রাজশাহীর তানোরের তালন্দ  ইউনিয়নের (ইউপি) বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত সালমান।
জানা গেছে, বৃহস্পতিবার (১৭ জুলাই) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত সালমান তালন্দ ইউপির বিভিন্ন এলাকায় উন্নয়ন পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আল-মামুন, ইউপি চেয়ারম্যান নাজিমুদ্দিন বাবু ও ইউপি সচিব রাশেলপ্রমুখ।
এদিকে পরিদর্শনকালে তিনি হেরিং বন্ড রাস্তা উন্নয়ন প্রকল্প, ড্রেন নির্মাণ কাজ এবং পুকুরের প্রটেকশন ওয়াল নির্মাণের অগ্রগতি সরেজমিনে ঘুরে দেখেন। এসব কাজের গুণগত মান ও বাস্তবায়ন প্রক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন তিনি। ইউএনও এবং পিআইও তাঁরা দু’জনেই প্রকল্প সংশ্লিষ্ট মাঠপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারদের মানসম্মতভাবে ও নির্দিষ্ট সময়সীমার মধ্যে কাজ শেষ করার নির্দেশনা দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত সালমান বলেন, “সরকারি অর্থায়নে বাস্তবায়িত প্রতিটি উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা, জবাবদিহিতা ও টেকসই নির্মাণকাজ নিশ্চিত করতে আমরা মাঠপর্যায়ে নিয়মিত মনিটরিং করছি। জনগণের স্বার্থ রক্ষাই আমাদের মূল লক্ষ্য।” তালন্দ ইউনিয়নের এসব প্রকল্প বাস্তবায়িত হলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ জনসাধারণের স্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।
                           জানা গেছে, বৃহস্পতিবার (১৭ জুলাই) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত সালমান তালন্দ ইউপির বিভিন্ন এলাকায় উন্নয়ন পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আল-মামুন, ইউপি চেয়ারম্যান নাজিমুদ্দিন বাবু ও ইউপি সচিব রাশেলপ্রমুখ।
এদিকে পরিদর্শনকালে তিনি হেরিং বন্ড রাস্তা উন্নয়ন প্রকল্প, ড্রেন নির্মাণ কাজ এবং পুকুরের প্রটেকশন ওয়াল নির্মাণের অগ্রগতি সরেজমিনে ঘুরে দেখেন। এসব কাজের গুণগত মান ও বাস্তবায়ন প্রক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন তিনি। ইউএনও এবং পিআইও তাঁরা দু’জনেই প্রকল্প সংশ্লিষ্ট মাঠপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারদের মানসম্মতভাবে ও নির্দিষ্ট সময়সীমার মধ্যে কাজ শেষ করার নির্দেশনা দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত সালমান বলেন, “সরকারি অর্থায়নে বাস্তবায়িত প্রতিটি উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা, জবাবদিহিতা ও টেকসই নির্মাণকাজ নিশ্চিত করতে আমরা মাঠপর্যায়ে নিয়মিত মনিটরিং করছি। জনগণের স্বার্থ রক্ষাই আমাদের মূল লক্ষ্য।” তালন্দ ইউনিয়নের এসব প্রকল্প বাস্তবায়িত হলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ জনসাধারণের স্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।
 
  আলিফ হোসেন
 আলিফ হোসেন  
                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                