ঢাকা , শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫ , ২৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পটুয়াখালীতে সংবাদকর্মীর মোবাইল ছিনিয়ে নিলেন ইউনিয়ন ভূমি কর্মকর্তা শিক্ষক জান্নাতুলের মৃত্যুর দায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের: রিটার্নিং কর্মকর্তা সম্পূর্ণ উলঙ্গ হয়ে ঘুমনোর অভ্যেস বলিউডের ৫ তারকার চলনবিলে নৌকাবাইচ দেখতে লক্ষাধিক দর্শনার্থীর আগমন কেঁদে কেটে হাতে-পায়ে ধরি, তাও জোর করে আমাকে ঘনিষ্ঠ দৃশ্যে, বিস্ফোরক অক্ষয়ের নায়িকা! সরকারি চিকিৎসকদের জন্য ৮ দফা কঠোর নির্দেশনা খুলনায় বিদেশি অস্ত্রসহ ইউপি চেয়ারম্যান আটক নেপালে বিক্ষোভে মৃতের সংখ্যা বেড়ে ৫১, পলাতক ১২ হাজার ৫৩৩ কয়েদি হাজীগঞ্জ গায়ে হলুদে নাক-মুখ দিয়ে রক্ত বের হয়ে বরের মৃত্যু রোজ এনার্জি ড্রিঙ্ক খেলে কেবল ডায়াবিটিস নয়, সঙ্গে হৃদ্‌রোগের ঝুঁকিও বাড়ে জাকসু নির্বাচন কমিশনার মাফরুহী সাত্তারের পদত্যাগ সুশীলা কার্কিকে নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী ঘোষণা পদত্যাগ করলেন জাকসু নির্বাচন কমিশনার মাফরুহী সাত্তার রাশিয়ার অন্দরে ঢুকে আবার ড্রোন হামলা ইউক্রেনের নোয়াখালীতে চালের টিন কেটে ওষুধ দোকানে দুর্ধর্ষ চুরি তানোরের আলোচিত কথিত কবিরাজ আটক রাণীনগরে বিদ্যালয়ে ভাঙচুরের অভিযোগ নিয়ামতপুরে বিদ্যুৎস্পৃষ্টে ভ্যান চালকের মৃত্যু রাজশাহীতে বৈষম্যবিরোধী মিছিলে হামলা ও ককটেল বিস্ফোরণ মামলায় গ্রেফতার -২ প্রিয়ঙ্কা-মলাইকা-জাহ্নবীদের নির্মেদ চেহারার রহস্য ফাঁস

গুনাহের কারণে যে ১০ ক্ষতি হয়

  • আপলোড সময় : ১১-০৭-২০২৫ ০২:২৮:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৭-২০২৫ ০২:২৮:৫২ অপরাহ্ন
গুনাহের কারণে যে ১০ ক্ষতি হয় ফাইল ফটো
জান্নাতের পথ প্রশস্ত করতে এবং জাহান্নামের আগুন থেকে আত্মরক্ষা পেতে চাইলে আমাদের একটি পথই অবলম্বন করতে হবে আর তাহলো গুনাহ থেকে বেঁচে থাকা। গুনাহ ত্যাগ বা মাফ না করিয়ে জান্নাতে যাওয়া যাবে না। 

তাই নিজেকে গুনাহ থেকে রক্ষা করার সর্বোচ্চ চেষ্টা করতে হবে। এরপরও যদি কোনো গুনাহ হয়ে যায়, সঙ্গে তওবা করা জরুরি।

পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা বলেছেন, তোমরা প্রকাশ্য ও গোপন সকল গুনাহ ছেড়ে দাও। যারা গুনাহ করে, শিগগিরই তাদেরকে তাদের কৃত গুনাহের কারণে শাস্তি দেওয়া হবে। (সূরা আনআম, আয়াত : ১২০)

মহানবী (সা.) বলেছেন, গুনাহ থেকে বেঁচে থাকো, তাহলে তুমি মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদতকারী হয়ে উঠবে। (তিরমিজি, হাদিস : ২৩০৫)

হাসান বসরী রহ. বলেন : আল্লাহর নিষিদ্ধ বিষয়গুলো থেকে বেঁচে থাকার চেয়ে উত্তম কোনো ইবাদত নেই।

গোনাহের মারাত্মক দশটি ক্ষতি তুলে ধরা হলো—

১. আল্লাহ ইবাদত থেকে বঞ্চিত: গুনাহ করলে নেক আমলের তাওফিক কেড়ে নেওয়া হয়। আজান শুনেও মসজিদে না যাওয়া, ইবাদতের আগ্রহ না থাকা—এসব গুনাহের পরিণতি।

২.ইলম (ধর্মীয় জ্ঞান) থেকে বঞ্চিত: ইলম হলো আল্লাহর নূর। গুনাহ সেই আলোকে নিভিয়ে দেয়। ইমাম শাফেয়ী রহ. বলেন, ইলম আল্লাহর নূর এবং এই নূর পাপীদের অন্তরে দেয়া হয় না।

৩. রিজিক হ্রাস: মহানবী (সা.)  বলেন, নিশ্চয়ই গুনাহের কারণে মানুষ রিজিক থেকে বঞ্চিত হয়। (ইবনু মাজাহ, হাদিস : ৯০)

৪️. বরকতের অবসান: গুনাহের কারণে বরকত নষ্ট হয়ে যায়। ছোট কাজেও বড় সমস্যা দেখা দেয়, প্রচেষ্টা সফল হয় না—এসবই গুনাহের প্রভাব।

৫. প্রিয়জনের অবহেলা: গুনাহের ফলে পরিবার-সন্তান, বন্ধু সবাই দূরে সরে যায়। ভালোবাসা কমে যায়।

৬️. মুমিনদের ঘৃণা: আল্লাহ তায়ালা গোনাহগারের প্রতি মুমিনদের অন্তরে ঘৃণা সৃষ্টি করে দেন।

৭️. চেহারা ও শরীরের পরিবর্তন: গুনাহের কারণে চেহারায় অন্ধকার, দেহে দুর্বলতা, অন্তরে অশান্তি নেমে আসে।

৮. গুনাহ ছাড়া কঠিন হয়ে পড়ে। একটি গুনাহ আরেকটি গুনাহের জন্ম দেয়। বারবার গুনাহ অন্তরকে শক্ত করে ফেলে। তখন গুনাহ ছেড়ে সুস্থ জীবনে ফেরা কঠিন হয়ে পড়ে।

৯. অন্তরের অন্ধকার: প্রতিটি গুনাহ অন্তরে একটি করে কালো দাগ সৃষ্টি করে। একপর্যায়ে পুরো অন্তরই অন্ধকার হয়ে যায়। মহানবী (সা.) বলেছেন, কোনো মানুষ যখন গুনাহ করে তখন তার অন্তরে একটা কালো দাগ পড়ে যায়। সাথে সাথে যদি তওবা করে ফেলে তাহলে সেই দাগ মিটে যায়। কিন্তু যদি তাওবা করার আগেই আরেকটি গুনাহ করে তাহলে আরও একটি দাগ পড়ে যায়। এভাবে দাগ পড়তে পড়তে অন্তরটা কালো কুচকুচে হয়ে যায়। (তিরমিজি, হাদিস : ৩৩৩৪)

১০. তওবার সুযোগ কমে যায়: অনবরত গুনাহ অন্তরকে এমনভাবে শক্ত করে তোলে যে, মৃত্যুর সময়ও তওবার সুযোগ হয় না।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তানোরের আলোচিত কথিত কবিরাজ আটক

তানোরের আলোচিত কথিত কবিরাজ আটক