ডনেৎস্ক, লুহান্সক, জাপোরিজিয়া, খারকিভের পরে এ বার ইউক্রেনের সুমি ওল্ডবাস্ট প্রদেশের বড় অংশ দখলের দাবি করল রাশিয়া। তাৎপর্যপূর্ণ ভাবে তুরস্কের ইস্তানবুলে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা শুরুর ঠিক আগেই।
রুশ সীমান্তবর্তী সুমি ওল্ডবাস্ট প্রদেশে জুনের শেষ সপ্তাহ থেকেই নতুন করে হামলা শুরু করেছিল ভ্লাদিমির পুতিনের বাহিনী। বুধবার ক্রেমলিন জানিয়েছে, তাদের ‘ব্যাটেলগ্রুপ নর্থ’-এর ইউনিটগুলি সুমি অঞ্চলের ভারাচিনো জনবসতি ও আশপাশের এলাকা মুক্ত করেছে। যুদ্ধে অন্তত ১২২০ জন ইউক্রেন সেনার মৃত্যু হয়েছে বলেও দাবি মস্কোর। এর আগে গত ১৭ জুলাই রুশ বাহিনী ইউক্রেনের উত্তর খারকিভ অঞ্চলের দেগতিয়ারনয়ে, পূর্ব ডনেৎস্ক অঞ্চলে পোপোভেয়ার এবং দক্ষিণের প্রদেশ জাপোরিজিয়া অঞ্চলের কামেনস্কয় দখল করেছি।
চলতি সপ্তাহে ডনেৎস্কের বেলায়া গোরা এবং নোভোটোরেৎস্ক থেকেও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বাহিনীকে পিছু হটতে বাধ্য করেছে পুতিন-সেনা। গত তিন মাসের যুদ্ধে ডনেৎস্ক লাগোয়া লুহানস্ক প্রদেশের অধিকাংশ এলাকাও রাশিয়ার দখলে চলে এসেছে। এই অগ্রগতি অব্যাহত থাকলে উত্তর-পূর্ব ইউক্রেনের আঞ্চলিক রাজধানী সুমির পতন নিশ্চিত বলেই মনে করা হচ্ছে। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার থেকে ইস্তানবুলে যুদ্ধবিরতি নিয়ে মুখোমুখি আলোচনায় বসছে মস্কো-কিভ।
রুশ সীমান্তবর্তী সুমি ওল্ডবাস্ট প্রদেশে জুনের শেষ সপ্তাহ থেকেই নতুন করে হামলা শুরু করেছিল ভ্লাদিমির পুতিনের বাহিনী। বুধবার ক্রেমলিন জানিয়েছে, তাদের ‘ব্যাটেলগ্রুপ নর্থ’-এর ইউনিটগুলি সুমি অঞ্চলের ভারাচিনো জনবসতি ও আশপাশের এলাকা মুক্ত করেছে। যুদ্ধে অন্তত ১২২০ জন ইউক্রেন সেনার মৃত্যু হয়েছে বলেও দাবি মস্কোর। এর আগে গত ১৭ জুলাই রুশ বাহিনী ইউক্রেনের উত্তর খারকিভ অঞ্চলের দেগতিয়ারনয়ে, পূর্ব ডনেৎস্ক অঞ্চলে পোপোভেয়ার এবং দক্ষিণের প্রদেশ জাপোরিজিয়া অঞ্চলের কামেনস্কয় দখল করেছি।
চলতি সপ্তাহে ডনেৎস্কের বেলায়া গোরা এবং নোভোটোরেৎস্ক থেকেও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বাহিনীকে পিছু হটতে বাধ্য করেছে পুতিন-সেনা। গত তিন মাসের যুদ্ধে ডনেৎস্ক লাগোয়া লুহানস্ক প্রদেশের অধিকাংশ এলাকাও রাশিয়ার দখলে চলে এসেছে। এই অগ্রগতি অব্যাহত থাকলে উত্তর-পূর্ব ইউক্রেনের আঞ্চলিক রাজধানী সুমির পতন নিশ্চিত বলেই মনে করা হচ্ছে। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার থেকে ইস্তানবুলে যুদ্ধবিরতি নিয়ে মুখোমুখি আলোচনায় বসছে মস্কো-কিভ।