বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তি ও গোপন তৎপরতার মাধ্যমে দীর্ঘদিন ধরে অভ্যন্তরীণ একটি গুপ্তচক্র কর্তৃক মব সৃষ্টির অপচেষ্টা এবং সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেল ৪টায় ০৯নং ওয়ার্ড বিএনপি, বোয়ালিয়া থানা (পশ্চিম) ইউনিটের আয়োজনে এই বিক্ষোভ মিছিলটি নগরীর যাদুঘর মোড় থেকে শুরু হয়। মিছিলটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে শেষ হয় বাটার মোড়ে
বিক্ষোভে দলীয় নেতাকর্মীরা সরকারের বিরুদ্ধে নানা স্লোগান দেন এবং তারেক রহমানের প্রতি অব্যাহত সমর্থনের কথা জানান। নেতারা অভিযোগ করেন, সরকারের মদদপুষ্ট কিছু গোপন সংগঠন দীর্ঘদিন ধরে বিএনপি নেতৃবৃন্দকে হেয়প্রতিপন্ন করার ষড়যন্ত্রে লিপ্ত।
বক্তারা অবিলম্বে এসব ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।