নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন বুধবার সকালে (২৩ জুলাই) রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর যুদ্ধবিমান দুর্ঘটনায় দগ্ধ রোগীদের চিকিৎসা সার্বিক বিষয় পর্যবেক্ষণ করেন।
এ সময় তিনি দায়িত্বরত চিকিৎসকদের সাথে কথা বলে রোগীদের সর্বশেষ শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং তাদের সুচিকিৎসার বিষয় নিশ্চিত করতে সর্বোচ্চ গুরুত্ব আরোপ করেন।
এই দুর্ঘটনায় আহতদের মধ্যে স্কুলের ছাত্র, শিক্ষক এবং উদ্ধারকারী দলের সদস্যরা রয়েছেন, যারা বর্তমানে সিএমএইচ-এ চিকিৎসাধীন। উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন হাসপাতালে ভর্তি রোগীদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসকদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করার নির্দেশ দেন।
উত্তরায় সংঘটিত বিমান দুর্ঘটনাকে সমগ্র জাতির জন্যই অত্যন্ত বেদনাদায়ক উল্লেখ করে নৌপরিবহন উপদেষ্টা দুর্ঘটনায় নিহতদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। সৃষ্টিকর্তার নিকট তাদের আত্মার মাগফেরাত কামনা করেন তিনি। নিহত এবং আহত সকল শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনাও জানান তিনি।
পাশাপাশি তিনি বাংলাদেশ বিমানবাহিনীর যুদ্ধবিমান দুর্ঘটনায় দগ্ধ সকল রোগীর দ্রুত সুস্থতা কামনা করেন। উপদেষ্টা আরো বলেন, ক্ষতিগ্রস্ত সকল পরিবারকে অন্তর্বর্তীকালীন সরকারের তরফ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হচ্ছে। অতি দ্রুততার সাথে সিঙ্গাপুর থেকে একটি বিশেষায়িত মেডিকেল টিম (বিশেষজ্ঞ ডাক্তার ও নার্স এর সমন্বয়ে গঠিত) ঢাকায় এনে গুরুতর দগ্ধ ও আহত রোগীদের উন্নত আধুনিক চিকিৎসা ব্যবস্থা করা হয়েছে।
ভবিষ্যতে এ জাতীয় মর্মান্তিক দুর্ঘটনা রোধে সরকারের পক্ষ থেকে করণীয় সকল পদক্ষেপ গ্রহণ করা হবে বলে নৌপরিবহন উপদেষ্টা জানান। পরিদর্শনকালে সম্মিলিত সামরিক হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিশেষজ্ঞ চিকিৎসকগণ উপস্থিত ছিলেন।
                           এ সময় তিনি দায়িত্বরত চিকিৎসকদের সাথে কথা বলে রোগীদের সর্বশেষ শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং তাদের সুচিকিৎসার বিষয় নিশ্চিত করতে সর্বোচ্চ গুরুত্ব আরোপ করেন।
এই দুর্ঘটনায় আহতদের মধ্যে স্কুলের ছাত্র, শিক্ষক এবং উদ্ধারকারী দলের সদস্যরা রয়েছেন, যারা বর্তমানে সিএমএইচ-এ চিকিৎসাধীন। উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন হাসপাতালে ভর্তি রোগীদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসকদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করার নির্দেশ দেন।
উত্তরায় সংঘটিত বিমান দুর্ঘটনাকে সমগ্র জাতির জন্যই অত্যন্ত বেদনাদায়ক উল্লেখ করে নৌপরিবহন উপদেষ্টা দুর্ঘটনায় নিহতদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। সৃষ্টিকর্তার নিকট তাদের আত্মার মাগফেরাত কামনা করেন তিনি। নিহত এবং আহত সকল শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনাও জানান তিনি।
পাশাপাশি তিনি বাংলাদেশ বিমানবাহিনীর যুদ্ধবিমান দুর্ঘটনায় দগ্ধ সকল রোগীর দ্রুত সুস্থতা কামনা করেন। উপদেষ্টা আরো বলেন, ক্ষতিগ্রস্ত সকল পরিবারকে অন্তর্বর্তীকালীন সরকারের তরফ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হচ্ছে। অতি দ্রুততার সাথে সিঙ্গাপুর থেকে একটি বিশেষায়িত মেডিকেল টিম (বিশেষজ্ঞ ডাক্তার ও নার্স এর সমন্বয়ে গঠিত) ঢাকায় এনে গুরুতর দগ্ধ ও আহত রোগীদের উন্নত আধুনিক চিকিৎসা ব্যবস্থা করা হয়েছে।
ভবিষ্যতে এ জাতীয় মর্মান্তিক দুর্ঘটনা রোধে সরকারের পক্ষ থেকে করণীয় সকল পদক্ষেপ গ্রহণ করা হবে বলে নৌপরিবহন উপদেষ্টা জানান। পরিদর্শনকালে সম্মিলিত সামরিক হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিশেষজ্ঞ চিকিৎসকগণ উপস্থিত ছিলেন।
 
  অনলাইন ডেস্ক
 অনলাইন ডেস্ক  
                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                     
                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                