প্রথম ছবিতেই বাজিমাত। ‘সাইয়ারা’ দিয়ে বলিউডে পা রেখেছেন আহান পান্ডে, আর মুক্তির পর থেকেই ছবিটি বক্স অফিসে দুর্দান্ত সাফল্য অর্জন করছে। অনীত পাড্ডার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন আহান, আর এই জুটিকে দারুণভাবে গ্রহণ করেছেন দর্শক। তবে ছবির বাণিজ্যিক সাফল্যের পাশাপাশি এবার আলোচনায় উঠে এসেছে আহান পান্ডের ব্যক্তিগত জীবন।
সম্প্রতি অভিনেত্রী শ্রুতি চৌহানের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে গুঞ্জন ছড়িয়েছে, তিনি কি আহানকে ডেট করছেন? পোস্টটিতে শ্রুতি যে ভাষায় আহানকে সমর্থন ও শুভেচ্ছা জানিয়েছেন, তাতেই নেটদুনিয়ায় শুরু হয়েছে প্রেমের জল্পনা।
পোস্টে শ্রুতি লেখেন, "যে ছেলেটি সারা জীবন এই স্বপ্ন দেখেছে, যখন অন্য কেউ করেনি তখন যে বিশ্বাস করেছে, যে ছেলেটি এই মুহূর্তটির জন্য তার সর্বস্ব দিয়েছে—এই মঞ্চটি আপনার, আহান। আমি আপনাকে ভালবাসি এবং আমি আপনাকে নিয়ে গর্বিত।"
এই উষ্ণ বার্তার পর অনেকেই ধরে নেন, শ্রুতি ও আহানের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে। যদিও টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, আহানের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে—এই পোস্ট কেবল বন্ধুত্ব ও অভিনয়ের প্রতি শ্রুতির সত্যিকারের শ্রদ্ধা প্রকাশ করার উদ্দেশ্যেই লেখা হয়েছিল। রোম্যান্সের কোনও ইঙ্গিত ছিল না বলেই দাবি তাঁদের।
গত ১৮ জুলাই মুক্তি পেয়েছে আহান-অনীতা অভিনীত ‘সাইয়ারা’। সাকনিল্ক-এর রিপোর্ট অনুযায়ী, মুক্তির মাত্র ছ’দিনেই ছবির আয় পৌঁছেছে ১৩২.২৫ কোটিতে। প্রথম ছবি হিসেবে এমন সাফল্যে স্বাভাবিকভাবেই খুশি গোটা টিম।
সম্প্রতি অভিনেত্রী শ্রুতি চৌহানের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে গুঞ্জন ছড়িয়েছে, তিনি কি আহানকে ডেট করছেন? পোস্টটিতে শ্রুতি যে ভাষায় আহানকে সমর্থন ও শুভেচ্ছা জানিয়েছেন, তাতেই নেটদুনিয়ায় শুরু হয়েছে প্রেমের জল্পনা।
পোস্টে শ্রুতি লেখেন, "যে ছেলেটি সারা জীবন এই স্বপ্ন দেখেছে, যখন অন্য কেউ করেনি তখন যে বিশ্বাস করেছে, যে ছেলেটি এই মুহূর্তটির জন্য তার সর্বস্ব দিয়েছে—এই মঞ্চটি আপনার, আহান। আমি আপনাকে ভালবাসি এবং আমি আপনাকে নিয়ে গর্বিত।"
এই উষ্ণ বার্তার পর অনেকেই ধরে নেন, শ্রুতি ও আহানের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে। যদিও টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, আহানের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে—এই পোস্ট কেবল বন্ধুত্ব ও অভিনয়ের প্রতি শ্রুতির সত্যিকারের শ্রদ্ধা প্রকাশ করার উদ্দেশ্যেই লেখা হয়েছিল। রোম্যান্সের কোনও ইঙ্গিত ছিল না বলেই দাবি তাঁদের।
গত ১৮ জুলাই মুক্তি পেয়েছে আহান-অনীতা অভিনীত ‘সাইয়ারা’। সাকনিল্ক-এর রিপোর্ট অনুযায়ী, মুক্তির মাত্র ছ’দিনেই ছবির আয় পৌঁছেছে ১৩২.২৫ কোটিতে। প্রথম ছবি হিসেবে এমন সাফল্যে স্বাভাবিকভাবেই খুশি গোটা টিম।