ঢাকা , রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫ , ২৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমি নাকি বিয়ে নিয়ে খুব প্রেশার দিই ওকে নেপালের অন্তর্বর্তী সরকারপ্রধানকে প্রধান উপদেষ্টার অভিনন্দন খুলনায় ডেঙ্গু প্রতিরোধে টিডিপির প্রশংসনীয় উদ্যোগ: স্বেচ্ছাশ্রমে সুইজগেট খাল পরিষ্কার আনসার ভিডিপি'র মহাপরিচালকের শফিপুর আনসার ভিডিপি একাডেমি পরিদর্শনে রাজশাহীতে ঋণের দায়ে ও খাওয়ার অভাবে চার মৃত্যু, ধার করে চল্লিশা ক্যাটরিনাকে বিয়ের আগে রাধিকার সঙ্গে সম্পর্ক? অভিনেত্রীর বা়ড়ি থেকে পাওয়া গেল ভিকির বিশেষ জিনিস রাশিয়া থেকে তেল কিনে যাচ্ছে আমেরিকার নেতৃত্বাধীন সামরিক জোটের সদস্যেরাও! পাকিস্তান, চিনের আকাশ হামলা ঠেকাতে থ্রিডি রেডার পেল নৌসেনা, স্পেনের সহযোগিতায় বানাল টাটা শতায়ুর সংখ্যায় লাখ ছুঁইছুঁই জাপানে, নতুন তথ্য প্রকাশ করল সরকার! বেশি দিন বাঁচার রহস্য কী? শাহরুখ কন্যা সুহানার ২ মিনিট ৩১ সেকেন্ডের ভিডিও, রইল নায়িকা রাধিকার পর্ন ভিডিও এখন বাজারে নোয়াখালীতে ৪২৫ কচ্ছপ উদ্ধার মহানগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১০ শাহজাদপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি সেলিম রেজা গ্রেফতার ফেনীতে দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেপ্তার, ৪টি চোরাই গরু উদ্ধার গাছ প্রিয় রাণীশংকৈলের করিমুল রাজশাহীতে প্রাথমিক শিক্ষায় অচলাবস্থা: এক-তৃতীয়াংশ বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আজ, ব্যালট বাক্সের নমুনা তৈরি রাজশাহীতে ২৪ লাখ টাকার স্বর্ণলংকার উদ্ধার; নারী-সহ দুই চোর গ্রেফতার গোদাগাড়ী খাদ্য গুদামে নিম্নমানের চাল মজুদের অভিযোগ

জুলু-জিমকে বহিষ্কার, ভারপ্রাপ্ত সভাপতি স্বপন রাজশাহী প্রেসক্লাবের নির্বাহী কমিটির জরুরি সভা

  • আপলোড সময় : ০৩-০৭-২০২৫ ০৮:৫০:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৭-২০২৫ ০৮:৫০:৪০ অপরাহ্ন
জুলু-জিমকে বহিষ্কার, ভারপ্রাপ্ত সভাপতি স্বপন রাজশাহী প্রেসক্লাবের নির্বাহী কমিটির জরুরি সভা জুলু-জিমকে বহিষ্কার, ভারপ্রাপ্ত সভাপতি স্বপন রাজশাহী প্রেসক্লাবের নির্বাহী কমিটির জরুরি সভা
ফৌজদারি মামলায় অভিযুক্ত রাজশাহী প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম জুলু ও কার্যনির্বাহী পরিষদ সদস্য নাজমুল ইসলাম জিমকে ক্লাবের সকল পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। আর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ড. সাদিকুল ইসলাম স্বপনকে রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব অর্পন করা হয়। আজ বৃহস্পতিবার (০৩ জুলাই) রাজশাহী নগরীর একটি রেঁস্তোরায় অনুষ্ঠিত রাজশাহী প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির জরুরি সভায় সর্বসম্মতভাবে এসব সিদ্ধান্ত নেয়া হয়।

রাজশাহী প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির জরুরী সভায় দৈনিক মানবকণ্ঠ পত্রিকার রাজশাহী ব্যুরোপ্রধান মো. মাহবুব হোসেন এবং এনটিভি অনলাইন প্রতিবেদক (রাজশাহী মহানগর, পবা ও গোদাগাড়ী) ও দৈনিক উত্তরা প্রতিদিনের প্রধান প্রতিবেদক আবু সাঈদ রনিকে কার্যনির্বাহী কমিটির নতুন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। সিনিয়র-সভাপতি ড. সাদিকুল ইসলাম স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির জরুরি আরও সিদ্ধান্ত গৃহীত হয় যে, ব্যক্তির দায় কখনোই রাজশাহী প্রেসক্লাব নিবে না। নজরুল ইসলাম জুল ও তার ছেলে ফৌজদারি মামলায় অভিযুক্ত হয়ে জেল-হাজতে অবস্থান করছে। এই পরিস্থিতিতে সংগঠনের গঠনতন্ত্র মোতাবেক তাদের রাজশাহী প্রেসক্লাবের সদস্য কিংবা সাংগঠনিক পদে থাকার অধিকার নেই। এজন্য কার্যনির্বাহী কমিটির সম্মিলিত সিদ্ধান্তের আলোকে তাদের উভয়কে প্রেসক্লাব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

নেতৃবৃন্দ আরোও বলেন, রাজশাহী তথা দেশের ঐতিহ্যবাহী প্রেসক্লাব হচ্ছে রাজশাহী প্রেসক্লাব। একজন ব্যক্তি তার ব্যক্তিগত কারণে দোষী সাব্যস্ত হতেই পারেন। কিন্তু এর দায়ভার সংগঠন নিতে পারে না। কিন্তু নজরুল ইসলাম জুল আটকের খবরে কিছু দুষ্কৃতিকারী ও দুর্বৃত্ত রাজশাহী প্রেসক্লাবের ভেতরে প্রবেশ করে আসবাবপত্র ভাঙচুর ও কম্পিউটারসহ মূল্যবাবন জিনিসপত্র লুট করে নিয়ে যায়। এমন নেক্কারজনক ঘটনায় রাজশাহী প্রেসক্লাবের নেতৃবৃন্দ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। পাশাপাশি প্রেসক্লাবে হামলা, ভাঙচুর ও লুটপাটের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে প্রশাসনকে অনুরোধ জানানো হয়। এছাড়া আরও সিদ্ধান্ত গৃহীত হয় যে, রাজশাহীর ঐতিহ্যবাহী প্রেসক্লাব হবে সার্বজনীন। এই প্রেসক্লাব হবে রাজশাহীর মূলধারার গণমাধ্যম কর্মীদের বুদ্ধিবৃত্তিক ও বিনোদন চর্চার একমাত্র আবাসস্থল। নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করে বলেন, রাজশাহী প্রেসক্লাব সার্বজনীন করতে খুব দ্রুতই রাজশাহী মূল ও সুস্থধারার গণমাধ্যম কর্মীদের আলোচনা ও পরামর্শে বসে একটি গ্রহণযোগ্য সমাধানের পথে এগুবে।

সংবাদবিজ্ঞপ্তিতে বলা আরো বলা হয়, নজরুল ইসলাম জুলু গ্রেপ্তারের পর ক্লাবের কার্যনির্বাহী কমিটির কয়েকজন সদস্যকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও কিছু ভুঁইফোড় অনলাইনে মিথ্যা-প্রোগান্ডা ছড়ানো হচ্ছে, যা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। আমরা সংশ্লিষ্টদের এমন বিভ্রান্তি, মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অপতথ্য ছড়ানো থেকে বিরত থাকতে আহ্বান জানাচ্ছি। অন্যথায় সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
  
সভা সঞ্চালনা করেন রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ সুফি মহিব্বুল আরেফিন। সভায় যুগ্ম সাধারণ সম্পাদক ডালিম হোসেন শান্ত, সহ-সভাপতি আবু সালেহ মোঃ ফাত্তাহ, কোধাষ্যক্ষ ওমর ফারুক, নির্বাহী সদস্য মো. জাহিদ হাসান, সোহেল মাহবুব, আমজাদ হোসেন শিমুল ও আশিকুর রহমান উপস্থিত ছিলেন।  

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আজ, ব্যালট বাক্সের নমুনা তৈরি

মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আজ, ব্যালট বাক্সের নমুনা তৈরি