ঢাকা , শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫ , ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৫০ পেরোতেই মলাইকার জীবনে নতুন কেউ নিজের চেষ্টায় জায়গা করেছেন বলিউডে, অযাচিত ‘ব্যক্তিগত আক্রমণ’ কী ভাবে এড়িয়ে যান সারা? কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ বাণিজ্যের অভিযোগে মানববন্ধন ভোলায় পুকুরে গোসল করতে নেমে দুই চাচাতো বোনের মৃত্যু নভেম্বরেই গণভোট চায় জামায়াতসহ ৮ দল নিজের চেষ্টায় জায়গা করেছি বলিউডে: সারা ব্যথা-বেদনা থেকে নিস্তার পেতে বদলে ফেলুন রান্নার তেল গরুর মাংস খাওয়া প্রসঙ্গে যা বললেন রণবীর কাপুর জেলে যেভাবে কাটছে ফুটবলার রবিনহোর সময় প্রশান্ত মহাসাগরে ধ্বংস করা হল আরও এক মাদকবোঝাই নৌকা! জুমার রাতে সুরা দোখান পাঠের ফজিলত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু কৌশানির নাচের মাঝেই মঞ্চে ধরে গেল আগুন ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’ রাশমিকা মন্দানা ভালো মা হতে চান আগে রয়টার্সে শেখ হাসিনার সাক্ষাৎকার পড়ি, পরে মন্তব্য : প্রেস সচিব বলিউড অভিনেত্রীর দাউদ ইব্রাহিমকে নিয়ে বিস্ফোরক মন্তব্য রাজশাহী বিভাগীয় বইমেলায় দরিদ্র পাঠকদের জন্য থাকছে পুরাতন বই বদলের সুযোগ পাকিস্তানের আকাশে হঠাৎ অদ্ভুত মেঘ, ঘটনা কী? ভারতে বাংলাদেশের জাতীয় সংগীত গাওয়ায় দেশদ্রোহিতা মামলার নির্দেশ

তানোরে সেচ না দিয়ে বোরো খেত নষ্টের অভিযোগ

  • আপলোড সময় : ১৫-০৫-২০২৫ ০৮:৩৯:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৫-২০২৫ ০৮:৩৯:৪৯ অপরাহ্ন
তানোরে সেচ না দিয়ে বোরো খেত নষ্টের অভিযোগ তানোরে সেচ না দিয়ে বোরো খেত নষ্টের অভিযোগ
রাজশাহীর তানোরে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) গভীর নলকূপ অপারেটরের বিরুদ্ধে পুর্ববিরোধের জের ধরে বোরো খেতে  সেচ (পানি) না দিয়ে ধান গাছ নস্টের  অভিযোগ পাওয়া গেছে। উপজেলার কামারগাঁ ইউনিয়নের (ইউপি) আমিরপুর মৌজার আমিরপুর মাঠে এই ঘটনা ঘটেছে।স্থানীয় বিএনপির এক নেতা এই গভীর নলকুপ নিয়ন্ত্রণ করছে।

এ ঘটনায় গত ১৪মে বুধবার  ভুক্তভোগী কৃষক কামারগাঁ ইউপির আমিরপুর গ্রামের মৃত যোতিন্দ্রনাথ প্রামানিকের পুত্র খগেন প্রামানিক বাদি হয়ে অপারেটর খোকন মন্ডলের বিরুদ্ধে তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে (ইউএনও) লিখিত অভিযোগ করেছেন।

স্থানীয় সুত্রে জানা গেছে, কামারগাঁ ইউপির আমিরপুর মৌজায় গভীর নলকূপের আওতায় ভুক্তভোগী কৃষক এক বিঘা জমি বর্গা নিয়ে বোরো ধান চাষ করেছেন। এক বিঘা জমিতে সেচ দিতে তার কাছ থেকে দু'হাজার টাকা নিয়েছেন অপারেটর।এছাড়াও ড্রেন মেরামত,লাইনম্যান,ট্রান্সফরমার বিকল ইত্যাদি অজুহাতে কৃষকের কাছে থেকে জোরপুর্বক টাকা আদায় করা হচ্ছে।সেচ চার্জ বেশী নেয়ার প্রতিবাদ করায় অপারেটর ভুক্তভোগী ওই কৃষকের জমিতে গত ১৫ দিন ধরে সেচ (পানি) দিচ্ছেন না। ফলে, ফেটে গেছে জমি মরে গেছে জমির ধান। গত বুধবার সরেজমিন ওই জমিতে গিয়ে দেয়া গেছে, সেচ (পানি)  না দেয়ায় জমি ফেটে চৌচির একই সঙ্গে ধানের গাছের (গোড়া থেকে আগা) পাতা পর্যন্ত মরে পাওয়ার পাশাপাশি পাতা লাল রং ধারন করেছে। ফলে, ওই ধান গুলো আর হবে না।অথচ পার্শ্বের সব গুলো জমিতে পানি রয়েছে সেই ধান গাছ গুলোতে শীষ বের হতে শুরু করেছে। কিন্তু পানি সেচ না দেয়ায় বর্গাচাষী অসহায় কৃষক খগেনের জমির দান গুলো আর হবে না। ফলে, কৃষক খগেনের প্রায় ২৫ হাজার টাকা থেকে ৩০ হাজার টাকার ক্ষতি হয়েছে।একই মাঠে সেচ না দেয়ায় অমলের দুই বিঘা ও কৃষাণের দেড় বিঘা জমির ধানগাছ মরে গেছে। এলাকার কৃষকরা বলেন, অপারেটরের চাহিদামত টাকা দেয়ার বিষয়ে কেউ মুখ খুললেই সেচ (পানি)  না দিয়ে জমির ফসল নষ্ট করে দেন অপারেটর খোকন। অপারেটর এমন ঘটনা বেশ কয়েকজনের সঙ্গে ঘটিয়েছেন বলে জানান এলাকার কৃষকরা। অপারেটর খোকনের এক স্বজন জানান, অপারেটর নিয়োগ পেতে এক নেতাকে ৩ লাখ টাকা দিতে হয়েছে।

এবিষয়ে যোগাযোগ করা হলে অপারেটর খগেন মন্ডল বলেন, খোকনের কাছে আলু চাষের সময়ের টাকা পাওয়া যাবে, সেই টাকা না দেয়ায় তার জমিতে (পানি)  সেচ দেয়া বন্ধ করা হয়েছে বলে জানান তিনি। খগেন বলেন, আমার কাছে কোন টাকা পাবে না, আমি বোরো চাষের সেচ চার্জ বেশী হচ্ছে শুধু মাত্র এমন কথা বলার কারনে হঠাৎ করে আমার জমিতে সেচ পানি দেয়া বন্ধ করা হয়েছে। তিনি বলেন, আমার জমিতে সেচ পানি না দেয়ায় জমি ফেটে চৌচির হয়ে গেছে, মরে গেছে জমির ধান। ফলে,  তার প্রায় ২৫ হাজার টাকা থেকে ৩০ হাজার টাকা ক্ষতি হয়েছে। এবিষয়ে তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত সালমান বলেন, এবিষয়ে জরুরী ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।#

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
রাজশাহী বিভাগীয় বইমেলায় দরিদ্র পাঠকদের জন্য থাকছে পুরাতন বই বদলের সুযোগ

রাজশাহী বিভাগীয় বইমেলায় দরিদ্র পাঠকদের জন্য থাকছে পুরাতন বই বদলের সুযোগ