ঢাকা , রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫ , ৩০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমি নাকি বিয়ে নিয়ে খুব প্রেশার দিই ওকে নেপালের অন্তর্বর্তী সরকারপ্রধানকে প্রধান উপদেষ্টার অভিনন্দন খুলনায় ডেঙ্গু প্রতিরোধে টিডিপির প্রশংসনীয় উদ্যোগ: স্বেচ্ছাশ্রমে সুইজগেট খাল পরিষ্কার আনসার ভিডিপি'র মহাপরিচালকের শফিপুর আনসার ভিডিপি একাডেমি পরিদর্শনে রাজশাহীতে ঋণের দায়ে ও খাওয়ার অভাবে চার মৃত্যু, ধার করে চল্লিশা ক্যাটরিনাকে বিয়ের আগে রাধিকার সঙ্গে সম্পর্ক? অভিনেত্রীর বা়ড়ি থেকে পাওয়া গেল ভিকির বিশেষ জিনিস রাশিয়া থেকে তেল কিনে যাচ্ছে আমেরিকার নেতৃত্বাধীন সামরিক জোটের সদস্যেরাও! পাকিস্তান, চিনের আকাশ হামলা ঠেকাতে থ্রিডি রেডার পেল নৌসেনা, স্পেনের সহযোগিতায় বানাল টাটা শতায়ুর সংখ্যায় লাখ ছুঁইছুঁই জাপানে, নতুন তথ্য প্রকাশ করল সরকার! বেশি দিন বাঁচার রহস্য কী? শাহরুখ কন্যা সুহানার ২ মিনিট ৩১ সেকেন্ডের ভিডিও, রইল নায়িকা রাধিকার পর্ন ভিডিও এখন বাজারে নোয়াখালীতে ৪২৫ কচ্ছপ উদ্ধার মহানগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১০ শাহজাদপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি সেলিম রেজা গ্রেফতার ফেনীতে দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেপ্তার, ৪টি চোরাই গরু উদ্ধার গাছ প্রিয় রাণীশংকৈলের করিমুল রাজশাহীতে প্রাথমিক শিক্ষায় অচলাবস্থা: এক-তৃতীয়াংশ বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আজ, ব্যালট বাক্সের নমুনা তৈরি রাজশাহীতে ২৪ লাখ টাকার স্বর্ণলংকার উদ্ধার; নারী-সহ দুই চোর গ্রেফতার গোদাগাড়ী খাদ্য গুদামে নিম্নমানের চাল মজুদের অভিযোগ

রাজশাহীতে কারারক্ষী পদে কাম্য উচ্চতা থাকলেও বাদ দেওয়ায় চাকরিপ্রার্থীদের বিক্ষোভ

  • আপলোড সময় : ১৫-০৫-২০২৫ ০৯:০৬:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৫-২০২৫ ০৯:০৬:২৯ অপরাহ্ন
রাজশাহীতে কারারক্ষী পদে কাম্য উচ্চতা থাকলেও বাদ দেওয়ায় চাকরিপ্রার্থীদের বিক্ষোভ
 

কারারক্ষী পদে কাম্য শারীরিক উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি। এই উচ্চতা থাকলেও রাজশাহীতে অনেককেই শারীরিক পরীক্ষার মাঠ থেকে বের করে দেওয়া হয়েছে। এর প্রতিবাদে বৃহস্পতিবার বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সামনে বিক্ষোভ করেছেন।

এ দিন সকাল ৯টা থেকে রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্রের মাঠে চাকরিপ্রার্থীদের শারীরিক যোগ্যতা যাচাই করা হচ্ছিল। এতে পাঁচ শতাধিক চাকরিপ্রার্থী অংশ নেন। এদের মধ্যে শারীরিক উচ্চতা মেপেই প্রায় ২০০ জনকে বের করে দেওয়া হয়। তবে তারা চলে না গিয়ে সড়কের পাশে বসে থাকেন।

বেলা ১১টা থেকে পরে তারা কারাগারের সামনে বিক্ষোভ করেন। কিছুক্ষণের জন্য তারা সড়কও অবরোধ করেন। পরে পুলিশ গিয়ে তাদের সড়ক থেকে সরিয়ে দেয়। বিকেল ৪টার দিকে তারা ফিরে যান।

এর আগে কথা হয় পাবনা থেকে আসা চাকরিপ্রার্থী বিজয় কুমারের সঙ্গে। তিনি জানান, নিয়োগ বিজ্ঞপ্তিতে শারীরিক উচ্চতা বলা হয়েছে ৫ ফুট ৬ ইঞ্চি। কিন্তু যাদের উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি থেকে ৫ ফুট ৯ ইঞ্চি পর্যন্ত, তাদের শুরুতেই বাদ দেওয়া হয়েছে। ৫ ফুট ৯ ইঞ্চির বেশি যাদের উচ্চতা কেবল তাদেরকেই মাঠে রাখা হয়। এতে অনেকের স্বপ্ন ভেঙে গেছে।

তিনি অভিযোগ করেন, তাদের সঙ্গে বাদ পড়া দুজন বাইরেই অবস্থান করছিলেন। পরে দুজন কারারক্ষী এসে তাদের নিয়ে যান এই বলে যে তারা কর্মকর্তাদের আত্মীয়। ওই দুজনের উচ্চতা তাদের মতোই ছিল দাবি করে বিজয় বলেন, ‘এভাবে স্বজনপ্রীতি করার জন্যই আমাদের বের করে দেওয়া হয়েছে।’

কথা হয় রাজশাহীর কাটাখালি থেকে আসা চাকরিপ্রার্থী জোবায়ের হোসেনের সঙ্গে। তিনি বলেন, ‘আবেদনের যোগ্যতা ৫ ফুট ৬ ইঞ্চি। এই উচ্চতায় আমরা যারা আবেদন করেছি, তাদের আগে শারীরিক অন্য সক্ষমতা পরীক্ষা করতে হবে। তা না করে প্রথমেই বাদ দেওয়া হয়েছে। কোনো চাকরির ক্ষেত্রে এর আগে এমনটি হয়েছে বলে আমরা দেখিনি। আমাদের সাথে অন্যায় হলো।’

জানতে চাইলে রাজশাহী বিভাগের কারা উপমহাপরিদর্শক (ডিআইজি) কামাল হোসেন বলেন, ‘৫ ফুট ৬ ইঞ্চি হলো মিনিমাম যোগ্যতা। এর বেশি উচ্চতার যদি চাকরিপ্রার্থী থাকে, তাহলে তাকে নেবে না কেন? বেশি উচ্চতার প্রার্থীই তো অগ্রাধিকার পাবেন। এটা এভাবেই হয়।’

বাইরে বের করে দেওয়ার পরও কর্মকর্তাদের আত্মীয় পরিচয়ে কম শারীরিক উচ্চতার দুই চাকরিপ্রার্থীকে ভেতরে নেওয়ার অভিযোগের বিষয়ে তিনি বলেন, ‘এ রকম কোনো সুযোগই নেই। অত্যন্ত স্বচ্ছভাবে সবকিছু হচ্ছে। এখানে কেউ স্বজনপ্রীতি করবে এমন সুযোগ নেই।’


নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আজ, ব্যালট বাক্সের নমুনা তৈরি

মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আজ, ব্যালট বাক্সের নমুনা তৈরি