বগুড়া শহরের শীর্ষ সন্ত্রাসী কারাবন্দি তুফান সরকারের স্ত্রী সোনালী সরকার, শ্বশুর আলোচিত ফেনসিডিল কারবারি আলম ও তার শাশুড়ি তাসলিমা আক্তার তাসলি কে গ্রেফতার করেছে সেনাবাহিনী।
বুধবার (৯ জুলাই) ভোরে শহরের নিজ বাড়িতে সেউজগাড়ি পালপাড়ায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
অভিযানকালে তাদের বাড়ি থেকে বেশকিছু ফেনসিডিল ও ধারালো অস্ত্র পাওয়া যায়।
সূত্র জানায়, গোপন সংবাদেরভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। গভীর রাত থেকে ভোর পর্যন্ত এই অভিযান চলে। এসময় আলমের চারতলা বাড়িসহ তার দুটি বাড়িতে অভিযান চলে। অভিযানকালে মাদক কারবারি ওই তিনজনকে গ্রেফতার, ফেনসিডিল এবং ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy
বগুড়ার শীর্ষ সন্ত্রাসী তুফানের স্ত্রী ও শ্বশুর-শাশুড়ি গ্রেফতার
- আপলোড সময় : ০৯-০৭-২০২৫ ০৫:২৬:৫৭ অপরাহ্ন
- আপডেট সময় : ০৯-০৭-২০২৫ ০৫:২৬:৫৭ অপরাহ্ন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ