রাজশাহী মহানগরীতে থানা হতে লুন্ঠিত পুলিশের ব্যবহৃত ৭.৬২ মি.মি. বিদেশী পিস্তল ও গুলি উদ্ধার করেছে র্যাব|
রোববার (৬ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টায় নগরীর বোয়ালিয়া থানার টিকাপাড়া হতে ৭.৬২ মি.মি. বিদেশী পিস্তল-১টি, ম্যাগজিন-১টি, গুলি-১ রাউন্ড উদ্ধার করা হয়।
সোমবার (৭ জুলাই) বিকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছে র্যাব-৫।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারা যায়, রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন টিকাপাড়া গ্রাম এলাকায় ছাত্র আন্দোলন চলাকালীন থানা হতে লুন্ঠিত অবৈধ আগ্নেয়াস্ত্র, ম্যাগাজিন ও গুলি কতিপয় দুষ্কৃতিকারী অতি গোপনীয়তার সাথে লুকিয়ে রেখেছে। এমন তথ্যের ভিত্তিতে রোববার রাত সাড়ে ১২টায় সেখানে অভিযান চালিয়ে বালুর স্তূপের ভিতরে আনুমানিক ২ ফিট গভীরে পোতানো অবস্থায় উক্ত বিদেশী পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করতে সক্ষম হয়।
র্যাব আরও জানায়, উদ্ধারকৃত বিদেশী পিস্তলের ব্যাপারে ভারপ্রাপ্ত কর্মকর্তা বোয়ালিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি ইহা পুলিশ কর্তৃক ব্যবহৃত আগ্নেয়াস্ত্র বলে জানান। তবে কোন থানা থেকে লুন্ঠিত তা নিশ্চিত বলা যায় নি। কেননা পিস্তলের গায়ে বাট নম্বর ঘষা মাজার চিহ্ন স্পষ্ট।
উদ্ধারকৃত বিদেশী পিস্তল, ম্যাগজিন ও গুলি রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে।
রোববার (৬ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টায় নগরীর বোয়ালিয়া থানার টিকাপাড়া হতে ৭.৬২ মি.মি. বিদেশী পিস্তল-১টি, ম্যাগজিন-১টি, গুলি-১ রাউন্ড উদ্ধার করা হয়।
সোমবার (৭ জুলাই) বিকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছে র্যাব-৫।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারা যায়, রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন টিকাপাড়া গ্রাম এলাকায় ছাত্র আন্দোলন চলাকালীন থানা হতে লুন্ঠিত অবৈধ আগ্নেয়াস্ত্র, ম্যাগাজিন ও গুলি কতিপয় দুষ্কৃতিকারী অতি গোপনীয়তার সাথে লুকিয়ে রেখেছে। এমন তথ্যের ভিত্তিতে রোববার রাত সাড়ে ১২টায় সেখানে অভিযান চালিয়ে বালুর স্তূপের ভিতরে আনুমানিক ২ ফিট গভীরে পোতানো অবস্থায় উক্ত বিদেশী পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করতে সক্ষম হয়।
র্যাব আরও জানায়, উদ্ধারকৃত বিদেশী পিস্তলের ব্যাপারে ভারপ্রাপ্ত কর্মকর্তা বোয়ালিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি ইহা পুলিশ কর্তৃক ব্যবহৃত আগ্নেয়াস্ত্র বলে জানান। তবে কোন থানা থেকে লুন্ঠিত তা নিশ্চিত বলা যায় নি। কেননা পিস্তলের গায়ে বাট নম্বর ঘষা মাজার চিহ্ন স্পষ্ট।
উদ্ধারকৃত বিদেশী পিস্তল, ম্যাগজিন ও গুলি রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে।