বহুদিন আগেই বলিউডের দুনিয়া ছেড়েছেন তিনি। এখন তাঁর পরিচিতি শুধুই আন্তর্জাতিক মঞ্চে—গ্লোবাল আইকন, নিক জোনাসের স্ত্রী, হলিউডের সফল অভিনেত্রী ও প্রযোজক। তবে প্রিয়াঙ্কা চোপড়াকে কি আবারও দেখা যাবে ভারতীয় ছবির পর্দায়? বলিউডে নয়, শোনা যাচ্ছে দক্ষিণী পরিচালক এস এস রাজামৌলির নতুন প্রজেক্টেই নাকি ফিরতে পারেন প্রিয়াঙ্কা।
বলিউডে তাঁর পথচলা যে একেবারেই মসৃণ ছিল না, তা বহুবারই প্রকাশ্যে বলেছেন প্রিয়াঙ্কা। একদিকে মিস ওয়ার্ল্ড-এর মুকুট, অন্যদিকে হিন্দি ছবির পরিচালকদের কুপ্রস্তাব—সব মিলিয়ে শুরুর দিনগুলো ছিল দুঃসহ।
সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা ফিরে দেখেছেন নিজের এক তিক্ত অভিজ্ঞতা। তিনি জানান, তখন তাঁর বয়স ১৯, বলিউডে একেবারেই নতুন। এক শয্যাদৃশ্যের শুটিং চলছিল। তখন তাঁকে বলেছিলেন, 'ব্রা পরে চাদরের তলায় এসো।' তারপরেই প্রিয়াঙ্কা অন্তর্বাস পরে চাদরের তলায় ছিলেন সহ-অভিনেতার সঙ্গে। যথাসাধ্য নিজেকে আড়াল করার চেষ্টা করছিলেন তিনি। এমন সময় পরিচালক চিৎকার করে বলেন, “ক্যামেরায় তোমার অন্তর্বাস দেখাও, না হলে কেউ তোমার সিনেমা দেখতে আসবে না।”
এই ঘটনার পর মুহূর্তের মধ্যে সেই ছবির শুটিং ছেড়ে বেরিয়ে যান প্রিয়াঙ্কা। তাঁর কথায়, “ভাবতেই পারিনি কেউ এরকম বলতে পারে। এত বছর কেটে গেলেও সেই দিনটা আজও মনে পড়ে যায়।”
এর আগে জল্পনা ছিল, ফারহান আখতারের ‘জি লে জারা’ ছবির মাধ্যমেই বলিউডে ফিরবেন প্রিয়াঙ্কা চোপড়া। ক্যাটরিনা কাইফ ও আলিয়া ভাটও ছিলেন সেই প্রজেক্টে। কিন্তু আপাতত সেই ছবির কাজ বন্ধ হয়ে রয়েছে বলেই খবর।
বলিউডে তাঁর পথচলা যে একেবারেই মসৃণ ছিল না, তা বহুবারই প্রকাশ্যে বলেছেন প্রিয়াঙ্কা। একদিকে মিস ওয়ার্ল্ড-এর মুকুট, অন্যদিকে হিন্দি ছবির পরিচালকদের কুপ্রস্তাব—সব মিলিয়ে শুরুর দিনগুলো ছিল দুঃসহ।
সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা ফিরে দেখেছেন নিজের এক তিক্ত অভিজ্ঞতা। তিনি জানান, তখন তাঁর বয়স ১৯, বলিউডে একেবারেই নতুন। এক শয্যাদৃশ্যের শুটিং চলছিল। তখন তাঁকে বলেছিলেন, 'ব্রা পরে চাদরের তলায় এসো।' তারপরেই প্রিয়াঙ্কা অন্তর্বাস পরে চাদরের তলায় ছিলেন সহ-অভিনেতার সঙ্গে। যথাসাধ্য নিজেকে আড়াল করার চেষ্টা করছিলেন তিনি। এমন সময় পরিচালক চিৎকার করে বলেন, “ক্যামেরায় তোমার অন্তর্বাস দেখাও, না হলে কেউ তোমার সিনেমা দেখতে আসবে না।”
এই ঘটনার পর মুহূর্তের মধ্যে সেই ছবির শুটিং ছেড়ে বেরিয়ে যান প্রিয়াঙ্কা। তাঁর কথায়, “ভাবতেই পারিনি কেউ এরকম বলতে পারে। এত বছর কেটে গেলেও সেই দিনটা আজও মনে পড়ে যায়।”
এর আগে জল্পনা ছিল, ফারহান আখতারের ‘জি লে জারা’ ছবির মাধ্যমেই বলিউডে ফিরবেন প্রিয়াঙ্কা চোপড়া। ক্যাটরিনা কাইফ ও আলিয়া ভাটও ছিলেন সেই প্রজেক্টে। কিন্তু আপাতত সেই ছবির কাজ বন্ধ হয়ে রয়েছে বলেই খবর।