ঢাকা , শনিবার, ০১ নভেম্বর ২০২৫ , ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে মারধরের শিকার কিশোরের মৃত্যু রেললাইনে হাঁটু পানি, ২ ঘণ্টা বিলম্বে ছেড়েছে বনলতা এক্সপ্রেস রাজশাহী মহানগর বিএনপির আংশিক কমিটি ঘোষণা চরের ত্রাস কাকনবাহীনি’র বিচার দাবিতে বাঘায় মানববন্ধন জমির ভাগ নিতে বাংলাদেশি এনআইডি বানালেন ভারতীয় নাগরিক সাগর-রুনি হত্যার বিচার ও নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নের দাবি সলংগায় কষ্টি পাথরের শিবলিঙ্গসহ তিন পাচারকারী গ্রেফতার আরএমপিতে নির্বাচনী দায়িত্বে পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ফ্যানের সাথে ঝুলছিল গৃহবধূর মরদেহ, দরজা ভেঙে উদ্বার করলো পুলিশ আমন ক্ষেতে কারেন্ট পোকা দুশ্চিন্তায় ফুলবাড়ীর কৃষক রাজশাহীতে ইসকন নিষিদ্ধের দাবিতে আহলেহাদীছ আন্দোলনের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ তানোরে ফের নবিল গ্রুপের দুষণ সন্ত্রাস তানোরে জামায়াতের নির্বাচনী কর্মী ও সুধী সমাবেশ সারদা'র ডিআইজি এহসানউল্লাহর রহস্যজনক নিখোঁজ, তদন্ত শুরু ইতিহাসের সুবিজ্ঞ ও দূরদর্শীদের জীবনের শিক্ষা আমরা বই পড়েই জেনেছি: বিভাগীয় কমিশনার আবু ধাবি টি১০ লিগে কোয়েটা ক্যাভালরির অধিনায়ক নিযুক্ত হলেন মোহাম্মদ আমির সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়া সম্ভব: প্রধান উপদেষ্টা সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু নেত্রকোণায় অটোরিকশা-ট্রাকের সংঘর্ষে নিহত ২ পুণ্ড্র ইউনিভার্সিটিতে ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধে সচেতনতার জন্য সেমিনার অনুষ্ঠিত

কিয়ামতে জালিমদের ভয়াবহ পরিণতি

  • আপলোড সময় : ২০-০৭-২০২৫ ০৩:৪৫:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৭-২০২৫ ০৩:৪৫:৪২ অপরাহ্ন
কিয়ামতে জালিমদের ভয়াবহ পরিণতি ছবি: সংগৃহীত
কিয়ামতের দিন — সেই দিনটি এমন এক বাস্তবতা, যা সম্পর্কে প্রতিটি নবী ও গ্রন্থ মানুষকে সতর্ক করেছে। আল্লাহ তাআলা কোরআনে বারবার সেই দিনের ভয়াবহতা ও প্রস্তুতির আহ্বান জানিয়েছেন। এই দিনটি এমনই একটি দিন, যখন ন্যায় ও অন্যায়ের চূড়ান্ত বিচার হবে, এবং প্রত্যেক ব্যক্তি তার আমলের পূর্ণ ফল পাবে। আজকের আলোচ্য আয়াতটি কিয়ামতের সেই কঠিন পরিণতির একটি হৃদয়বিদারক চিত্র তুলে ধরে, বিশেষত তাদের জন্য যারা দুনিয়াতে জুলুম ও অন্যায় কাজে লিপ্ত ছিল।

وَلَوۡ اَنَّ لِلَّذِیۡنَ ظَلَمُوۡا مَا فِی الۡاَرۡضِ جَمِیۡعًا وَّمِثۡلَہٗ مَعَہٗ لَافۡتَدَوۡا بِہٖ مِنۡ سُوۡٓءِ الۡعَذَابِ یَوۡمَ الۡقِیٰمَۃِ ؕ وَبَدَا لَہُمۡ مِّنَ اللّٰہِ مَا لَمۡ یَکُوۡنُوۡا یَحۡتَسِبُوۡنَ
 
যারা জুলুমে লিপ্ত হয়েছে, যদি দুনিয়ার সমস্ত সম্পদ তাদের থাকে এবং তার সমপরিমাণ আরও, তবে কিয়ামতের দিন নিকৃষ্টতম শাস্তি হতে বাঁচার জন্য তা সবই মুক্তিপণ স্বরূপ দিয়ে দেবে। আর আল্লাহর পক্ষ হতে তাদের সামনে এমন কিছু প্রকাশ পাবে, যা তারা কল্পনাও করেনি। (সূরা আয-যুমার ৩৯:৪৭)
 
আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে, যারা দুনিয়াতে জুলুম ও অবিচার করেছে, তাদের জন্য আখিরাতে রয়েছে এক ভয়াবহ শাস্তি। এমনকি যদি তাদের কাছে পুরো পৃথিবীর ধন-সম্পদ এবং তার সমপরিমাণ আরও থাকত, তবুও তারা সেই ভয়াবহ শাস্তি থেকে বাঁচার জন্য সব কিছু আল্লাহর কাছে মুক্তিপণ দিতে চাইত। কিন্তু তখন সেই মুক্তিপণ কোনো কাজে আসবে না।
 
তারা দুনিয়াতে যেমন গাফেল ছিল, মনে করত তাদের কিছুই হবে না, তেমনি কিয়ামতের দিন তাদের সামনে এমন শাস্তি উদ্ঘাটিত হবে যা তারা কখনো কল্পনাও করেনি। এটা আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় সতর্কবার্তা।
 
জুলুম ও অন্যায়ের চরম পরিণতি
যারা নিজেদের ক্ষমতা, অবস্থান কিংবা সম্পদের দম্ভে মানুষকে কষ্ট দেয়, অধিকার হরণ করে, সমাজে অশান্তি সৃষ্টি করে, এই আয়াত তাদের জন্য এক কঠিন সতর্কতা। দুনিয়াতে হয়তো তারা অপ্রতিদ্বন্দ্বী, কিন্তু আখিরাতে তারা হবে পরাজিত ও লাঞ্ছিত।
 
পৃথিবীর সম্পদের চেয়ে দামী কিছু যদি তাদের কাছে থেকেও থাকত, তবুও তা দিয়ে তারা নিজেদের মুক্ত করতে পারত না। কারণ আল্লাহর বিচারের দিন শুধুই আমলের মূল্য রয়েছে, সম্পদের নয়।
 
আয়াতের শেষাংশে বলা হয়েছে, কিয়ামতের দিন আল্লাহর পক্ষ থেকে এমন শাস্তি দেখা দেবে, যা তাদের কল্পনারও বাইরে ছিল। দুনিয়াতে তারা যাকে কিছুই মনে করত না, আখিরাতে তাই তাদের জন্য সবচেয়ে বড় বাস্তবতা হয়ে দাঁড়াবে।
 
এই আয়াত আমাদের জন্য এক কঠিন বাস্তবতা তুলে ধরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মাধ্যমে আমাদের কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে সতর্ক করেছেন। বিশেষ করে যারা অন্যায় করে, মানুষকে কষ্ট দেয়, নিজেদের স্বার্থে সমাজে বিভ্রান্তি ছড়ায়, তাদের জন্য এই আয়াত এক অপ্রতিরোধ্য হুঁশিয়ারি।
 
আমরা যেন নিজেদের জীবন ও চরিত্র সংশোধন করে, দুনিয়ার মোহে হারিয়ে না গিয়ে আখিরাতের চিরস্থায়ী জীবনের জন্য প্রস্তুতি নিই। যেন আমাদের আমল কিয়ামতের দিন মুক্তিপণের মতো হয়ে দাঁড়ায়, সম্পদ নয়। আল্লাহ আমাদের সকলকে জুলুম ও অন্যায় থেকে বাঁচিয়ে তাঁর রহমত ও ন্যায়ের ছায়ায় রাখুন। আমিন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে মারধরের শিকার কিশোরের মৃত্যু

প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে মারধরের শিকার কিশোরের মৃত্যু