ঢাকা , রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫ , ৩০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমি নাকি বিয়ে নিয়ে খুব প্রেশার দিই ওকে নেপালের অন্তর্বর্তী সরকারপ্রধানকে প্রধান উপদেষ্টার অভিনন্দন খুলনায় ডেঙ্গু প্রতিরোধে টিডিপির প্রশংসনীয় উদ্যোগ: স্বেচ্ছাশ্রমে সুইজগেট খাল পরিষ্কার আনসার ভিডিপি'র মহাপরিচালকের শফিপুর আনসার ভিডিপি একাডেমি পরিদর্শনে রাজশাহীতে ঋণের দায়ে ও খাওয়ার অভাবে চার মৃত্যু, ধার করে চল্লিশা ক্যাটরিনাকে বিয়ের আগে রাধিকার সঙ্গে সম্পর্ক? অভিনেত্রীর বা়ড়ি থেকে পাওয়া গেল ভিকির বিশেষ জিনিস রাশিয়া থেকে তেল কিনে যাচ্ছে আমেরিকার নেতৃত্বাধীন সামরিক জোটের সদস্যেরাও! পাকিস্তান, চিনের আকাশ হামলা ঠেকাতে থ্রিডি রেডার পেল নৌসেনা, স্পেনের সহযোগিতায় বানাল টাটা শতায়ুর সংখ্যায় লাখ ছুঁইছুঁই জাপানে, নতুন তথ্য প্রকাশ করল সরকার! বেশি দিন বাঁচার রহস্য কী? শাহরুখ কন্যা সুহানার ২ মিনিট ৩১ সেকেন্ডের ভিডিও, রইল নায়িকা রাধিকার পর্ন ভিডিও এখন বাজারে নোয়াখালীতে ৪২৫ কচ্ছপ উদ্ধার মহানগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১০ শাহজাদপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি সেলিম রেজা গ্রেফতার ফেনীতে দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেপ্তার, ৪টি চোরাই গরু উদ্ধার গাছ প্রিয় রাণীশংকৈলের করিমুল রাজশাহীতে প্রাথমিক শিক্ষায় অচলাবস্থা: এক-তৃতীয়াংশ বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আজ, ব্যালট বাক্সের নমুনা তৈরি রাজশাহীতে ২৪ লাখ টাকার স্বর্ণলংকার উদ্ধার; নারী-সহ দুই চোর গ্রেফতার গোদাগাড়ী খাদ্য গুদামে নিম্নমানের চাল মজুদের অভিযোগ

পাবনায় বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, আহত ১৫

  • আপলোড সময় : ০৯-০৭-২০২৫ ০৯:৩১:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৭-২০২৫ ০৯:৩১:৩১ অপরাহ্ন
পাবনায় বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, আহত ১৫ ছবি: সংগৃহীত
পাবনার সুজানগর উপজেলায় আধিপত্য বিস্তার ও মোবাইল ফোনে কথা বলা নিয়ে বিএনপির দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় উপজেলা বিএনপির সদস্যসচিব আব্দুর রউফ রউফ শেখসহ (৪৫) সাতজন গুলিবিদ্ধ হয়েছেন। এছাড়াও এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। বুধবার (৯ জুলাই) বিকেলে সুজানগর পৌর সিনেমা হলের সামনে এই ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সুজানগর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মজিবর খাঁর অনুসারী আশিক মোবাইল ফোনে কথা বলছিলেন। তখন উপজেলা বিএনপির সদস্যসচিব শেখ আব্দুর রউফের ভাতিজা ও তার অনুসারীরা আশিকের ফোন কেড়ে নিয়ে ভেঙে ফেলেন। ওই দিনই উভয়পক্ষের মধ্যে বিষয়টি মীমাংসা হয়ে যায়। পরে দুপুরে কাউসার নামে এক বিএনপি নেতা আশিককে আবার ডেকে পাঠান। তখন আশিক তার চাচাতো ভাই ছাত্রদল নেতা সবুজকে ডেকে নিয়ে কাউসারের কাছে যান। এ সময় সুজানগর পৌর সিনেমা হলের সামনে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সবুজকে ছুরিকাঘাত করা হয়। পরে খবর পেয়ে মজিবর খাঁ গ্রুপের নেতারা এসে কাউসারদের ওপরে হামলা চালান। তখন উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

পুলিশ জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সুজানগর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মজিবর খাঁ ও উপজেলা বিএনপির সদস্যসচিব আব্দুর রউফ গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। সম্প্রতি শেখ রউফ গ্রুপের প্রধান কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিনকে পাবনা-২ (সুজানগর) এর পরিবর্তে পাবনা-৩ (চাটমোহর) আসনে নির্বাচন করার নির্দেশ দেয় বিএনপির হাইকমান্ড। এরপর থেকে তুহিন গ্রুপ ওই এলাকায় কোণঠাসা হয়ে পড়ে। এ সব নিয়ে মজিবর খাঁর লোকজন তুহিন গ্রুপের লোকজনকে তুচ্ছ-তাচ্ছিল্য করছিল বলে অভিযোগ করা হয়। এরই জেরে আজ বুধবার দুপুরে সুজানগর পৌর বাজার এলাকায় দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উপজেলা বিএনপির সদস্যসচিব আব্দুর রউফ রউফ শেখসহ সাত জন গুলিবিদ্ধ হন। এছাড়া সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হন। আহতদের মধ্যে তাতীবন্দ গ্রামের শেখ আব্দুর রউফ (৪৫), ইয়াকুব (৩৩), তুষার (৪০), সুজন (৪৫) আসলাম (৩৬), মনজেলকে (৪৫) গুলিবিদ্ধ অবস্থায় সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পাবনা জেনারেল হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে সুজানগর উপজেলার বিএনপির আহ্বায়ক তৌফিক হাসান আলহাজ্ব বলেন, সংঘর্ষের ঘটনাটি দলীয় কোনো বিষয় নয়। আঞ্চলিক বা ব্যক্তিগত বিষয়।

পাবনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুর মোহাম্মাদ মাসুম বগা বলেন, এটি বিচ্ছিন্ন ঘটনা। যার এমন কাজে লিপ্ত হবে তাদের বিরুদ্ধে দল কঠোর সিদ্ধান্ত নেবে।  

সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান বলেন, আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় বিএনপি’র দু’গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ চলে আসছিল। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উভয় গ্রুপের কয়েকজন আহত হয়েছেন। 

তিনি আরও বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন আছে। এ ঘটনায় এখনও কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আজ, ব্যালট বাক্সের নমুনা তৈরি

মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আজ, ব্যালট বাক্সের নমুনা তৈরি