পাকিস্তানে বন্যা ও ভূমিধসে গত ২৪ ঘণ্টায় আরও ২১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলমান দুর্যোগে দেশটিতে মোট মৃত্যু বেড়ে দাঁড়ালো ২৪২ জনে।
মঙ্গলবার (২২ জুলাই) দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিএমএ) এক বিবৃতিতে জানিয়েছে— আকস্মিক বন্যা, ঘরবাড়ি ধসে পড়া, ডুবে যাওয়া, বিদ্যুৎস্পৃষ্ট হওয়া, বজ্রপাত এবং ভূমিধসের কারণে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২১ জনের মধ্যে ছয়জন পুরুষ, তিনজন নারী এবং ১২ জন শিশু।
এরমধ্যে উত্তরাঞ্চলের গিলগিট বালতিস্তান প্রদেশে মঙ্গলবারের আকস্মিক বন্যা ও ভূমিধসে কমপক্ষে তিনজনের মৃত্যু হয়েছে। এছাড়া বন্যায় ভেসে যাওয়া দশ থেকে পনেরো জন এখনও নিখোঁজ। উদ্ধার করা হয়েছে ২০০ জনেরও বেশি আটকে পরা পর্যটককে।
এনডিএমএ’র তথ্য অনুযায়ী, ২৬ জুন থেকে এ পর্যন্ত অন্তত ৫৯৬ জন আহত হয়েছেন। বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিপুল সংখ্যক গবাদি পশু মারা গেছে। বন্যায় সবচেয়ে বেশি হতাহতের খবর পাওয়া গেছে পাঞ্জাবে, সেখানে ১৩৫ জন প্রাণ হারিয়েছেন।
উল্লেখ্য, ২৫ জুলাই পর্যন্ত পাকিস্তানে দেশব্যাপী মৌসুমি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় আগেই ভূমিধসের সতর্কতা জারি করে এনডিএমএ।
                           মঙ্গলবার (২২ জুলাই) দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিএমএ) এক বিবৃতিতে জানিয়েছে— আকস্মিক বন্যা, ঘরবাড়ি ধসে পড়া, ডুবে যাওয়া, বিদ্যুৎস্পৃষ্ট হওয়া, বজ্রপাত এবং ভূমিধসের কারণে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২১ জনের মধ্যে ছয়জন পুরুষ, তিনজন নারী এবং ১২ জন শিশু।
এরমধ্যে উত্তরাঞ্চলের গিলগিট বালতিস্তান প্রদেশে মঙ্গলবারের আকস্মিক বন্যা ও ভূমিধসে কমপক্ষে তিনজনের মৃত্যু হয়েছে। এছাড়া বন্যায় ভেসে যাওয়া দশ থেকে পনেরো জন এখনও নিখোঁজ। উদ্ধার করা হয়েছে ২০০ জনেরও বেশি আটকে পরা পর্যটককে।
এনডিএমএ’র তথ্য অনুযায়ী, ২৬ জুন থেকে এ পর্যন্ত অন্তত ৫৯৬ জন আহত হয়েছেন। বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিপুল সংখ্যক গবাদি পশু মারা গেছে। বন্যায় সবচেয়ে বেশি হতাহতের খবর পাওয়া গেছে পাঞ্জাবে, সেখানে ১৩৫ জন প্রাণ হারিয়েছেন।
উল্লেখ্য, ২৫ জুলাই পর্যন্ত পাকিস্তানে দেশব্যাপী মৌসুমি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় আগেই ভূমিধসের সতর্কতা জারি করে এনডিএমএ।
 
  আন্তজার্তিক ডেস্ক
 আন্তজার্তিক ডেস্ক  
                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                     
                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                