খোলামেলা পোশাক নতুন কিছু নয় খুশি মুখার্জির কাছে। তবে এবার নেটদুনিয়ার নজর গেল অন্য জায়গায়। ভাইরাল হওয়া এক ভিডিওয় তাঁর পরনের প্যান্টে গোপনাঙ্গের কাছে ঝুলছে একটি ‘লাবুবু ডল’। আর তা ঘিরেই শুরু বিতর্ক।
সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সেই ভিডিও। সেখানে দেখা যাচ্ছে, পাপারাজ্জিদের ক্যামেরার সামনে পোজ দিচ্ছেন খুশি। পরে থাকা বিভিন্ন কাটের স্টাইলিশ প্যান্ট আর উপরে কালো টিউব টপ। টপের নীচ থেকে আংশিক দেখা যাচ্ছে বক্ষযুগল। তবে দর্শকদের নজর গিয়েছে প্যান্টে ঝুলন্ত ওই ছোট্ট পুতুলের দিকে।
ভিডিওতে দেখা যায়, প্রথমে লাবুবু পুতুলটি উল্টে গিয়েছিল। পরে সেটি নিজেই ঠিক করে নিয়ে ফের পোজ দেন অভিনেত্রী। ভিডিও ভাইরাল হতেই নেটপাড়ায় শুরু হয়ে যায় চর্চা।
কেউ কটাক্ষ করে লেখেন, “আপনি এমন জামাকাপড় পরে রাস্তায় বেরন কেন?” কেউ আবার প্রশংসা করে লেখেন, “আপনার সাহসকে স্যালুট।” আর এক জনের মন্তব্য, “লাবুবু ডলটাকে গোপনাঙ্গের কাছে ঝুলিয়ে রাখার মানে কী?” তবে এই বিষয়ে প্রতিবারের মতোই এখনও পর্যন্ত খুশির পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া মেলেনি।
সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সেই ভিডিও। সেখানে দেখা যাচ্ছে, পাপারাজ্জিদের ক্যামেরার সামনে পোজ দিচ্ছেন খুশি। পরে থাকা বিভিন্ন কাটের স্টাইলিশ প্যান্ট আর উপরে কালো টিউব টপ। টপের নীচ থেকে আংশিক দেখা যাচ্ছে বক্ষযুগল। তবে দর্শকদের নজর গিয়েছে প্যান্টে ঝুলন্ত ওই ছোট্ট পুতুলের দিকে।
ভিডিওতে দেখা যায়, প্রথমে লাবুবু পুতুলটি উল্টে গিয়েছিল। পরে সেটি নিজেই ঠিক করে নিয়ে ফের পোজ দেন অভিনেত্রী। ভিডিও ভাইরাল হতেই নেটপাড়ায় শুরু হয়ে যায় চর্চা।
কেউ কটাক্ষ করে লেখেন, “আপনি এমন জামাকাপড় পরে রাস্তায় বেরন কেন?” কেউ আবার প্রশংসা করে লেখেন, “আপনার সাহসকে স্যালুট।” আর এক জনের মন্তব্য, “লাবুবু ডলটাকে গোপনাঙ্গের কাছে ঝুলিয়ে রাখার মানে কী?” তবে এই বিষয়ে প্রতিবারের মতোই এখনও পর্যন্ত খুশির পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া মেলেনি।