুদ্ধে।

এ ঘটনায় বৃহস্পতিবার দুপুর সোয়া ২টায় রাজশাহী নগরীর মতিহার থানার অক্ট্রয় মোড়, রিভার সিটি প্রেসক্লাব, রাজশাহীতে ভূক্তভোগীরা সংবাদ সম্মেলন করেছেন।

সংবাদ সম্মেলে লিখিত বক্তব্য পাঠ করেন কৌশিক আহমেদ। তিনি চারঘাট থানার আস্করপুর সারদা গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে।  
তিনি তাঁর বক্তব্যে বলেন, গত ২১-০২-২০১৭ ও ১০-০৮-২০১৭ তারিখে সকাল ১১টায় নগরীর বোয়ালিয়া থানার বালিয়পুকুর এলাকায় মোঃ সাইফুদ্দিন আহমেদ (আজাদ) ও তার স্ত্রী নাহিদা আক্তার শ্যামলীর (এসপি দম্পতি), ভাড়া করা বাসায় নিয়ে যায় তাদের সহযোগী রাসেদুল ইসলাম মানিক। ওই সময় আমি এসপি দম্পত্তীকে দুই বারে রাসেদুল ইসলাম মানিকের সহযোগীতায় ৮লাখ টাকা নগদে প্রদান করি। মানিক আমাদের এই প্রতারক দম্পত্তীর সাথে পরিচয় করিয়ে দেয় এবং বলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস সহায়ক পদে চাকরী দেয়ার কথা বলে। আমার বাবা, মা নাই। আমি একজন এতিম যুবক। নানীর কাছে থাকি। তাই চাকরীর আশায় মানিকের প্ররোচনায় জমি বিক্রি করে ৮লাখ টাকা নগদে প্রদান করি। পরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ভুয়া নিয়োগ লেটার দেয় ওই দম্পত্তী। চাকরিতে যোগদান করতে গিয়ে জানতে পারি সেটা ভূয়া নিয়োগ লেটার। পরবর্তীতে টাকা ফেরত চাইলে আমাকে বাংলাদেশ সেনাবাহীনিতে (আর্মি) স্ট্রোর ম্যান পদের নিয়োগ লেটার দেয়। আমি সেই নিয়োগপত্র নিয়ে সেনাবাহীনির ঢাকা হেডকোয়াটারে চাকরিতে যোগদান করতে যাই। সেখানে একজন সেনা সদস্য আমাকে বলেন, বাবা এটা ভূয়া নিয়োগ লেটার। তুমি প্রতারণার শিকার হয়েছো। পরে আমি বাড়ি ফিরে আসি। কিন্তু আজ আবদি আমাকে আমার টাকা ফেরত দেয়নি।  

একই এলাকার ভূক্তভোগী মোঃ রেজাইল করিম, তিনি একই থানা ও এলাকার  মৃত আমজাদ হোসেনের ছেলে। তিনি তার বক্তব্যে বলেন,  গত ১১-০২-২০১৮ তারিখে সকাল ১১টায় মোঃ সাইফুদ্দিন আহমেদ (আজাদ) ও তার স্ত্রী নাহিদা আক্তার শ্যামলীর (এসপি দম্পতি), বালিয়া পুকুর ভাড়া করা বাসায় তাদের সহযোগী সারদা এলাকার রাসেদুল ইসলাম মানিক নিয়ে যায়। আমার ভাতিজার চাকরির জন্য নগদে ৮লাখ ৪০ হাজার টাকা নগদে প্রদান করি। একই কায়দায় ওই প্রতারক কথিত এসপি দম্পত্তী আমার সাথে প্রতারণা করেন।

অপর ভুক্তভোগী মাহাবুবুর রহমান, আরএমপি কর্ণহার থানার দারুসা শাইর পুকুর এলাকার মৃত মোজাফফর হোসেনের ছেলে। 
তিনি তার বক্তব্যে বলেন, গত ১৫-০৭-২০২১ ও ২৯-০৭-২১ সকাল ১১টায় রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার বালিয়পুকুর এলাকায় মোঃ সাইফুদ্দিন আহমেদ (আজাদ) ও তার স্ত্রী নাহিদা আক্তার শ্যামলীর (এসপি দম্পতি), ভাড়া করা বাসায় এবং মতিহার থানার কাজলা বিলপাড়া এলাকার শ্যামলীর বাড়িতে আমি এসপি দম্পত্তীকে ৬লাখ ৭০ হাজার টাকা নগদে প্রদান করি। আমাকে রাজশাহী পুলিশ হেড কোয়াটারে অফিস সহকারী পদে চাকরি দেবে। কিন্তু একই কায়দায় তারা আমার সাথে প্রতারণা করেন।

অপর ভূক্তভোগী মোঃ খাইরুল হাসান রিংকু, তিনি গোদাগাড়ী থানা হরিণ বিসকা গ্রামের মৃত লিয়াকত আলীর ছেলে। 
তিনি তার বক্তব্যে বলেন, সাইফুদ্দিন আহমেদ (আজাদ) ও তার দ্বিতীয় স্ত্রী নাহিদা আক্তার শ্যামলীকে নগদ ২৫ লাখ টাকা প্রদান করি। নাহিদা আক্তার শ্যামলী আমার স্ত্রী টুম্পার বোন। তাই সরল বিশ্বাসে আমার স্ত্রী’র পিয়ন ওথবা আয়া পদে রাজশাহী জেলার যে কোন সরকারী স্কুল ও কলেজে চাকরী দেবে বলে ১০ লাখ টাকা নগদে শ্যামলী ও আজাদকে বালিয়া পুকুর ভাড়া করা বাড়িতে গিয়ে নগদে প্রদান করি। তাদের নতুন প্রস্তাবে খামার ও রেষ্টুরেন্ট ব্যবসার জন্য নগদে ১৫ লাখ টাকা প্রদান করি। পরে বুঝতে পারি আমি প্রতরণার শিকার হয়েছি। অবশেষে এই প্রতারক দম্পত্তীর বিরুদ্ধে চেক ও স্ট্যাম্পের মামলা করি। যাহা বিজ্ঞ আদালতে চলমান রয়েছে।

টাকা ফেরত পেতে সকল ভূক্তভোগী আরএমপি পুলিশের পুলিশ কমিশনার, র‌্যাব-৫, এর অধিনায়ক ও রাজশাহী সেনাবাহীনির (আর্মি) হেডকোয়াটার এর সর্বচ্চো কর্মকর্তার সহযোগীতা কমনা করেন তারা।

এ ব্যপারে জানতে চাইলে প্রতারক দম্পত্তী আজাদ ও শ্যামলীর মুঠো ফোনে ফোন দেয়া হলে তাদের উভয়ের ফোন বন্ধ থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।  

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
রাজশাহী বিভাগীয় বইমেলায় দরিদ্র পাঠকদের জন্য থাকছে পুরাতন বই বদলের সুযোগ

রাজশাহী বিভাগীয় বইমেলায় দরিদ্র পাঠকদের জন্য থাকছে পুরাতন বই বদলের সুযোগ