জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, "যারা এনসিপিকে ভয় দেখাবে তাদেরকে বলবেন গত ২০২৪ সালের জুলাই মাসে দেশের সমস্ত রাষ্ট্রীয় বাহিনী উপর থেকে গুলি করছে, নিচ থেকে গুলি করছে, পাতাল থেকে গুলি করছে, ডান বাম থেকে গুলি করছে অসম্ভব ভাবে অত্যাচার করে ও তারা টিকতে পারেনি।
তিনি বলেন, পাশের রাষ্ট্র ভারত অনেক চেষ্টা করে ও টিকাতে পারে নাই। তার মানে হচ্ছে একটা দেশের মানুষ যদি কাউকে না চাই, সমস্ত শক্তি দিয়েও পাশের দেশের সমর্থন দিয়েও কিছুই কাজে আসবে না। কাজেই এনসিপিকে ভয় দেখিয়ে লাভ নেই। আপনি আপনার রাজনীতি করেন, আমরা আমাদের রাজনীতি করি। গত ১৫ বছর তো গর্তের ভিতর লুকিয়ে ছিলেন"।
শনিবার (১৯ জুলাই) বিকালে উপজেলার চর-বেলাব ব্রীজ ঘাটে বেলাব উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আয়োজনে ৩০ জুলাই জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় নেতৃবৃন্দের নরসিংদী জেলা আগমন উপলক্ষে জুলাই পদযাত্রার প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বেলাবতে আলাদা আসন হওয়া উচিত,বেলাব মনোহরদী দুটি আলাদা উপজেলা বিরাট জায়গা একটা আসন এটা হয় না। বেলাব থেকে এই দাবিটা জোরেশোরে তুলতে হবে। রায়পুরা উপজেলাকেও ভেঙে দুইটা আসন করে নরসিংদীতে সাত টি আসন করতে হবে।
এই সময় উপস্থিত ছিলেন জাতীয় যুব শক্তির সদস্য সচিব নয়ন আহমেদ, নরসিংদী জেলার প্রধান সমন্বয়কারী আওলাদ হোসেন জনি, মনোহরদী উপজেলার প্রধান সমন্বয়কারী ফজলে রাব্বি, যুগ্ম- সমন্বয়কারী মনির সরকার জীবন, মাহবুবুল আলম, বেলাব উপজেলা এনসিপি নেতা সাঈদী হাসান নওফেল, আব্দুল আল নাঈম, মো: শরিয়ত উল্লাহ, রহমতউল্লাহ রাফি'সহ প্রমুখ।
 
  অনলাইন ডেস্ক
 অনলাইন ডেস্ক  
                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                     
                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                