নওগাঁর বদলগাছীতে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আমবাহী একটি ট্রাক খাদে পড়ে যায়। এ সময় ট্রাক চালকের সহযোগী কাউছারসহ চারজন আহত হয়েছে।
সোমবার (১৪ জুলাই) সকাল ৬টার দিকে উপজেলার বিষ্ণুপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ ভোরে সাপাহার থেকে ছেড়ে আসা একটি আমবাহী ট্রাক বিষ্ণুপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আমবাহী ট্রাকটি রাস্তার পাশে খাদে পড়ে যায় এবং অপর ট্রাকটি একটি বাড়ির প্রাচীরে ধাক্কা খেয়ে দেওয়াল ভেঙে ফেলে। সংঘর্ষের ফলে পেছন থেকে আসা আরো একটি ট্রাক দুর্ঘটনার শিকার ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। এ ঘটনায় তিনটি ট্রাক ঘটনাস্থলে আটকা পড়ে এবং রাস্তার পাশের একটি অটো চার্জারও ক্ষতিগ্রস্ত হয়।
ব্যবসায়ী মাহবুব ও পলাশ জানান, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ট্রাকে ১৫ জন আম ব্যবসায়ীর মোট ৫৫০ ক্যারেট আম ছিল। দিনব্যাপী ট্রাকটি পানিতে ডুবে থাকায় আম নষ্ট হয়ে গেছে বলে দাবি করেন তারা। এতে প্রায় ১৮ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ব্যবসায়ীরা।
বদলগাছী থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
তবে এ বিষয়ে এখনো থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি।’
সোমবার (১৪ জুলাই) সকাল ৬টার দিকে উপজেলার বিষ্ণুপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ ভোরে সাপাহার থেকে ছেড়ে আসা একটি আমবাহী ট্রাক বিষ্ণুপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আমবাহী ট্রাকটি রাস্তার পাশে খাদে পড়ে যায় এবং অপর ট্রাকটি একটি বাড়ির প্রাচীরে ধাক্কা খেয়ে দেওয়াল ভেঙে ফেলে। সংঘর্ষের ফলে পেছন থেকে আসা আরো একটি ট্রাক দুর্ঘটনার শিকার ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। এ ঘটনায় তিনটি ট্রাক ঘটনাস্থলে আটকা পড়ে এবং রাস্তার পাশের একটি অটো চার্জারও ক্ষতিগ্রস্ত হয়।
ব্যবসায়ী মাহবুব ও পলাশ জানান, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ট্রাকে ১৫ জন আম ব্যবসায়ীর মোট ৫৫০ ক্যারেট আম ছিল। দিনব্যাপী ট্রাকটি পানিতে ডুবে থাকায় আম নষ্ট হয়ে গেছে বলে দাবি করেন তারা। এতে প্রায় ১৮ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ব্যবসায়ীরা।
বদলগাছী থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
তবে এ বিষয়ে এখনো থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি।’