গণহত্যার জন্য শেখ হাসিনা এককভাবে দায়ী। তবে শুধু শেখ হাসিনা নয় গণহত্যার দায়ে আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (৯ জুলাই) সকালে রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা ডা. আবদুল কুদ্দুস ও ডা. সিরাজউদ্দিনের শারীরিক অবস্থার খোঁজ খবর নেয়ার পর সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, সংস্কার ও বিচার একসাথে চলতে বাঁধা নেই। এই দুইটি বিষয় একে অপরের সঙ্গে সাংঘর্ষিক নয়। দেশকে সঠিক পথে নেয়া সব রাজনৈতিক দলেরই দায়িত্ব। জনগণের প্রয়োজনেই নির্বাচিত সরকার দরকার।
তিনি আরও বলেন, বিএনপি গুম-খুনের সবচেয়ে বড় ভুক্তভোগী। ফ্যাসিবাদের পক্ষে যারাই কাজ করেছে, তাদেরও শাস্তি হওয়া উচিত।
এরপর মির্জা ফখরুল রাজধানীর আরেকটি হাসপাতালে চিকিৎসাধীন সঙ্গীত শিল্পী ফরিদা পারভীনের শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে যান। এ সময় দলটির পক্ষ থেকে আর্থিক সহায়তা ফরিদা পারভীনের পরিবারের কাছে পৌঁছে দেন তিনি।
নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy
গণহত্যার দায়ে শুধু শেখ হাসিনা নয়, আ. লীগেরও বিচার হওয়া উচিত: ফখরুল
- আপলোড সময় : ০৯-০৭-২০২৫ ০৩:০৫:৩২ অপরাহ্ন
- আপডেট সময় : ০৯-০৭-২০২৫ ০৩:০৫:৩২ অপরাহ্ন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ