ঢাকা , রবিবার, ০২ নভেম্বর ২০২৫ , ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে কোচিং বাণিজ্যের প্রতিবাদে মানববন্ধন পুণ্ড্র ইউনিভার্সিটিতে ফ্রি মেডিক্যাল ক্যাম্প নিরপেক্ষ থেকে আইন রক্ষায় পুলিশকে কাজ করতে হবে: আইজিপি নগরীর কাটাখালি সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ফেনসিডিল, মদ ও ট্যাপেন্টাডল জব্দ ​নিয়ামতপুরে মাছ ধরতে গিয়ে প্রাণ গেল কৃষকের রাণীশংকৈলে জাকের পার্টি ছাত্রফ্রন্টের উদ্যোগে সাংগঠনিক মতবিনিময় সভা পত্নীতলায় সন্ত্রাসী হামলার বিচারের দাবিতে বিএনপি’র মানববন্ধন রেলসেতুর নিচ থেকে নারীর লাশ উদ্ধার নিয়ামতপৃরে বৃষ্টিতে আমন ধানের ক্ষতি, শঙ্কায় কৃষক মান্দায় হঠাৎ বৃষ্টিতে আমনসহ সবজির ব্যপক ক্ষতি শুধু নিপীড়িত মানুষের জন্য নয়, সমবায় সবার জন্য, বিভাগীয় কমিশনার সড়ক দুর্ঘটনা প্রতিরোধে মাদ্রাসা শিক্ষার্থীদের সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত রাণীশংকৈলে জাতীয় সমবায় দিবস পালিত শেষ হলো আন্তর্জাতিক পর্যটন মেলা তানোরে প্রতিপক্ষকে ফাঁসিয়ে বসে আনতে পুকুরে মাছ চুরির নাটক তানোরে কার্তিকের কান্নায় কৃষকের স্বপ্ন ভঙ্গ নরসিংদীর রায়পুরায় জমি নিয়ে বিরোধ, চাচার হাতে দুই ভাই খুন গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিক সুরক্ষায় কার্যকর ব্যবস্হা নেওয়ার দাবি আরইউজের প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে মারধরের শিকার কিশোরের মৃত্যু রেললাইনে হাঁটু পানি, ২ ঘণ্টা বিলম্বে ছেড়েছে বনলতা এক্সপ্রেস

গুনাহের কারণে যে ১০ ক্ষতি হয়

  • আপলোড সময় : ১১-০৭-২০২৫ ০২:২৮:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৭-২০২৫ ০২:২৮:৫২ অপরাহ্ন
গুনাহের কারণে যে ১০ ক্ষতি হয় ফাইল ফটো
জান্নাতের পথ প্রশস্ত করতে এবং জাহান্নামের আগুন থেকে আত্মরক্ষা পেতে চাইলে আমাদের একটি পথই অবলম্বন করতে হবে আর তাহলো গুনাহ থেকে বেঁচে থাকা। গুনাহ ত্যাগ বা মাফ না করিয়ে জান্নাতে যাওয়া যাবে না। 

তাই নিজেকে গুনাহ থেকে রক্ষা করার সর্বোচ্চ চেষ্টা করতে হবে। এরপরও যদি কোনো গুনাহ হয়ে যায়, সঙ্গে তওবা করা জরুরি।

পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা বলেছেন, তোমরা প্রকাশ্য ও গোপন সকল গুনাহ ছেড়ে দাও। যারা গুনাহ করে, শিগগিরই তাদেরকে তাদের কৃত গুনাহের কারণে শাস্তি দেওয়া হবে। (সূরা আনআম, আয়াত : ১২০)

মহানবী (সা.) বলেছেন, গুনাহ থেকে বেঁচে থাকো, তাহলে তুমি মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদতকারী হয়ে উঠবে। (তিরমিজি, হাদিস : ২৩০৫)

হাসান বসরী রহ. বলেন : আল্লাহর নিষিদ্ধ বিষয়গুলো থেকে বেঁচে থাকার চেয়ে উত্তম কোনো ইবাদত নেই।

গোনাহের মারাত্মক দশটি ক্ষতি তুলে ধরা হলো—

১. আল্লাহ ইবাদত থেকে বঞ্চিত: গুনাহ করলে নেক আমলের তাওফিক কেড়ে নেওয়া হয়। আজান শুনেও মসজিদে না যাওয়া, ইবাদতের আগ্রহ না থাকা—এসব গুনাহের পরিণতি।

২.ইলম (ধর্মীয় জ্ঞান) থেকে বঞ্চিত: ইলম হলো আল্লাহর নূর। গুনাহ সেই আলোকে নিভিয়ে দেয়। ইমাম শাফেয়ী রহ. বলেন, ইলম আল্লাহর নূর এবং এই নূর পাপীদের অন্তরে দেয়া হয় না।

৩. রিজিক হ্রাস: মহানবী (সা.)  বলেন, নিশ্চয়ই গুনাহের কারণে মানুষ রিজিক থেকে বঞ্চিত হয়। (ইবনু মাজাহ, হাদিস : ৯০)

৪️. বরকতের অবসান: গুনাহের কারণে বরকত নষ্ট হয়ে যায়। ছোট কাজেও বড় সমস্যা দেখা দেয়, প্রচেষ্টা সফল হয় না—এসবই গুনাহের প্রভাব।

৫. প্রিয়জনের অবহেলা: গুনাহের ফলে পরিবার-সন্তান, বন্ধু সবাই দূরে সরে যায়। ভালোবাসা কমে যায়।

৬️. মুমিনদের ঘৃণা: আল্লাহ তায়ালা গোনাহগারের প্রতি মুমিনদের অন্তরে ঘৃণা সৃষ্টি করে দেন।

৭️. চেহারা ও শরীরের পরিবর্তন: গুনাহের কারণে চেহারায় অন্ধকার, দেহে দুর্বলতা, অন্তরে অশান্তি নেমে আসে।

৮. গুনাহ ছাড়া কঠিন হয়ে পড়ে। একটি গুনাহ আরেকটি গুনাহের জন্ম দেয়। বারবার গুনাহ অন্তরকে শক্ত করে ফেলে। তখন গুনাহ ছেড়ে সুস্থ জীবনে ফেরা কঠিন হয়ে পড়ে।

৯. অন্তরের অন্ধকার: প্রতিটি গুনাহ অন্তরে একটি করে কালো দাগ সৃষ্টি করে। একপর্যায়ে পুরো অন্তরই অন্ধকার হয়ে যায়। মহানবী (সা.) বলেছেন, কোনো মানুষ যখন গুনাহ করে তখন তার অন্তরে একটা কালো দাগ পড়ে যায়। সাথে সাথে যদি তওবা করে ফেলে তাহলে সেই দাগ মিটে যায়। কিন্তু যদি তাওবা করার আগেই আরেকটি গুনাহ করে তাহলে আরও একটি দাগ পড়ে যায়। এভাবে দাগ পড়তে পড়তে অন্তরটা কালো কুচকুচে হয়ে যায়। (তিরমিজি, হাদিস : ৩৩৩৪)

১০. তওবার সুযোগ কমে যায়: অনবরত গুনাহ অন্তরকে এমনভাবে শক্ত করে তোলে যে, মৃত্যুর সময়ও তওবার সুযোগ হয় না।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
নগরীর কাটাখালি সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ফেনসিডিল, মদ ও ট্যাপেন্টাডল জব্দ

নগরীর কাটাখালি সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ফেনসিডিল, মদ ও ট্যাপেন্টাডল জব্দ