বর্ষার মরসুমে ত্বকের সমস্যা নিয়ে নাজেহাল হতে হয় অনেককেই। ত্বকের উপরিভাগে বেশ কিছু ছোট ছোট ছিদ্র থাকে। এই ছিদ্রগুলি ত্বককে শ্বাসপ্রশ্বাস নিতে সাহায্য করে। আর্দ্রতা ধরে রাখে। ত্বককে ঠান্ডা রাখে। এগুলি এতই ছোট ছোট যে, খালি চোখে দেখতে পাওয়ার কথা নয়। কিন্তু অনেক সময়েই কপাল, নাক ও গালের রোমকূপ বড় হয়ে গর্তের মতো দেখতে লাগে। ত্বক শিথিল ও বয়স্ক দেখায়। ত্বকের ছিদ্র বড় হলে তাতে ধুলোময়লা জমে। হরমোনের সমস্যা থাকলে, অতিরিক্ত ধূমপান করলে বা বংশগত কারণেও রোমকূপ বড় হয়। ত্বক অপরিচ্ছন্ন রাখলেও এই সমস্যা দেখা যায়। এর ফলে ত্বক সারা ক্ষণ তৈলাক্ত থাকে। তখন ব্রণ, র্যাশের সমস্যাও বাড়ে।
ওপেন পোর্সের সমস্যা বাড়লে অনেক সময়ে মেকআপ করেও ঢাকা যায় না। এই সমস্যা থাকলে মেকআপ ত্বকের সঙ্গে ভাল ভাবে মিশতেও চায় না। যাঁদের সত্যিই এই সমস্যা আছে, তাঁরা কী ভাবে মেকআপ করলে ত্বক মসৃণ ও জেল্লাদার দেখাবে?
১) সাধারণ প্রাইমার নয়, ওপেন পোর্সের সমস্যা থাকলে জেল প্রাইমার ব্যবহার করতে হবে। এই প্রাইমার ব্যবহার করলে ত্বক মসৃণ দেখায়।
২) এ ক্ষেত্রে ম্যাট ফাউন্ডেশন ব্যবহার করতে হবে। খুব বেশি পরিমাণে ফাউন্ডেশন নয়, খুব সামান্য মাত্রায় ব্যবহার করতে হবে। অতিরিক্ত ব্যবহার করলে মেকআপ কখনওই মসৃণ হবে না।
৩) সারা মুখে কনসিলার নয়। কেবল মাত্র চোখের তলায়, ঠোঁটের চারপাশে কিংবা কালচে দাগ আছে, এমন জায়গাতেই কনসিলার ব্যবহার করুন।
৪) সেটিং পাউডার দিয়ে মেকআপ সেট করতে হবে। কিন্তু খুব সামান্য মাত্রায় পাউডার ব্যবহার করুন।
৫) ওপেন পোর্স আছে, এমন জায়গাগুলিতে ভুলেও হাইলাইটার ব্যবহার করবেন না।
                           ওপেন পোর্সের সমস্যা বাড়লে অনেক সময়ে মেকআপ করেও ঢাকা যায় না। এই সমস্যা থাকলে মেকআপ ত্বকের সঙ্গে ভাল ভাবে মিশতেও চায় না। যাঁদের সত্যিই এই সমস্যা আছে, তাঁরা কী ভাবে মেকআপ করলে ত্বক মসৃণ ও জেল্লাদার দেখাবে?
১) সাধারণ প্রাইমার নয়, ওপেন পোর্সের সমস্যা থাকলে জেল প্রাইমার ব্যবহার করতে হবে। এই প্রাইমার ব্যবহার করলে ত্বক মসৃণ দেখায়।
২) এ ক্ষেত্রে ম্যাট ফাউন্ডেশন ব্যবহার করতে হবে। খুব বেশি পরিমাণে ফাউন্ডেশন নয়, খুব সামান্য মাত্রায় ব্যবহার করতে হবে। অতিরিক্ত ব্যবহার করলে মেকআপ কখনওই মসৃণ হবে না।
৩) সারা মুখে কনসিলার নয়। কেবল মাত্র চোখের তলায়, ঠোঁটের চারপাশে কিংবা কালচে দাগ আছে, এমন জায়গাতেই কনসিলার ব্যবহার করুন।
৪) সেটিং পাউডার দিয়ে মেকআপ সেট করতে হবে। কিন্তু খুব সামান্য মাত্রায় পাউডার ব্যবহার করুন।
৫) ওপেন পোর্স আছে, এমন জায়গাগুলিতে ভুলেও হাইলাইটার ব্যবহার করবেন না।
 
  ফারহানা জেরিন
 ফারহানা জেরিন  
                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                     
                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                