ঢাকা , রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫ , ৩০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমি নাকি বিয়ে নিয়ে খুব প্রেশার দিই ওকে নেপালের অন্তর্বর্তী সরকারপ্রধানকে প্রধান উপদেষ্টার অভিনন্দন খুলনায় ডেঙ্গু প্রতিরোধে টিডিপির প্রশংসনীয় উদ্যোগ: স্বেচ্ছাশ্রমে সুইজগেট খাল পরিষ্কার আনসার ভিডিপি'র মহাপরিচালকের শফিপুর আনসার ভিডিপি একাডেমি পরিদর্শনে রাজশাহীতে ঋণের দায়ে ও খাওয়ার অভাবে চার মৃত্যু, ধার করে চল্লিশা ক্যাটরিনাকে বিয়ের আগে রাধিকার সঙ্গে সম্পর্ক? অভিনেত্রীর বা়ড়ি থেকে পাওয়া গেল ভিকির বিশেষ জিনিস রাশিয়া থেকে তেল কিনে যাচ্ছে আমেরিকার নেতৃত্বাধীন সামরিক জোটের সদস্যেরাও! পাকিস্তান, চিনের আকাশ হামলা ঠেকাতে থ্রিডি রেডার পেল নৌসেনা, স্পেনের সহযোগিতায় বানাল টাটা শতায়ুর সংখ্যায় লাখ ছুঁইছুঁই জাপানে, নতুন তথ্য প্রকাশ করল সরকার! বেশি দিন বাঁচার রহস্য কী? শাহরুখ কন্যা সুহানার ২ মিনিট ৩১ সেকেন্ডের ভিডিও, রইল নায়িকা রাধিকার পর্ন ভিডিও এখন বাজারে নোয়াখালীতে ৪২৫ কচ্ছপ উদ্ধার মহানগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১০ শাহজাদপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি সেলিম রেজা গ্রেফতার ফেনীতে দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেপ্তার, ৪টি চোরাই গরু উদ্ধার গাছ প্রিয় রাণীশংকৈলের করিমুল রাজশাহীতে প্রাথমিক শিক্ষায় অচলাবস্থা: এক-তৃতীয়াংশ বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আজ, ব্যালট বাক্সের নমুনা তৈরি রাজশাহীতে ২৪ লাখ টাকার স্বর্ণলংকার উদ্ধার; নারী-সহ দুই চোর গ্রেফতার গোদাগাড়ী খাদ্য গুদামে নিম্নমানের চাল মজুদের অভিযোগ

শান্তির হ্যাটট্রিকে ভুটানকে উড়িয়ে বাংলাদেশের তিনে তিন

  • আপলোড সময় : ১৫-০৭-২০২৫ ০৮:৫৯:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৭-২০২৫ ০৮:৫৯:২৮ অপরাহ্ন
শান্তির হ্যাটট্রিকে ভুটানকে উড়িয়ে বাংলাদেশের তিনে তিন ছবি: সংগৃহীত
বৃষ্টিবিঘ্নিত দিনে ঘটনাবহুল এক ম্যাচ, একই ম্যাচ হলো দুটি মাঠে। বৃষ্টির মধ্যেই মঙ্গলবার (১৫ জুলাই) সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ ও ভুটান। প্রথমার্ধের খেলা হয় বসুন্ধরা কিংস অ্যারেনার মূল মাঠে। তবে বৈরী আবহাওয়ার কারণে সে মাঠে আর খেলা সম্ভব হয়নি, যে কারণে তিন ঘণ্টা খেলা বন্ধ থাকার পর কিংস অ্যারেনার প্র্যাক্টিস গ্রাউন্ডে দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয় সন্ধ্যা পৌনে ৭টায়। শেষ পর্যন্ত শান্তির হ্যাটট্রিকে ভুটানকে ৪-১ গোলে হারিয়ে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে বাংলাদেশ।

অদ্ভূত এক ঘটনার সাক্ষী হলো সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ। বাংলাদেশ-ভুটান ম্যাচের ভেন্যু বদলে গেল খেলার মাঝপথে। ম্যাচটা শুরু হয়েছিল বসুন্ধরা কিংস অ্যারেনার মূল মাঠে, আর শেষ হলো কিংস অ্যারেনার প্র্যাক্টিস গ্রাউন্ডে।
 
সকাল থেকেই ঢাকায় শুরু হয় দফায় দফায় বৃষ্টি, আর এ বৃষ্টির মধ্যেই মঙ্গলবার সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে নিজেদের তৃতীয় ম্যাচে ভুটানের বিপক্ষে খেলতে নামে বাংলাদেশ। বসুন্ধরা কিংস অ্যারেনার কর্দমাক্ত মাঠে কোনোমতে প্রথমার্ধ শেষ করে দুই দল। তবে দ্বিতীয়ার্ধের খেলা আর শুরু করা গেলো না এই মাঠে। এ মাঠ খেলার অনুপযোগী হওয়ায় প্রায় তিন ঘণ্টা পর দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয় কিংস অ্যারেনার প্র্যাক্টিস গ্রাউন্ডে।
 
বৃষ্টিতে মাঠ খেলার অনুপযোগী  হয়ে পড়ায় নির্দিষ্ট সময়ে শুরু করা যায়নি বাংলাদেশ–ভুটান সাফ অনূর্ধ্ব–২০ নারী চ্যাম্পিয়নশিপের দ্বিতীয়ার্ধের খেলা। ১৫ মিনিটের বিরতির পর ৩০ মিনিট পরপর দুই দফায় মাঠ পর্যবেক্ষণ করেন ম্যাচ কমিশনার আনসার আসিফ। এই সময়ে মাঠ খেলার উপযোগী করার চেষ্টা চালান গ্রাউন্ডসম্যানরা। শেষ পর্যন্ত বিকেল সাড়ে পাঁচটায় সিদ্ধান্ত হয় কিংস অ্যারেনায় নয়, ম্যাচের বাকি অংশ হবে কিংস অ্যারেনার প্র্যাকটিস গ্রাউন্ডে।
 
সম্ভবত পৃথীবির ইতিহাসে প্রথমবার একটি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে দুটি মাঠে। এর আগে এমন ঘটনা হয়তো ফুটবল বিশ্ব দেখেনি। নানা ঘটনা থাকলেও এমন ঘটনা খুব সম্ভবত এবারই প্রথম।  
 
বৃষ্টির কারণে কিংস অ্যারেনার মাঠে লড়াই করাটা রীতিমতো কঠিন ছিলো দুই দলের জন্যই। তবুও ম্যাচের ষষ্ঠ মিনিটে দারুণ একটা সুযোগ কাজে লাগায় বাংলাদেশ। শান্তি মার্ডির গোলে লিড নিয়ে প্রথমার্ধের বিরতিতে যায় বাংলাদেশ। তবে বৈরী আবহাওয়ার কারণে দ্বিতীয়ার্ধের খেলা বন্ধ থাকে প্রায় তিন ঘণ্টা। সন্ধ্যা পৌনে ৭টায় শুরু হয় দ্বিতীয়ার্ধের খেলা। এর আগে প্রথমার্ধের খেলা হয়েছে ৩ টা ৪৭ মিনিট পর্যন্ত।  
 
ভেজা মাঠে খেলোয়াড়দের শরীরের ভারসাম্য ধরে রাখাটা কঠিন। কখনো বলে শট নেওয়ার আগেই মাটিতে লুটিয়ে পড়ছেন ফুটবলাররা, আবার কখনো শট নিলেও বল আটকে যায় পানিতে। আবার ঠিকঠাক পাসও দেওয়া যাচ্ছে না। এমন পরিস্থিতির মধ্যেই কোনোমতে প্রথমার্ধের খেলা শেষ করে দুই দল। 
 
নেপাল ম্যাচে লাল কার্ড দেখায় আজকের ম্যাচে ছিল না এখন পর্যন্ত এই টুর্নামেন্টে ৪ গোল করা মোসাম্মত সাগরিকা। নিয়মিত অধিনায়ক আফঈদা খন্দকারকেও শুরুর একাদশে রাখেননি কোচ পিটার বাটলার। তার বদলে আজ অধিনায়কত্ব করেছেন সুরমা জান্নাত। এ ছাড়া বেঞ্চের শক্তিটাও বাজিয়ে দেখার সুযোগ নেন বাংলাদেশ কোচ। আগের ম্যাচের একাদশের দুজনকে আজ ভুটান ম্যাচের প্রথম একাদশে রেখেছিলেন বাটলার। 
 
দ্বিতীয়ার্ধে অন্য জার্সি পরে মাঠে নামেন ভুটানের খেলোয়াড়েরা। প্রথমার্ধে হলুদ জার্সি পরে খেললেও দ্বিতীয়ার্ধে তারা খেলেছেন মিষ্টি কালার জার্সি পরে।  
 
ম্যাচের ৫৩তম মিনিটে বক্সের কিছুটা দূরে ফাঁকা জায়গায় বল পেয়ে যান কেলদেন। গোলকিপারকে কাটিয়ে শট নিলে সেটি প্রতিহত হয় পোস্টে লেগে। ফিরতি বল পেয়ে জালে জড়ান ওয়াংমো। আর তাতেই সমতায় ফেরে ভুটান।  
 
তার মিনিট চারেক পরই ফের লিড নেয় বাংলাদেশ। কর্নার কিক থেকে বক্সের ভেতরে বল পেয়ে দারুণ শটে জালে জড়ান শান্তি মার্ডি। দ্বিতীয়ার্ধের ১২ মিনিটের মধ্যেই দুই দল একটি করে গোল করে। 
 
৭৬তম মিনিটে ব্যবধান বাড়ান মুনকি। মাঝমাঠে বল পেয়ে এক দৌঁড়ে ভুটানের বক্সে ঢুকে পড়েন মুনকি, দারুণ ফিনিশিংয়ে ব্যবধান ৩-১ করেন তিনি। ৭৯তম মিনিটে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন শান্তি মার্ডি। উমেলার দারুণ পাস থেকে দুর্দান্ত শটে ভুটানের গোলকিপারকে পরাস্ত করেন শান্তি।   
 
‎পাঁচটি দেশ এই টুর্নামেন্টে অংশ নেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত ভারত নাম প্রত্যাহার করে নেয়। সে জন্য বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান- এই চার দেশ নিয়ে শুরু হয়েছে সাফের এ আসর। টুর্নামেন্টের ফরম্যাটেও এসেছে পরিবর্তন। 
 
এখন চার দল রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে একে অন্যের সঙ্গে দুবার করে খেলবে। একটি দল ছয়টি করে ম্যাচ পাবে। সবচেয়ে বেশি পয়েন্ট পাওয়া দল হবে চ্যাম্পিয়ন। পয়েন্ট সমান হলে প্রথমে দেখা হবে মুখোমুখি লড়াইয়ের ফল, তারপর গোল ব্যবধান।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আজ, ব্যালট বাক্সের নমুনা তৈরি

মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আজ, ব্যালট বাক্সের নমুনা তৈরি