চট্টগ্রামের কোতোয়ালি এলাকায় নির্মাণাধীন ভবনের ৯ম তলা থেকে পড়ে ৩ শ্রমিক নিহত হয়েছেন।
শুক্রবার (১৮ জুলাই) বিকেলে রঙ্গম কনভেনশন হল বিল্ডিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন: নোয়াখালী চরজব্বর এলাকার চরকালাক গ্রামের ফিরোজ গোয়ালের ছেলে মো হাসান, নোয়াখালীর সুবর্নচর গ্রামের সেলিমের ছেলে ফখরুল ইসলাম ও নোয়াখালীর চরজব্বর এলাকার চর নাঙ্গলিয়া গ্রামের আবুল কালামের ছেলে রাশেদ।
পুলিশ জানায়, কোতোয়ালি থানার রঙ্গম কনভেনশন হল বিল্ডিংয়ে কাজ করার সময় ৯ম তলা থেকে পড়ে গেলে তিনজনকে চমেক হাসপাতালে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন ও একজনকে গুরুতর অবস্থায় ২৮ নম্বর ওয়ার্ডে পাঠানো হয়। তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম এসব তথ্য নিশ্চিত করেছেন।
শুক্রবার (১৮ জুলাই) বিকেলে রঙ্গম কনভেনশন হল বিল্ডিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন: নোয়াখালী চরজব্বর এলাকার চরকালাক গ্রামের ফিরোজ গোয়ালের ছেলে মো হাসান, নোয়াখালীর সুবর্নচর গ্রামের সেলিমের ছেলে ফখরুল ইসলাম ও নোয়াখালীর চরজব্বর এলাকার চর নাঙ্গলিয়া গ্রামের আবুল কালামের ছেলে রাশেদ।
পুলিশ জানায়, কোতোয়ালি থানার রঙ্গম কনভেনশন হল বিল্ডিংয়ে কাজ করার সময় ৯ম তলা থেকে পড়ে গেলে তিনজনকে চমেক হাসপাতালে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন ও একজনকে গুরুতর অবস্থায় ২৮ নম্বর ওয়ার্ডে পাঠানো হয়। তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম এসব তথ্য নিশ্চিত করেছেন।