টরন্টো মাস্টার্স শুরু হওয়ার আগেই নাম প্রত্যাহারের তালিকা ক্রমশ দীর্ঘতর হচ্ছে। সেই তালিকাতেই নয়া সংযোজন বিশ্ব টেনিস র্যাঙ্কিংয়ে দুই নম্বরে থাকা কার্লোস আলকারাজ। উইম্বলডনের পরে ‘শারীরিক ও মানসিক পুনরুদ্ধারের’ প্রয়োজন—এই মর্মে কানাডার এটিপি ১০০০ প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ালেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় আলকারাজ লেখেন, ‘অনেকগুলো সপ্তাহ টানা খেলে যাওয়ার পর বিশ্রাম নেওয়া একান্ত প্রয়োজন। কিছু মাংসপেশির সমস্যা রয়েছে। তাই এ বছর টরন্টোয় খেলতে পারছি না। এই সিদ্ধান্তের জন্য কানাডার সমর্থক ও আয়োজকদের কাছে আমি দুঃখপ্রকাশ করছি। তবে কথা দিচ্ছি, আগামী বছর নিশ্চয়ই দেখা হবে!’
বাইশ বছর বয়সি স্প্যানিশ তারকা চলতি মরসুমে দুর্দান্ত ফর্মে। এটিপি-র জয়-পরাজয় ইনডেক্স অনুযায়ী তাঁর এই মরসুমের রেকর্ড জিতেছেন ৪৮টি ম্যাচ, হেরেছেন মাত্র ৬টি। পাঁচটি শিরোপার মধ্যে রয়েছে ফরাসি ওপেনের ঐতিহাসিক জয়ও। তবে হ্যাটট্রিকের লক্ষ্য নিয়ে এ বার উইম্বলডনের ফাইনালে উঠেও ইয়ানিক সিনারের কাছে হার মানতে হয়।
শুধু আলকারাজ নন, টরন্টোর কোর্টে এ বার অনুপস্থিত আরও দুই তারকা— উইম্বলডনজয়ী সিনার এবং নোভাক জোকোভিচ। দু’জনেই রবিবার তাঁদের নাম তুলে নেন। জোকোভিচ, ৩৮ বছর বয়সি সার্বিয়ান তারকা, টরন্টোতে এর আগে চার বার চ্যাম্পিয়ন হয়েছেন। আর সিনার তো গত বছরই এই টুর্নামেন্ট জয়ের শিরোপা হাতে তুলেছিলেন। ইতালীয় টেনিস তারকাও আলকারাজের সুরে সুর মিলিয়ে বলেছেন, ‘দু’বছর আগে এখানে ট্রফি জয় আমার কেরিয়ারের এক গুরুত্বপূর্ণ মাইলফলক। কিন্তু নিজের দল ও ডাক্তারদের সঙ্গে কথা বলে বুঝেছি, শরীর আগে। কানোডার অনুরাগীদের সামনে আবার খেলতে চাই। তবে এখন বিশ্রামই সেরা সিদ্ধান্ত!’
চলতি বছর টরন্টো এটিপি মাস্টার্সে প্রতিযোগিতার সময়সীমা বাড়িয়ে ১২ দিন করা হয়েছে। উদ্বোধনী ম্যাচ রবিবার (২৮ জুলাই)। ফাইনাল ৭ অগস্ট।
সোশ্যাল মিডিয়ায় আলকারাজ লেখেন, ‘অনেকগুলো সপ্তাহ টানা খেলে যাওয়ার পর বিশ্রাম নেওয়া একান্ত প্রয়োজন। কিছু মাংসপেশির সমস্যা রয়েছে। তাই এ বছর টরন্টোয় খেলতে পারছি না। এই সিদ্ধান্তের জন্য কানাডার সমর্থক ও আয়োজকদের কাছে আমি দুঃখপ্রকাশ করছি। তবে কথা দিচ্ছি, আগামী বছর নিশ্চয়ই দেখা হবে!’
বাইশ বছর বয়সি স্প্যানিশ তারকা চলতি মরসুমে দুর্দান্ত ফর্মে। এটিপি-র জয়-পরাজয় ইনডেক্স অনুযায়ী তাঁর এই মরসুমের রেকর্ড জিতেছেন ৪৮টি ম্যাচ, হেরেছেন মাত্র ৬টি। পাঁচটি শিরোপার মধ্যে রয়েছে ফরাসি ওপেনের ঐতিহাসিক জয়ও। তবে হ্যাটট্রিকের লক্ষ্য নিয়ে এ বার উইম্বলডনের ফাইনালে উঠেও ইয়ানিক সিনারের কাছে হার মানতে হয়।
শুধু আলকারাজ নন, টরন্টোর কোর্টে এ বার অনুপস্থিত আরও দুই তারকা— উইম্বলডনজয়ী সিনার এবং নোভাক জোকোভিচ। দু’জনেই রবিবার তাঁদের নাম তুলে নেন। জোকোভিচ, ৩৮ বছর বয়সি সার্বিয়ান তারকা, টরন্টোতে এর আগে চার বার চ্যাম্পিয়ন হয়েছেন। আর সিনার তো গত বছরই এই টুর্নামেন্ট জয়ের শিরোপা হাতে তুলেছিলেন। ইতালীয় টেনিস তারকাও আলকারাজের সুরে সুর মিলিয়ে বলেছেন, ‘দু’বছর আগে এখানে ট্রফি জয় আমার কেরিয়ারের এক গুরুত্বপূর্ণ মাইলফলক। কিন্তু নিজের দল ও ডাক্তারদের সঙ্গে কথা বলে বুঝেছি, শরীর আগে। কানোডার অনুরাগীদের সামনে আবার খেলতে চাই। তবে এখন বিশ্রামই সেরা সিদ্ধান্ত!’
চলতি বছর টরন্টো এটিপি মাস্টার্সে প্রতিযোগিতার সময়সীমা বাড়িয়ে ১২ দিন করা হয়েছে। উদ্বোধনী ম্যাচ রবিবার (২৮ জুলাই)। ফাইনাল ৭ অগস্ট।