রাজশাহী মহানগরীতে পৃথক অভিযানে ৯০০ গ্রাম গাঁজা এবং ৩৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই জনকে গ্রেফতার করেছে রাজপাড়া থানা ও ডিবি পুলিশ।
বুধবার (২৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টায় নগরীর রাজপাড়া থানার বুলনপুর থেকে গাঁজাসহ মিরাজকে এবং রাত সাড়ে ৯টায় নগরীর চন্দ্রিমা থানার হাজরাপুকুর ডাবতলা থেকে ট্যাপেন্টডল ট্যাবলেট সহ হৃদয়কে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মো: মিরাজ হোসেন (২০) রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার বশড়ী গ্রামের মো: মোজাম্মেল হকের ছেলে ও মো: হৃদয় (২৬) চন্দ্রিমা থানার হাজরা পুকুর ডাবতলা এলাকার মো: বাবর আলীর ছেলে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর ক্রাইম এন্ড অপস), মোঃ গাজিউর রহমান, পিপিএম।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারা যায় নগরীর রাজপাড়া থানার বুলনপুর এলাকায় একজন গাঁজা বিক্রি করছে। এমন সংবাদের ভিত্তিতে আরএমপি’র রাজপাড়া থানার অফিসার ইনচার্জ মো: আশরাফুল আলমের সার্বিক তত্ত্বাবধানে এসআই মো: তরিকুল ইসলাম ও তার সঙ্গীয় ফোর্স সন্ধ্যা সাড়ে ৬টায় সেখানে অভিযান চালিয়ে মিরাজকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে ৯০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
অপর এক অভিযানে একই দিন মহানগর গোয়েন্দা পুলিশের এসআই মো: শাহ আলী ও তার সঙ্গীয় ফোর্স রাত সাড়ে ৯টায় নগরীর চন্দ্রিমা থানার হাজরাপুকুর ডাবতলা থেকে আসামি হৃদয়কে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে ৩৫ পিস ট্যাপেন্টডল ট্যাবলেট জব্দ করে।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে রাজপাড়া ও চন্দ্রিমা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বৃহস্পতিবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।
নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy
নগরীতে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ গ্রেফতার ২
- আপলোড সময় : ২৪-০৭-২০২৫ ১২:৩৫:০৫ অপরাহ্ন
- আপডেট সময় : ২৪-০৭-২০২৫ ১২:৩৫:০৫ অপরাহ্ন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ