পুরো টুর্নামেন্টে আধিপত্য বিস্তার করে মেয়েদের সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা নিজেদের করেছে বাংলাদেশ। কিংস অ্যারেনায় নেপালকে গতকাল ৪-০ গোলে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের মেয়েরা। শিরোপা জিতলেও ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশের মেয়েদের কারো মুখে উল্লাসের ছাপ ছিল না। কারণটাও সবার জানা, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনা।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে কোচ পিটার বাটলার সবার আগে মর্মান্তিক এই দুর্ঘটনা নিয়ে কথা বলেন। সেই সঙ্গে বাংলাদেশের অধিনায়ক আফইদা খন্দকার ও ম্যাচ সেরা সাগরিকা দলের এই ট্রফিকে বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতদের প্রতি উৎসর্গ করেন।
সংবাদ সম্মেলনে আফইদা খন্দকার বলেন, ‘আমরা মাঠে নামার আগে উত্তরার বিমান দুর্ঘটনার খবরটা শুনি। এরপর আমরা চিন্তা করি যে আজকে আমরা তাদের জন্য খেলব। যাঁরা নিহত হয়েছেন, জয়টা তাঁদের উৎসর্গ করব। আলহামদুলিল্লাহ, আমরা পেরেছি।’
বাংলাদেশ শিরোপা পেলেও হেড কোচ পিটার বাটলার বিমান দুর্ঘটনায় শোকাহত। হতাহতদের প্রতি শ্রদ্ধা ও শোক জানিয়ে তিনি বলেন, ‘আসলে এই মুহূর্ত উৎসবের জন্য নয়। অল্প কিছুক্ষণ আগেই অনেকে মারা গেছেন। এটা আসলেই মর্মান্তিক। তাদের সকলের প্রতি আমাদের শোক ও শ্রদ্ধা।’
নেপালের বিপক্ষে ৪ গোল করে বাংলাদেশকে একাই শিরোপা এনে দিয়েছেন সাগরিকা। কিন্তু ম্যাচ শেষে বিমান দুর্ঘটনার রেশ ছিল তাঁর কণ্ঠেও, ‘আমি প্রথমে যে গোলটা করেছি, সেটা তাদের উৎসর্গ করেছি। আসলে দুঃখজনক যে বিমান দুর্ঘটনায় অনেকে মারা গেছে, অনেকে আহত হয়েছে। আমরা সবাই শোকাহত। খুব কষ্ট লাগছে যে বাংলাদেশে এমন একটা ঘটনা ঘটেছে।’
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে কোচ পিটার বাটলার সবার আগে মর্মান্তিক এই দুর্ঘটনা নিয়ে কথা বলেন। সেই সঙ্গে বাংলাদেশের অধিনায়ক আফইদা খন্দকার ও ম্যাচ সেরা সাগরিকা দলের এই ট্রফিকে বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতদের প্রতি উৎসর্গ করেন।
সংবাদ সম্মেলনে আফইদা খন্দকার বলেন, ‘আমরা মাঠে নামার আগে উত্তরার বিমান দুর্ঘটনার খবরটা শুনি। এরপর আমরা চিন্তা করি যে আজকে আমরা তাদের জন্য খেলব। যাঁরা নিহত হয়েছেন, জয়টা তাঁদের উৎসর্গ করব। আলহামদুলিল্লাহ, আমরা পেরেছি।’
বাংলাদেশ শিরোপা পেলেও হেড কোচ পিটার বাটলার বিমান দুর্ঘটনায় শোকাহত। হতাহতদের প্রতি শ্রদ্ধা ও শোক জানিয়ে তিনি বলেন, ‘আসলে এই মুহূর্ত উৎসবের জন্য নয়। অল্প কিছুক্ষণ আগেই অনেকে মারা গেছেন। এটা আসলেই মর্মান্তিক। তাদের সকলের প্রতি আমাদের শোক ও শ্রদ্ধা।’
নেপালের বিপক্ষে ৪ গোল করে বাংলাদেশকে একাই শিরোপা এনে দিয়েছেন সাগরিকা। কিন্তু ম্যাচ শেষে বিমান দুর্ঘটনার রেশ ছিল তাঁর কণ্ঠেও, ‘আমি প্রথমে যে গোলটা করেছি, সেটা তাদের উৎসর্গ করেছি। আসলে দুঃখজনক যে বিমান দুর্ঘটনায় অনেকে মারা গেছে, অনেকে আহত হয়েছে। আমরা সবাই শোকাহত। খুব কষ্ট লাগছে যে বাংলাদেশে এমন একটা ঘটনা ঘটেছে।’